Sishu Sathi Prakalpa।শিশু সাথী প্রকল্প এর বিস্তারিত তথ্য

Sishu Sathi Prakalpa In Bengali

রাজ্যের শিশুদের জন্য একাধিক Prakalpa চালু করছেন রাজ্য সরকার। সেই তালিকায় ২০১৩ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় একটি Prakalpa চালু হয়েছিল। যা Sishu Sathi Prakalpa।শিশু সাথী প্রকল্প নামে পরিচিত। শিশুদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবরই খুব চিন্তিত। তাই ছোট শিশুদের স্বাস্থ্যের কল্যাণের কথা মাথায় রেখে চালু করা হয় এই প্রকল্প। শিশুর স্বাস্থ্যকর জীবনযাপনই এই Prakalpa এর মূল লক্ষ্য। শিশুদের Heart surgeries জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে এই Prakalpa এর হাত ধরে।

Read more: Sabooj Sathi Prakalpa|সবুজ সাথী প্রকল্প

শিশু সাথী প্রকল্প

মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই Prakalpa পথ চলা শুরু হয়েছিল ২০১৩ সালে আগস্ট মাসে। এই Prakalpa এর মাধ্যমে ইতিমধ্যেই শিশু মৃত্যুর হারও কমে গেছে। তাই আজকের আমাদের এই নিবন্ধে Sishu Sathi Prakalpa।শিশু সাথী প্রকল্প এর সম্পর্কিত তথ্য রইল-

Read more: যুবশ্রী প্রকল্প কি

শিশু সাথী প্রকল্প কি

Source

শিশু সাথী প্রকল্প কি What Is Sishu Sathi Prakalpa

Sishu Sathi Prakalpa।শিশু সাথী প্রকল্প হল শিশুর স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কিত একটি Prakalpa। এই Prakalpa চালু করা হয় ২০১৩ সালের আগস্ট মাসে। শিশুদের হৃদরোগের জটিলটা কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই Prakalpa চালু করেছিলেন।

শিশু জন্মের পর থেকে যেকোনো ধরনের Heart সংক্রান্ত সমস্যা থাকলে চিকিৎসার ভার গ্রহণ করবে সরকার। হার্ট ফুটো, হার্টের রক্ত চলাচলের সমস্যা অর্থাৎ Congenital Cardiac Defect জাতীয় সমস্যা হলে বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার।

Read more: Lokprasar prakalpa।লোকপ্রসার প্রকল্প

শিশু সাথী প্রকল্প

18 বছর পর্যন্ত যেকোনো শিশুর হার্টের সমস্যায় বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে সরকার। শুধু তাই নয় হার্টের অস্ত্রোপ্রচারের সমস্ত খরচ বহন করবে। এক্ষেত্রে কোন ধরনের যোগ্যতার প্রয়োজন নেই। তাই যদি কোন শিশুর হার্টের সমস্যা থাকে এবং তার চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে এই Prakalpa এর সুবিধা গ্রহণ করতে পারেন। তার জন্য আপনাকে জেলার বা ব্লকস্তরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সাহায্য নিতে হবে।

এই Prakalpa এর অধীনে যেসমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে প্রতি বছর ৩০০০ শিশুকে বিনামূল্যে হৃদপিণ্ডে অস্ত্রোপ্রচার করবে। এই Prakalpa চালু হওয়ার পর থেকে অভিভাবক তাদের সন্তানদের বিনামূল্যে চিকিৎসা করে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পেরেছে। কলকাতার SSKM এবং মেডিক্যাল হাসপাতাল ছাড়াও কয়েকটি বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে এই সেবা প্রদান করা হছে।

Read more: Gatidhara Prakalpa।গতিধারা প্রকল্প

শিশু সাথী প্রকল্পের সুবিধা

Source

শিশু সাথী প্রকল্পের সুবিধা Benefits Of Sishu Sathi Prakalpa

Sishu Sathi Prakalpa এর সুবিধাগুলি হল

  • এই Prakalpa এর মাধ্যমে ১৮ বছর বয়স পর্যন্ত সমস্ত শিশুদের হার্টের সংক্রান্ত সমস্যার সুবিধা প্রদান করবে রাজ্য সরকার।
  • পশ্চিমবঙ্গের রাজ্য সরকার Sishu Sathi Prakalpa এর মাধ্যমে সকল শিশুকে বিনামূল্যে হার্টের চিকিৎসা প্রদান করবে।
  • প্রতি বছর ৩০০০ শিশুকে বিনামূল্যে হৃদপিণ্ডে অস্ত্রোপ্রচার করা হবে। 
  • সরকারি হাসপাতালগুলির পাশাপাশি কয়েকটি বেসরকারি হাসপাতালগুলিতেও এই Prakalpa এর সুবিধা পাওয়া যাবে।

Read more: Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প

শিশু সাথী প্রকল্পের জন্য যোগ্যতা

Source

শিশু সাথী প্রকল্পের জন্য যোগ্যতা Eligibility For Sishu Sathi Prakalpa

Sishu Sathi Prakalpa এর জন্য কোন বিশেষ যোগ্যতার প্রয়োজন নেই।

  •  ১৮ বছরের কম বয়সী শিশুরাই এই প্রকল্পের অধীনে সুবিধা ভোগ করতে পারবে।
  • শিশুকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • এই প্রকল্পের জন্য পারিবারিক আয়ের কোন সীমাবদ্ধতা নেই অর্থাৎ পরিবারের আয় কমও হতে পারে আবার বেশিও হতে পারে। যাই হোক না কেন রাজ্যের যেকোনো শিশু এই Prakalpa এর সুবিধা ভোগ করবে।

Read more: রূপশ্রী প্রকল্প কি

শিশু সাথী প্রকল্পের জন্য কীভাবে যোগাযোগ করব

Source

শিশু সাথী প্রকল্পের জন্য কীভাবে যোগাযোগ করব How To Contact For Sishu Sathi Prakalpa

Sishu Sathi Prakalpa।শিশু সাথী প্রকল্প জন্য আপনাকে কলকাতার SSKM ( পিজি হাসপাতাল) অথবা কলকাতা মেডিক্যাল কলেজ যোগাযোগ করতে হবে।

Key point: জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক বা ব্লকস্তরে মুখ্য স্বাস্থ্য অধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ 

Q. Sishu Sathi Prakalpa এর সুবিধা কি?

A. Sishu Sathi Prakalpa এর অধীনে শিশুরা হার্টের জটিল সমস্যার জন্য বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবে।

Q. Sishu Sathi Prakalpa এর অধীনে সকল শিশুরাই কি বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে?

A. Sishu Sathi Prakalpa এর অধীনে ১৮ বছরের কম শিশুরা এই প্রকল্পের সুবিধা পাবে।

Q. Sishu Sathi Prakalpa এর অধীনে যেকোনো রকম হার্টের রোগের বিনামূল্যে চিকিৎসা লাভ করবে?

A. Sishu Sathi Prakalpa এর অধীনে হার্ট ফুটো, হার্টের রক্ত চলাচলের সমস্যা অর্থাৎ Congenital Cardiac Defect জাতীয় সমস্যা এবং হৃদপিণ্ডে অস্ত্রোপ্রচার বিনামূল্যে চিকিৎসার সুযোগ ভোগ করবে।

2 Comments

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here