Table of Contents
Shikshasree Prakalpa In Bengali
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন পিছিয়ে থাকা পরিবারের SC বা ST বিভাগের ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক বৃত্তির ব্যবস্থা করার উদ্দেশ্যে চালু করা হয়েছে একটি Prakalpa। যার নাম Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পের অধীনে ছাত্রছাত্রীরা পড়াশুনোর জন্য আর্থিক সাহায্য পাবে রাজ্য সরকার থেকে। আগে তফসিল জাতির জন্য বই খাতা, পোশাক দেওয়া হত এখন তার সাথে যুক্ত করা হয়েছে বার্ষিক বৃত্তি।
কন্যাশ্রী প্রকল্পের মতো এটি আরেকটি আর্থিক অনুদান Prakalpa। দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশুনো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই Prakalpa। আপনি যদি SC বা ST হন, তাহলে আপনার সন্তানও এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারে। তবে তার আগে আপনার এই Prakalpa এর সম্পর্কে জেনে রাখা উচিত। তাই আপনি যদি এখনও এই প্রকল্পের সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই নিবন্ধ থেকে জেনে নিন। আজকের এই নিবন্ধে Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প এর বিস্তারিত তথ্য দেওয়া হল।
Read more: Kanyashree Prakalpa (কন্যাশ্রী প্রকল্প)
শিক্ষাশ্রী প্রকল্প কি ( What Is Shikshasree Prakalpa)
রাজ্যের পিছিয়ে থাকা দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের পড়াশুনো আর্থিক সুবিধা প্রদানের জন্য ২০১৪ সালে Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প চালু করলেন রাজ্য সরকার । এই Prakalpa এর অধীনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী SC বা ST বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটি বার্ষিক বৃত্তি চালু করা হয়। এই বৃত্তিকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে । তপশিলি জাতির (SC) ছাত্রছাত্রীরা পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বার্ষিক ৭৫০ টাকা এবং অষ্টম শ্রেণীর জন্য বার্ষিক ৮০০ টাকা বৃত্তি পাবে। অন্যদিকে তপশিলি আদিবাসীর (ST) ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক ৮০০ টাকা বৃত্তি দেওয়া হবে। এই বার্ষিক বৃত্তি সরাসরি ছাত্রছাত্রীদের Bank Account এ Transfer হয়ে যাবে।
Read more: Sabooj Sathi Prakalpa। সবুজ সাথী প্রকল্প
শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা (Benefits Of Shikshasree Prakalpa)
এই Prakalpa এর মাধ্যমে দরিদ্র পরিবারের মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। রাজ্যে সরকারের আর্থিক অনুদানে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে, তার জন্যই এই প্রকল্প। এই Prakalpa এর সুবিধাগুলি নীচে দেওয়া হল-
• ST এবং SC বিভাগে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক বৃত্তি পাবে রাজ্য সরকারের কাছ থেকে।
• SC বিভাগের ছাত্রছাত্রীরা বার্ষিক ৭৫০ টাকা (from classes V- VII) এবং ৮০০ টাকা (class VIII) বৃত্তি পাবে।
• ST বিভাগে বার্ষিক ৮০০ টাকা (from classes V – VIII) করে বৃত্তি পাবে।
• এই Prakalpa এর অধীনে ছাত্রছাত্রীকে Bank Account খোলার ব্যবস্থা রাজ্য সরকার করে দেবে।
Read more: যুবশ্রী প্রকল্প
শিক্ষাশ্রী প্রকল্পের যোগ্যতা (Elegibility For Shikshasree Prakalpa)
রাজ্য সরকারের Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প এর জন্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তবে, নীচের এই যোগ্যতাগুলি থাকলে তবেই সে এই প্রকল্পের সুবিধা ভোগ করবে।
• Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প এর জন্য পরিবারের আয় বছরে ২.৫ লক্ষ টাকা অথবা তার কম হতে হবে।
• এই Prakalpa এর আবেদনকারীকে SC & ST Category হতে হবে।
• একমাত্র সরকারস্বীকৃত স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের অধীনে থাকতে হবে।
• টাকা পাওয়ার জন্য ছাত্রছাত্রীর Bank Account লাগবে।
• ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
Read more: রূপশ্রী প্রকল্প
শিক্ষাশ্রী প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required For Shikshasree Prakalpa)
এই প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় Documents গুলি হল-
- Account Number
- IFSC Code
- Bank & Branch Name
- Address
- SC & ST প্রমাণ
Read more: প্রধানমন্ত্রী আবাস যোজনা
How To Apply For Shikshasree Prakalpa
এই Prakalpa এর Apply করার জন্য আবেদনকারীকে সরাসরি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। এবং ফর্ম সংগ্রহ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ আপনার সমস্ত আবেদন খতিয়ে প্রয়োজনীয় Documents ব্লক বা মহকুমা শাসকের অফিসের মাধ্যমে Prakalpa এর আধিকারিকের কাছে পাঠাবে। এবং সেখান থেকে আবেদনকারীর বার্ষিক বৃত্তি সরাসরি Bank Account এ চলে আসবে।
এছাড়াও আপনি নীচে দেওয়া LINK এর মাধ্যমে Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প এর Form Download করতে পাবেন।
Click here: https://www.wb.gov.in/portal/web/guest/shikshasree
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
Q. Shikshasree Prakalpa কি শুধুমাত্র SC/St ছাত্রছাত্রীদের জন্য?
A. হ্যাঁ, এই Prakalpa শুধুমাত্র SC/ST Category দের জন্য।
Q. Shikshasree Prakalpa বার্ষিক বৃত্তি কি সকল SC/St ছাত্রছাত্রীদের দেওয়া হবে?
A. পঞ্চম থেকে অষ্টম শ্রেণী SC/St ছাত্রছাত্রী, যাদের পারিবারিক আয় বছরে ২.৫ লক্ষ টাকা বা তার কম তারা এই Prakalpa এর অধীনে বার্ষিক বৃত্তির সুযোগ পাবে।
Q. Shikshasree Prakalpa জন্য কত টাকা বৃত্তি দেওয়া হবে?
A. তপশিলি জাতির ছাত্রছাত্রীদের (from classes V- VII) বছরে ৭৫০ টাকা এবং class VIII ছাত্রছাত্রীদের জন্য বছরে ৮০০ টাকা এবং তপশিলি আদিবাসীর ছাত্রছাত্রীদের (from classes V – VIII) জন্য বছরে ৮০০ টাকা।
Q. Sikshasree Prakalpa জন্য Bank Account কি লাগবে?
A. এই Prakalpa জন্য জন্য Bank Account অবশ্যই লাগবে এবং Account খোলার ব্যবস্থা রাজ্য সরকার করে দেবে।
Q. Shikshasree Prakalpa টাকা কীভাবে পাব?
A. Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প এর টাকা সরাসরি Bank Account এ ঢুকে যাবে।
Q. Shikshasree Prakalpa জন্য আবেদন কীভাবে করব?
A. Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প এর জন্য Apply করতে হলে সরাসরি স্কুল কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করুন। আপনি চাইলে এই প্রকল্পের Form Download করতে পারেন।