ত্বকের জন্য বরফঃ ত্বকের যত্নে বরফের ১০ টি উপকারিতা

ত্বক হল আমাদের সৌন্দর্যের প্রতীক। ত্বককে ভালো রাখার জন্য আমরা অপ্রাণ চেষ্টা করে থাকি। এর পেছনে প্রচুর সময় ও শ্রম অপচয় করে থাকি। দামি দামি ক্যামিকাল প্রোডাক্টও ব্যবহার করি। আবার কেউ কেউ ঘরোয়া পদ্ধতিতে ত্বকের পরিচর্যা করে। দিনের শেষে ভুলেই যাই হাতের কাছে একটি অপরিহার্য উপাদান আছে যা ত্বকের সব সমস্যার সমাধানের জাদুকাঠি। ত্বকের জন্য বরফ এমন একটি উপাদান যা রুপচর্যার কাজে কার্যকারী।

মুখে বরফ ঘসা সত্যিই কী ভালো

সূত্র :- stylecraze . com

মুখে বরফ ঘসা সত্যিই কী ভালো?

বরফ ঘষলে মুখ রিফ্রেশ লাগে। সারাদিনের পরিশ্রমের পর মুখে বরফ ঘষলে স্ট্রেস দূর হয়। মুখের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ঔজ্জ্ব্যলতা ফিরিয়ে আনে। জানেন কি? আইস ফেসিয়াল ত্বকের জন্য কতটা উপকারি। এটা কোরানের বিউটি ট্রেন্ড।

গুরুত্বপূর্ণ নোটসঃ
ত্বকের জন্য বরফ সত্যিই উপকারি তবে আপনার ত্বকে সমস্যা দেখা দিলে এড়িয়ে যাওয়াই ভালো

ত্বকের জন্য বরফ এর উপকারিতা

সূত্র :- caviarofswitzerland . com

ত্বকের জন্য বরফ এর উপকারিতা

1. গ্লোয়িং ত্বকঃ

প্রতেকেই চায় উজ্জ্বল আর গ্লোয়িং ত্বক। এটা একমাত্র সম্ভব আইস মাসাজে। ত্বকে রক্ত সঞ্চালন হতে সাহায্য করার পাশাপাশি ত্বককে করে তোলে উজ্জ্বল।

সম্পর্কিত নিবন্ধ চেক করুন:-

যোগ ব্যায়ামের সুবিধাঃ নিয়মিত যোগাসনের সুবিধা কি কি

ডায়াবেটিস রোগীদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা

জেনে নিন পি.সি.ও.এস ডায়েট এর খাদ্য তালিকা কি রাখা উচিত

শীতকালে শুষ্ক ত্বকের যত্ন এর কিছু সহজ উপায় জেনে নিন

পুরুষদের জন্য চুলের যত্নের টিপসঃ ১০টি অপরিহার্য টিপস

ব্রণ দূর করার উপায়ঃ চট জলদি ব্রণ দূর করুন

2. চোখের তলায় কালো দাগ দূর করেঃ

নিয়মিত মুখে বরফ ঘষলে ত্বকে কালো দাগ দূর হয়। শসা রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ফ্রিজে রেখে বরফ তৈরি করে নিন। এবার এই মিশ্রিত বরফের টুকরোটি চোখের তলায় আস্তে আস্তে ঘষুন। চোখের তলায় কালো দাগ দূর করে। দ্রুত ফলাফল না দিলেও আস্তে আস্তে কাজ করে। ১-২ সপ্তাহের মধ্যে ভালো ফল পাবেন।

ব্রণ দূর করেঃ

সূত্র :- newulasvegas . com

3. ব্রণ দূর করেঃ

আপনি কি ব্রণর সমস্যায় ভুগছেন? দেরি না করে মুখে বরফ ব্যবহার করুন। জানেন ব্রণ দূর কারার চাবিকাঠি বরফ। শুনতে অবাক হলেও এতাই সত্যি। বরফ ত্বকের তৈলাক্ত পদার্থ দূর করে ব্রণ কমাতে সাহায্য করে।

4. মেকআপ দীর্ঘস্থায়ী করেঃ

মেকআপ করার আগে একটি বরফের টুকরো পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে মুখে হালকা মাসাজ করে নিলে ত্বকের লোমকূপ সংকুচিত করবে। ফলে ত্বকে মেকআপ ভালভাবে বসবে ও দীর্ঘস্থায়ী হবে।

5. রোদে পোড়া দাগ মুক্ত করেঃ

রোদে পোড়া দাগ মুক্ত করতে বাইরে থেকে ফিরে এসে মুখে বরফ ঘষুন। জ্বালা ভাবের সঙ্গে সূর্যের আলোয় পোড়া দাগ থেকে রেহাই পাবেন।

6. চোখে ফোলা ভাব কমাতেঃ

বেশি ঘুম হলে বা অ্যালার্জি কারনে চোখ ফুলে যায়। চোখের ফোলা ভাব কমাতে একটি পরিষ্কার কাপড়ে কয়েকটি বরফের টুকরো নিয়ে চোখের উপর চেপে ধরে রাখলে ফোলা ভাব কমে যাবে।

ত্বক টানটান রাখেঃ

সূত্র :-  healthline . com 

7. ত্বক টানটান রাখেঃ

নিয়মিত ত্বকে বরফ ব্যবহার করলে রক্ত সঞ্চালন বাড়ে। ত্বক টানটান রেখে বলিরেখা মুক্ত করে।

8. নেইলপলিশ শুকাতেঃ

নেইলপলিশ তাড়াতাড়ি শুকানোর জন্য বরফের ঠাণ্ডা জলে নখ ভিজিয়ে রাখুন।

9. ঠোঁট নরম রাখতেঃ

বরফ লাগালে ঠোঁট নরম ও মসৃণ হয়। ভালো ফল পেতে নিয়মিত ব্যবহার করবেন।

ত্বকের র‍্যাশ দূর করেঃ

সূত্র :- lovelyskin.com

10. ত্বকের র‍্যাশ দূর করেঃ

শীতকালে ত্বকে রুক্ষ হয়ে যাওয়ায় র‍্যাশের প্রবণতা বাড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে একটি সুতির কাপড়ে বরফ পেঁচিয়ে আক্রান্ত অংশে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। জ্বালাভাব কমার পাশাপাশি র‍্যাশ দূর হবে।

সারকথাঃ

বরফ সরাসরি ব্যবহার করাই ভালো। পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে ত্বকে লাগাবেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here