আপনার জানা উচিত | Kanyashree Prakalpa | কন্যাশ্রী প্রকল্প এর সুবিধা  

Kanyashree Prakalpa In Bengali 

১৮ বছরের কম বয়সী বিয়ে রুখতে এবং মেয়েদের শিক্ষা আঙিনায় প্রবেশ করাতে পশ্চিমবঙ্গের সরকারের দেওয়া Prakalpa  এর নাম Kanyashree দরিদ্র পরিবারের মেয়েরা আর্থিক অভাবে পড়াশুনো যাতে বন্ধ না করে দেয়, সেই লক্ষ্যে Kanyashree Prakalpa | কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়।

কন্যাশ্রী প্রকল্প কি - What is Kanyashree Prakalpa

কন্যাশ্রী প্রকল্প কি What is Kanyashree Prakalpa

কন্যাশ্রী প্রকল্প নারীদের পড়াশুনোর জন্য একটি সরকার দ্বারা চালু করা আর্থিক প্যাকেজ। Kanyashree Prakalpa | কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল ২০১৩ সালে অক্টোবর মাসে। যেখানে ঘোষিত করা হয়েছিল  ৯ লক্ষের বেশি ছাত্রীরা ১০ ম শ্রেণীর গণ্ডি পেরিয়ে উচ্চ স্তরে শিক্ষা অর্জনের জন্য আর্থিক সুযোগ সুবিধা লাভ করবে।

২০১৩- ২০১৪ সালে Kanyashree Prakalpa | কন্যাশ্রী প্রকল্প এর জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছিলেন ২৮৭ কোটি টাকাবর্তমানে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের কন্যাদের পরিবর্তে সকল পড়ুয়ারাই এই আর্থিক সুবিধা পাবে।

কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য

Source

কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য  Object Of Kanyashree Prakalpa

কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হল-

  • শিক্ষা প্রশিক্ষণে মেয়েদের তালিকাভুক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গে বাল্য বিবাহ রোধ করা।
  • নারী শিক্ষার অগ্রসর করা।
  • শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে তাদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করার জন্য।
  • মেয়েদের কম বয়সে বিয়ে রোধ করার জন্য।
  • মেয়েদের উচ্চতর পড়াশোনা করতে আর্থিক সহায়তা প্রদান।
  • মেয়েদের উচ্চ শিক্ষা লাভ করা।

Read more | Rupashree Prakalpa। রূপশ্রী প্রকল্প কি এবং কিভাবে আবেদন করবেন?

কন্যাশ্রী প্রকল্পের সুবিধা

Source 

কন্যাশ্রী প্রকল্পের সুবিধা Benefits Of Kanyashree Prakalpa

  • K1 Prakalpa (কন্যাশ্রী প্রকল্প ১) সুবিধা – Benefits Of K1 Prakalpa: 

২০১৩ সাল থেকে ১৩ থেকে ১৮ বছরের অবিবাহিত মেয়েদের যারা শিক্ষায় যুক্ত তারা বার্ষিক  K1 Prakalpa এর সুবিধা পাবে। এই Kanyashree Prakalpa | কন্যাশ্রী প্রকল্প K1 এ স্কুলের মেয়েদের আর্থিক সুবিধা প্রদান করবে রাজ্য সরকার। এই প্রকল্পে সম্ভবত বার্ষিক ৭৫০ টাকা প্রদান করা হয়। Snaptube. Snaptube ES

  • K2 Prakalpa (কন্যাশ্রী প্রকল্প ২) সুবিধা – Benefits Of K1 Prakalpa: 

১৮ থেকে ১৯ বছরের মধ্যে অবিবাহিত পড়ুয়া কন্যারা k2 প্রকল্পের আর্থিক সুবিধা লাভ করবে। K2 প্রকল্পে এককালীন ২৫০০০ টাকা স্কলারশিপ প্রদান করবে রাজ্য সরকার।

  • K3 Prakalpa (কন্যাশ্রী প্রকল্প ৩) সুবিধা – Benefits Of K1 Prakalpa: 

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, স্কুল–কলেজের পাশাপাশি University তে যারা পড়তে চান তারা এই k3 Prakalpa এর নিযুক্ত হতে পারবে।  Science নিয়ে 45% নম্বর পেয়ে থাকলে ২৫০০ টাকা করে আর্থিক সুবিধা পাবেন এবং যারা Arts section এ পড়তে চায়, তাদের দেওয়া হবে ২০০০০ টাকা আর্থিক অনুদান।

ভবিষ্যতে রাজ্যে Kanyashree University গড়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কলেজের গণ্ডি পার করে আর্থিক অভাবের কারণে যাতে মেয়েদের University তে পড়তে অসুবিধা না হয়, তার জন্যই এই পরিকল্পনার সিধান্ত গ্রহণ।

