চুলের যত্নে গোলাপ জল ব্যবহারের টোটকা

গোলাপ জলকে ইংরেজি আক্ষরিক অর্থে রোজ ওয়াটার বলা হয়। গোলাপ যে ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলার আর অপেক্ষায় রাখে না। চুলের সৌন্দর্য বজায় রাখতে এর জুরি মেলা ভার। এটি চুলের পি.এইচ ব্যালেন্স বজায় রাখে। এটি ক্ষতিকারক চুলের জন্য ভালো বিকল্প। এতে অ্যান্টিইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা অ্যান্টিসেপটিক রূপে কাজ করে এবং অ্যান্টিফাংগাল সংক্রামণ খুশকি প্রতিরোধে সক্ষম সঠিক পদ্ধতিতে চুলে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। তাই আজ আমি চুলের যত্নে গোলাপ জল এর ব্যবহারের কিছু টোটকা আপনাদের জানব –

গোলাপ জল

গোলাপ জল (Rose water)

গোলাপজল ত্বকের জন্য খুব উপকারী। এর ব্যবহার থেকে ত্বকের অনেক উপকার হতে পারে। ফেস ক্লিনজিং এবং ফেস প্যাকগুলিতে গোলাপজল ব্যবহার করা হয়। এবং কখনও কখনও এটি ফেস টোনার হিসাবেও ব্যবহৃত হয়। গোলাপ জল চুলের জন্যও উপকারি।

Read more: পাকা চুলের চিকিৎসা

গোলাপ জলের উপকারিতা

গোলাপ জলের উপকারিতা (Benefits of rose water)

  1. গোলাপ জল রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
  2. এটি খুব ভালো টোনার।
  3. গোলাপ জল ময়শ্চারাইজার হিসাবে কাজ করে।
  4. শুষ্কতার হাত থেকে রক্ষা পেতে গোলাপ জল দুর্দান্ত।
  5. এটি প্রাকৃতিক সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয়।
  6. চুলের ঘন ভাব ফেরানো এবং উজ্জ্বলতা বাড়াতে গোলাপ জল কার্যকারী।

Read more: সৌন্দর্যচর্চায় পাকা টমেটোর উপকারিতা 

চুলের যত্নে গোলাপ জল এর ব্যবহারঃ

  1. গোলাপ জলের হেয়ার মাস্কঃ

আপনি কি শুষ্ক ও রুক্ষ চুলের জন্য ভুগছেন। তাহলে আপনার জন্য গোলাপ জলের হেয়ার মাস্ক অসাধারণ।

গোলাপ জলের হেয়ার মাস্কঃ

ব্যবহারের টোটকাঃ

২ টেবিল চামচ গোলাপ জল এবং সমপরিমাণ অ্যালোভেরা জেল নিন। এবার এই উপাদান দুটি ভালোভাবে মিশ্রিত করুন। এবার মিশ্রণটি হাতের তালুতে নিয়ে মাথার স্ক্যাল্পে লাগিয়ে আঙ্গুল দিয়ে ভালো করে মাসাজ করুন। কিছুক্ষণ অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।

Read more: ছোট চুলের উপকারিতা

  1. খুশকির চিকিৎসার জন্য গোলাপ জলঃ

বিভিন্ন কারণে মাথায় খুশকি হয়ে থাকে। অতিরিক্ত তৈলাক্ত হওয়ার কারণে বা ড্রাই হওয়ার কারণে খুশকি হতে পারে। শীতকালে এই সমস্যা বেশি ভুগতে হয় মানুষকে। এই খুশকি চিকিৎসা জন্য গোলাপ জল খুব উপকারি। গোলাপ জল স্ক্যাল্পে অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে স্ক্যাল্পে ময়শ্চারাইজিং করে।

খুশকির চিকিৎসার জন্য গোলাপ জলঃ

ব্যবহারের টোটকাঃ

সমপরিমাণ গোলাপ জল এবং লেবুর রস নিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং এটি স্ক্যাল্পে একটি তুলোর বলের সাহায্য লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। নিয়মিত একই ভাবে অনুসরণ করলে খুশকিকে চিরতরে বিদায় জানাতে বেশি সময় লাগবে না।

Read more: স্বাস্থ্যের জন্য শাপলা ফুলের উপকারিতা

  1. সূর্যের ক্ষতির হাত থেকে চুলকে বাঁচাতে গোলাপ জলঃ

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে শুধু যে আমাদের ত্বকই ক্ষতি হয় তাই নয় বরং চুলের অনেক ক্ষতি হয়। সেটা হয়তো আমাদের নজর এড়িয়ে যায়। কিন্তু সূর্যের এই ক্ষতিকারক রশ্মি আমাদের চুলের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। বাড়ি বসেই আপনি এই সমস্যার চিকিৎসা করতে পারেন। তার জন্য নিচে টোটকা রইল –

সূর্যের ক্ষতির হাত থেকে চুলকে বাঁচাতে গোলাপ জলঃ

ব্যবহারের টোটকাঃ

১ টেবিল চামচ জোজবা অয়েল এবং ৫ চা চামচ গোলাপ জল নিয়ে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটিতে ১ টি ভিটামিন ক্যাপসুল মিশিয়ে নিন। মিশ্রণটি স্ক্যাল্পে লাগিয়ে হালকা ভাবে মাসাজ করে অপেক্ষা করুন। ৩০ মিনিট বাদে শ্যাম্পু করে নেবেন। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত ২ বার ব্যবহার করুন।

Read more: বাদামের উপকারিতা ও অপকারিতা

  1. পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে গোলাপ জলঃ

বর্তমানে কমবয়সী ছেলেমেয়েদের অকালে চুল পেকে যাছে। অতিরিক্ত পরিমাণ ভেজাল খাবার, রাস্তার তৈলাক্ত খাবার, লিভারের সমস্যায় চুল পেকে থাকে। এই সমস্যা থেকে রেহাই পেতে চাইলে চুলে গোলাপ জল ব্যবহার করতে হবে।

পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে গোলাপ জলঃ

ব্যবহারের টোটকাঃ

২ টেবিল চামচ পেঁয়াজের রসের সঙ্গে ৪ ফোঁটা গোলাপ জল মিশিয়ে চুলে লাগিয়ে নিন। ১ ঘণ্টা রেখে ভালো করে শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার ব্যবহার করেই দেখুন না আশা করি ভালো উপকার পাবেন।

Read more: কাঁচা রসুন খাওয়ার অপকারিতা

আশা করি, চুলের যত্নে গোলাপ জল এই পদ্ধতি ব্যবহার করলে ভালো ফল পাবেন।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

Q. গোলাপ জল কি চুল বৃদ্ধি করতে পারে? 

A. গোলাপ জল চুলের বৃদ্ধি করতে সহায়তা করে। গোলাপ জলের ভিটামিন এ, বি, সি ও ই থাকে যা চুলের পুষ্টি।

Q. গোলাপজল কতবার ব্যবহার করতে হবে? 

A. গোলাপ জল সপ্তাহে অন্তত ২ থেকে ৩ বার ব্যবহার করতে হবে। চাইলে রোজ ব্যবহার করতে পারেন।

Q. গোলাপ জল কি খুশকি দূর করতে সহায়তা করে? 

A. হ্যাঁ, গোলাপ জল খুশকি দূর করতে সহায়তা করে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here