আপনার জানা উচিত থাইরয়েডে কি খাওয়া বারণ

থাইরয়েড শব্দটা আজকাল বেশি পরিচিত। ছোট থেকে বড় কেউই এই সমস্যা থেকে বাদ পরে না। সাধারণত আয়োডিনের অভাবে এই রোগটি হয়ে থাকে। পুরুষদের তুলানায় বেশিরভাগ মহিলারা থাইরয়েডের সমস্যায় ভোগেন। থাইরয়েড হল ঘাড়ের সামনে ছোট প্রজাপতির আকারে একটি গ্রন্থি। যা হরমোন নিয়ন্ত্রণের পাশাপাশি মেটাবলিক প্রক্রিয়াকে সচল রাখে। ক্লান্তি, আলসেমি, ঘুম ঘুম ভাব, ত্বক খসখসে হয়ে যাওয়া, ক্ষুধা নষ্ট হওয়া, পা ফুলে যাওয়া, মোটা হয়ে যাওয়া, চুল পড়া, খিটখিটে হয়ে যাওয়া, ব্লাড প্রেসার বেড়ে যাওয়া, পিরিয়ডের সমস্যা হওয়া ইত্যাদি থাইরয়েডয়ের লক্ষণ।

থাইরয়েড

Source

থাইরয়েড কমার একমাত্র পথ হল ঔষধ। কিন্তু কিছু খাবার আছে যেগুলো এই সমস্যার মাত্রা আরও বাড়িয়ে তোলে। যার ফলে নিয়ন্ত্রণে আনা মুশকিল হয়ে দাঁড়ায়। এই সমস্ত খাবারগুলি আমরা এড়িয়ে চললে থাইরয়েডের সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। কিন্তু থাইরয়েডে কি খাওয়া বারণ জানেন কি? তাই আজ আমরা এই নিবন্ধটিতে আলোচনা করব থাইরয়েড সমস্যায় কোন খাবারগুলি খাওয়া একদম উচিত না।

আরও পড়ুন । আপনার জানা উচিত থাইরয়েডে কি খাওয়া বারণ

থাইরয়েড কি

থাইরয়েড কি (What is thyroid) 

থাইরয়েড এক ধরনের গ্রন্থি। এটি  আমাদের গলার সামনের দিকে অবস্থিত। এই গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয় যা দেহের বিপাক নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন । ডায়াবেটিস রোগীদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা

থাইরয়েডে কি খাওয়া বারণ

থাইরয়েডে কি খাওয়া বারণ (What the thyroid is forbidden to eat)

যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের কিছু খাবার না খাওয়াই ভালো। চিকিৎসার পাশাপাশি এসব খাবার খেলে থাইরয়েড নিয়ন্ত্রনে আনা সম্ভব হবে না। নীচের এই সমস্ত খাবার থাইরয়েডে এড়িয়ে চলুন।

মিষ্টিযুক্ত খাবার (Sweet food) 

1. মিষ্টিযুক্ত খাবার (Sweet food) 

যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদের মিষ্টিযুক্ত খাবার এড়িয়ে চলতে জানাচ্ছেন চিকিৎসকরা। বাইরের আইসক্রিম, কুকি, বাদাম, চিনিযুক্ত খাবার থেকে বিরত থাকাই ভালো।

আরও পড়ুন । ১০ টি ভিটামিন ই সমৃদ্ধ পুষ্টিকর খাবার তালিকা

দুগ্ধজাত-খাবারঃ

2. দুগ্ধজাত খাবার (Dairy foods) 

দুধ জাতীয় খাবারগুলি হল দুগ্ধজাত খাবার। দুগ্ধজাত জাতীয় খাবার থাইরয়েডের মাত্রা বাড়িয়ে তোলে। থাইরয়েডে আক্রান্ত রোগীদের দুগ্ধজাত খাবার থেকে দূরে থাকাই ভালো। যেসমস্ত খাবারে দুগ্ধ রয়েছে সেগুলি হল-