কন্যাশ্রী প্রকল্পের জন্য যোগ্যতা

Read more | Sabooj Sathi Prakalpa।সবুজ সাথী প্রকল্প এর বিস্তারিত তথ্য

কন্যাশ্রী প্রকল্পের জন্য যোগ্যতা Eligibility For Kanyashree Prakalpa

Kanyashree Prakalpa | কন্যাশ্রী প্রকল্প জন্য আবেদন করার জন্য কয়েকটি যোগ্যতা প্রয়োজন। সেগুলি নীচে দেওয়া হল-

K1 প্রকল্পের জন্য যোগ্যতা –

  • K1 এর জন্য Apply করতে হলে বয়স হতে হবে ১৩ থেকে ১৮ বছর এবং পারিবারিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে বা তার কম হতে হবে।
  • কন্যাকে স্কুল পড়ুয়া হতে হবে।
  • শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • অষ্টম ‐ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য।

Read more | Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প প্রকল্প জন্য আবেদন

K2 প্রকল্পের জন্য যোগ্যতা –

  • K2 এর জন্য Apply করতে হলে বয়স হতে হবে ১ এপ্রিল ২০১৩ সাল বা তার পরে ১৮ বছর কিন্তু ১৯ বছরের মধ্যে।
  • অবিবাহিত হতে হবে।
  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

K3 প্রকল্পের জন্য যোগ্যতা –

  • যারা উচ্চ শিক্ষা করতে চায় তারা এই প্রকল্পের যোগ্য।
  •  শিক্ষার্থীদের কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি পাস করতে হবে এবং যে কোনও বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকোত্তর কোর্সে ভর্তি হতে হবে।
  • কন্যাশ্রী কে 3 প্রকাল্পের আবেদনের জন্য কোনও সর্বাধিক বয়সের সীমা নেই।

কন্যাশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

Read more | Gatidhara Prakalpa।গতিধারা প্রকল্প এর জন্য আবেদন কীভাবে করবেন?

কন্যাশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস Application Documents Required

Kanyashree Prakalpa | কন্যাশ্রী প্রকল্প জন্য যেসমস্ত Documents প্রয়োজন সেগুলি হল-

How To Apply For Kanyashree Prakalpa? 

Source

Read more | Utkarsh Bangla prakalpa।উৎকর্ষ বাংলা প্রকল্প বিস্তারিত তথ্য

How To Apply For Kanyashree Prakalpa? 

এই প্রকল্পের জন্য আপনাকে Apply করতে হলে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার আগে আবেদনকারীকে একটি Bank Account খুলতে হবে। Online এই প্রকল্পের জন্য Apply করা যাবে। স্কুল থেকে Form নিয়ে পূরণ করে জমা দিতে হবে।

Form জন্য এই লিংকে Click করুনঃ Kanyashree Prakalpa online application

Click Here:

সারকথাঃ

রাজ্য সরকারের আর্থিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। অল্প বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতার পাশাপাশি মেয়েদের শিক্ষা স্তরে অগ্রগতি এগিয়ে চলেছে।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ 

Q. Kanyashree Prakalpa এর জন্য Apply  কিভাবে করব?

A. Kanyashree Prakalpa এর Apply দুইভাবে করা যাবে। Online ফর্ম ফিলাপ (K1 & K2) করা যাবে। আবার স্কুল থেকেও Form তোলা যাবে। তবে তার আগে একটা Bank Account করতে হবে।। প্রথমে স্কুলে পড়াকালীন K1 ফর্ম তুলতে হবে। K2 প্রকল্পের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন নেই।

Q. Kanyashree Prakalpa এর Apply করার জন্য কি কি  Documents প্রয়োজন?

A. Apply করার সময় Photo, Birth Certificate ,আপনি অবিবাহিত তার একটি প্রমান, ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার ফটোকপি, পারিবারিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশী নয় তার প্রমাণপত্র, যদি শারীরিক প্রতিবন্ধী হন,তাহলে তার একটি Certificate। 

Q. Kanyashree Prakalpa এর Form কিভাবে ফিলাপ করতে হয়?

A. ফর্ম ফিলাপ করার সময় সচেতনভাবে নিজের নাম, Mobile number, Bank Account Number এবং ফর্মের এক, দুই এবং তিন পৃষ্ঠায় নীচের দিকে নিজের সই করতে হবে। তবে খেয়াল রাখবেন যাতে ভুল না হয়।

Q. পারিবারি Income কত থাকতে হবে?

A. ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে বা তার কম হতে হবে পারিবারিক Income।

Q. বিবাহিত মেয়েরা কি Kanyashree Prakalpa এর জন্য Apply করতে পারবে?

A. না, শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই এই Prakalpa এর জন্য আবেদন করতে পারবে।

Q. কত বছর বয়স থেকে এই Prakalpa এর জন্য Apply করতে পারব?

A. ১৩ থেকে ১৮ বছর বয়সের মেয়েরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।

Q. k1 Prakalpa এর জন্য scholarship কত টাকা করে পাওয়া যাবে?

A. k1 Prakalpa জন্য বছরে scholarship ৭৫০ টাকা।

Q. k2  প্রকল্পের জন্য scholarship কত টাকা করে পাওয়া যাবে?

A.  k2 Prakalpa এর জন্য এককালীন ২৫০০০ টাকা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here