শসার ফেসপ্যাকঃ ত্বক ভালো রাখতে শসার ১০ টি ফেসপ্যাক

ত্বকের যত্নে শসার ফেসপ্যাক

শসার আমাদের আমাদের শরীরকে শুধু ঠাণ্ডাই রাখে না বরং শসা আমাদের ত্বকের জন্য খুব উপকারী। খেয়াল করলে দেখতে পাবেন শসা অনেকে প্রোডাক্টে ব্যবহার করা হয়। এছাড়াও শসা ফেসপ্যাক আমাদের ত্বকের অনেক সমস্যা দূর করে। শসার গুণাগুণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আজ আপনাদের শসার কিছু ফেসপ্যাকের টিপস দেব যা আপনারা বাড়ি বসেই বানিয়ে নিতে পারবেন কিছু উপকরণ দিয়ে। তাহলে আসুন দেখে নেওয়া যাক ত্বকের যত্নে শসার ফেসপ্যাক ব্যবহারের টোটকা।

ত্বকের যত্নে ১০ টি শসার ফেসপ্যাক (10 cucumber face pack for skin care) 

  • শসার ফেসপ্যাক ১

শসার ফেসপ্যাক ১

 উপকরণঃ

  • ১ টেবিল চামচ শসার পেস্ট
  • ১ টেবিল চামচ গাজরের রস
  •  ১ টেবিল চামচ গোলাপ জল

 পদ্ধতিঃ

1. শসা এবং গাজরের পেস্ট একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন।

2. এবার প্যাকটি মধ্যে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন।

3. ফেস প্যাকটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে নেবেন। এই শসার ফেসপ্যাকটি ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ দেবে।

Read more: রূপচর্চায় ত্বকের যত্নে হলুদ ব্যবহারের টিপস

  • শসার ফেসপ্যাক ২

শসার ফেসপ্যাক ২

উপকরণঃ

পদ্ধতিঃ

1. শসা পেস্ট এবং অ্যালোভেরা জেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন।

2. প্যাকটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিন।

3. ১৫ মিনিট অপেক্ষা করে উষ্ণ গরম জলে পরিষ্কার করে নিন।

এই শসার ফেসপ্যাকটি রোদে পোড়া দাগ রিমুভ করে ত্বক উজ্জ্বল করে তুলবে।

  • শসার ফেসপ্যাক

শসার ফেসপ্যাক ৩

উপকরণঃ

  •  ১/৪ টমেটো
  •  হাফ শসা
  •  ১ টেবিল চামচ গোলাপ জল

পদ্ধতিঃ

1. প্রথমে শসা এবং টমেটো ভালো করে পেস্ট করে নিন। যাতে পেস্টটি স্মুথ হয়।

2. এবার প্যাকটিতে ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে নিন।

3. প্যাকটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে নেবেন।

টমেটো এবং শসার এই ফেস প্যাকটি ব্রাইট লুকস দেবে এবং পেয়ে যাবেন হেলদি রেডিয়েন্ট স্কিন।

Read more: কমলালেবুর নানাবিধ উপকারিতা 

  • শসার ফেসপ্যাক ৪

শসার ফেসপ্যাক ৪

উপকরণঃ

পদ্ধতিঃ

1. প্রথমে নিমপাতাগুলি এক কাপ জলে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা জলটি ছেঁকে অন্য পাত্রে তুলে রাখুন।

2. শসা ভালোভাবে পেস্ট করে নিমপাতার জলে সঙ্গে মিশিয়ে নিন।

3. মুখে শসার ফেসপ্যাকটি লাগিয়ে ১০-১৫ মিনিট বাদে ঠাণ্ডা জলে ধুয়ে নিন।

শসার এই ফেসপ্যাকটি ব্রণ কমাতে অসাধারন কাজ করে।

Key point

শসার ফেসপ্যাকে নিম পিম্পেলের জন্য খুব উপকারি উপাদান।

  • শসার ফেসপ্যাক ৫

শসার ফেসপ্যাক ৫

উপকরণঃ

  • ১/২ শসা
  • ১/২ পাকা পেঁপে
  • ১ টেবিল চামচ গোলাপ জল

পদ্ধতিঃ

1. পেঁপে এবং শসা ভালোভাবে ব্লেন্ড করে নিন। যাতে পেস্টটি স্মুথ হয়।

2. এই ফেসপ্যাকটি গোলাপ জল মিশিয়ে নিন। এবং মুখে এবং ঘাড়ে লাগিয়ে রাখুন।

3. ১০-১৫ মিনিট বাদে হালকা গরম জলে পরিষ্কার করে নেবেন।

এই শসার ফেসপ্যাকটি আপনার ত্বকে গ্লোয়িং ছোঁয়া আনবে।

Read more:  পেস্তা বাদাম খাওয়ার ১০ টি উপকারিতা

  • শসার ফেসপ্যাক ৬

শসার ফেসপ্যাক ৬

উপকরণঃ

পদ্ধতিঃ

1. শসা এবং কমলালেবুর রস একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।

2. ফেসপ্যাকটি মুখে এবং গলায় লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা জলে ধুয়ে নিন।