  • দুধ
  • পনির
  • চিজ
  • মাখন
  • ক্রিম

সয়া জাতীয় খাবার (Soy food) 

3. সয়া জাতীয় খাবার (Soy food) 

থাইরয়েড রোগীদের ডায়েট চার্ট থেকে সয়া জাতীয় খাবার একবারেই বাদ দেওয়া উচিত। সয়া জাতীয় খাবারগুলি দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখতে বাঁধা দেয় গবেষণায় দেখা গেছে, সয়া জাতীয় খাবার খাওয়ার ফলে দেহের একই হরমোন পরিবর্তিত হয়েছে। তাই থাইরয়েড আক্রান্ত রোগীদের এই জাতীয় খাবার খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি রয়েছে। সয়া জাতীয় খাবারগুলি হল –

  • টফু
  • সয়াদুধ
  • সয়া সস
  • সয়াবিন 
  • উদ্ভিজ্জ তেল (সয়াবিন তেল)

আরও পড়ুন । জেনে নিন, শিশুদের জন্য স্বাস্থ্যকর খাবার এ কী কী রাখা জরুরী

ফ্যাট-জাতীয়-খাবারঃ

4. ফ্যাট জাতীয় খাবার (Fat foods) 

থাইরয়েডে কি খাওয়া বারণ আলোচনায় ফ্যাট জাতীয় খাবারের কথা এড়িয়ে যাওয়া যায় না।উনিভার্সিটি মেডিক্যাল সেন্টার এর মতে ফ্যাট জাতীয় খাবার দেহের ইনফ্লামেশন বাড়িয়ে তোলে। থাইরয়েড রোগীদের খাদ্য তালিকায় ফ্যাট জাতীয় খাদ্য তাদের ওজন আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই এই সমস্ত খাবার একদমই না। ফ্যাট জাতীয় খাবারের তালিকাগুলি হল –

  • চর্বিযুক্ত রেড মিট
  • দুধ
  • বাদাম
  • প্রোসেসেড খাবার

রিচ গ্রেইন (Rich grain)

5. রিচ গ্রেইন (Rich grain)

রিচ গ্রেইন সমৃদ্ধ ময়দা জাতীয় খাবার। এতে চ্চ গ্লাইসেমিক উপাদান আছে যা রক্তে হরমোন লেভেলের মাত্রা বৃদ্ধি করে। তাই থাইরয়েডে রোগীদের ডায়েট চার্ট রিচ গ্রেইন জাতীয় খাবার না রাখাই ভালো।

আরও পড়ুন । আদর্শ খাবারের তালিকা ও তার শ্রেণীবিভাগ

কফিঃ

6. কফি (Coffee)

অধিকাংশ সময় দেখা যায় অনেকেই কফির সঙ্গে থাইরয়েড ঔষধ খেয়ে থাকে। এতে রক্তে থাইরয়েডের স্তর অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তাই এটি এড়িয়ে চলাই শ্রেষ্ঠ।

আরও পড়ুন । এই খাবারগুলি শরীরে ভিটামিন বি ১২ অভাব পূরণ করবে

থাইরয়েডে কি খাওয়া বারণ নিবন্ধে এই খাবারগুলি এড়িয়ে চললে আশা করি, আপনি থাইরয়েডের সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

Q. থাইরয়েড কি? 

A. থাইরয়েড হল গলার সামনে অবস্থিত একধরণের গ্রন্থি।

Q. থাইরয়েড কেন হয়? 

A. শরীরে আয়োডিনের অভাবে হলে থাইরয়েড হয়।

Q. হাইপারথাইরয়েডিজম কাকে বলে? 

A. থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ বেশি হলে তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়।

Q. হাইপোথাইরয়েডিজম কাকে বলে?

A. থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন নিঃসরণ কম হলে তাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here