এই ফেসপ্যাকটি রেডিয়েন্ট এবং গ্লোয়িং স্কিন দেবে।

Key point
কমলালেবুর রয়েছে ভিটামিন “সি” যা ত্বক ভালো রাখতে উপযুক্ত উপাদান।

  • শসার ফেসপ্যাক ৭

শসার ফেসপ্যাক ৭

উপকরণঃ

• ২ টেবিল চামচ শসার পেস্ট

• ২ টেবিল চামচ দুধের সর

পদ্ধতিঃ

1. প্রথমে শসা ভালো করে পেস্ট করে ২ টেবিল চামচ পেস্ট নিয়ে একটি পাত্রে রাখুন।

2. এবার শসার পেস্টটির সঙ্গে দুধের সর মিশিয়ে প্যাক বানিয়ে নিন। আপনি চাইলে গোলাপ জল যোগ করতে পারেন।

3. ফেসপ্যাকটি মুখে ওগলায় লাগিয়ে নিন।

4. শুকিয়ে এলে হালকা গরম জলে পরিষ্কার করে নেবেন।

এই শসার প্যাকটি সূর্যের ট্যান রিমুভ করে ত্বকে উজ্জ্বলতা বাড়িয়ে আনবে।

Read more:  হেয়ার স্পা এর উপকারিতা 

  • শসার ফেসপ্যাক ৮

শসার ফেসপ্যাক ৮

উপকরণঃ

  •  ১ টেবিল চামচ শসা
  •  ১ টেবিল চামচ মধু

পদ্ধতিঃ

1. শসা ভালভাবে পেস্ট করে নিন।

2. পেস্টটির মধ্যে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন।

3. ১৫ মিনিট বাদে ঊষ্ণ গরম জলে পরিষ্কার করে নেবেন।

শুষ্ক ত্বকের অধিকারীরা এই ফেসপ্যাকটি ব্যবহার করে দেখুন ভালো ফল পাবেন।

Read more:  কাঠ মাদামের উপকারিতা ও গুণাগুণ

  • শসার ফেসপ্যাক

শসার ফেসপ্যাক ৯

উপকরণঃ

  •  ১ টেবিল চামচ শসার রস
  •  ২ টেবিল চামচ ডাবের জল

পদ্ধতিঃ

1. প্রথমে শসা ভালভাবে পেস্ট করে নিন।

2. পেস্ট করা শসার মধ্যে ২ টেবিল চামচ ডাবের জল মিশিয়ে নিন।

3. প্যাকটি মুখে এবং গলায় লাগিয়ে ১০ মিনিট রেখে ঠাণ্ডা জলে ধুয়ে নিন।

কিছুদিন ব্যবহার করলেই ত্বকে ম্যাজিকের মতো জেল্লা দেবে।

Key point
ত্বকে লাগানোর পাশাপাশি নিয়মিত ডাবের জল পান করলে পেট তো ভালো থাকবেই পাশাপাশি ত্বক গ্লোয়িং হয়ে উঠবে।

  • শসার ফেসপ্যাক ১০

শসার ফেসপ্যাক ১০

শসার ফেসপ্যাক বানানোর জন্য উপকরণঃ

  •  ১ টেবিল চামচ মুলতানি মাটি
  •  ১ টেবিল চামচ শসার রস
  •  ১ টেবিল চামচ গোলাপ জল

শসার ফেসপ্যাক প্রয়োগ করার পদ্ধতিঃ

1. মুলতানি মাটি, শসার রস এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন।

2. প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর উষ্ণ গরম জলে পরিষ্কার করে নেবেন।

এই ফেস প্যাকটি মুখের অতিরিক্ত ওয়েল শোষণ করে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

Read more:    গোল্ড ফেসিয়ালের উপকারিতা

শসার এই দশটি ফেসপ্যাকের মধ্যে নিজের ত্বকের সঙ্গে মানানসই ফেসপ্যাকটি বেছে নিয়ে বাড়িতে বানিয়ে ব্যবহার করুন ভালো ফল পাবেন।

Key point
শসা নিয়মিত খেলে শরীর ঠাণ্ডা থাকে।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

Q. শসা কি ত্বকের জন্য উপকারী? 

A. শসাতে ভিটামিন সি এবং ক্যাফিক অ্যাসিড সহ স্কিনকেয়ারে সুবিধা রয়েছে। র‍্যাশ কমাতে সহায়তা করে এবং ত্বককে হাইড্রেট করে রাখে।

Q. শসা কি ত্বক গ্লোয়িং করতে সহায়তা করে? 

A. হ্যাঁ পারে।

Q. শসা কি স্কিনে সরাসরি মাখা যায়? 

A. সরাসরি ব্যবহার করা যেতে পারে। তবে কিছু উপাদান মিশিয়ে একটি প্যাক তৈরি করে ব্যবহার করাই ভালো।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here