ভারতে বিশাল জনসংখ্যা রয়েছে যাদের অর্ধেকের কোন বীমা পলিসি নেই। এর জন্য আমাদের Pradhanmantri Suraksha Bima Yojana প্রকল্প চালু করেন। প্রধানমন্ত্রীর জন ধন যোজনা প্রকল্পের সাফল্যের দিকে তাকিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রধানমন্ত্রীর এই Prakalpa পূর্ণ উৎসাহ দিয়ে এগিয়ে নিয়েছেন। Pradhanmantri Suraksha Bima Yojana কীভাবে আবেদন করবেন এবং তার সম্পর্কিত সমস্ত তথ্য এই নিবন্ধ থেকে জেনে নিন।
Pradhanmantri Suraksha Bima Yojana In Bengali
২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (Pradhanmantri Suraksha Bima Yojana) ঘোষণা করা হয়েছিল। আমাদের ভবিষ্যতের সুরক্ষার উদ্দেশ্যে এই Prakalpa চালু করা হয়েছে। এই বীমা প্রকল্পটি সবচেয়ে কম Premium উপলব্ধ বীমা পলিসি। আমাদের অর্থমন্ত্রী অরুন জেটলি ২০১৫- ১৬ সালে অর্থ বাজেটে Suraksha Bima Yojana ঘোষণা করেছিলেন।
আরো পড়ুন। প্রধানমন্ত্রী জন ধন যোজনা সম্পর্কিত বিস্তারিত তথ্য
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা কি (What Is Pradhanmantri Suraksha Bima Yojana)
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ( Pradhanmantri Suraksha Bima Yojana ) একটি বীমা প্রকল্প যা মানুষের জীবনের ঝুকি নিশ্চয়তা প্রদান করার জন্য এই প্রধানমন্ত্রী চালু করেন। Suraksha Bima Yojana একধরনের দুর্ঘটনা জনিত বীমা পলিসি। যার অধীনে দুর্ঘটনার সময় মৃত্যু হলে অথবা ক্ষতি হলে বীমা জন্য দাবি করা যাবে। Pradhanmantri Suraksha Bima Yojana Prakalpa এক বছর পর্যন্ত মেয়াদ থাকে। তাই এক মাস অন্তর পুনর্নবীকরণ করাতে হবে।
এই Prakalpa এর অধীনে দুর্ঘটনাজনিত মৃত্যুর অথবা স্থায়ী সম্পূর্ণ প্রতিবন্ধকতার জন্য ২ লাখ টাকা এবং আংশিক ক্ষতির বা অসুস্থতার জন্য ১ লাখ টাকার বিমার কভারেজ পাওয়া যাবে। Pradhanmantri Suraksha Bima Yojana প্রকল্পে ১৮ বছর থেকে ৭০ বছর পর্যন্ত যেকোনো ব্যক্তি যুক্ত থাকতে পারে। এই Premium এর জন্য প্রতি বছর ধারককে মাথা পিছু ১২ টাকা দিতে হবে।
আরো পড়ুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা কীভাবে করবেন জেনে নিন
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের যোগদানের জন্য যোগ্যতা (Eligibility For Pradhanmantri Suraksha Bima Yojana)
• ১৮ বছর থেকে ৭০ বছর বয়সী ব্যক্তিরাই Suraksha Bima Yojana আবেদনের যোগ্য।
• Pradhanmantri Suraksha Bima Yojana প্রকল্পে অন্তর্ভুক্ত হতে গেলে Aadhaar Card থাকা জরুরী।
• যদি কোন ব্যক্তির এক বা তার বেশি সেভিং একাউন্ট (savings accounts), তাহলে সে যেকোনো একটি Account এর মাধ্যমে এই প্রকল্পে যুক্ত হতে পারবে।
আরো পড়ুন। Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প এর বিস্তারিত তথ্য
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required For Pradhanmantri Suraksha Bima Yojana)
• Aadhaar Card (আধার কার্ড)
• Voter card (ভোটার কার্ড)
• যোগাযোগের বিবরণ (Contact details)
• বীমা প্রার্থীর তথ্য
আরো পড়ুন। রূপশ্রী প্রকল্প কি এবং কিভাবে আবেদন করবেন?
How to Apply For Pradhanmantri Suraksha Bima Yojana
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ( Pradhanmantri Suraksha Bima Yojana) প্রকল্পের Apply আপনি Online এর মাধ্যমেও করতে পারেন। আপনি যেই ব্যাংকে আবেদন করতে চান সেই ব্যাংকের website গিয়ে Pradhanmantri Suraksha Bima Yojana Link গিয়ে আবেদন করতে পারবেন। তবে সেই Bank এ আপনার Account থাকতে হবে।
আরো পড়ুন। Lokprasar prakalpa।লোকপ্রসার প্রকল্প এর সুবিধা
আপনি যদি Bank গিয়ে Apply করতে চান তাহলে আপনাকে যা করতে হবে নীচে দেওয়া রইল-
• প্রথমে আপনার নিকটবর্তী Bank যান ।
• সেখান থেকে আপনাকে প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা (Pradhanmantri Suraksha Bima Yojana) ফর্ম নিতে হবে। ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে Bank জমা দিতে হবে ।
• এই Prakalpa এর জন্য আপনার Account পর্যাপ্ত পরিমাণ তহবিল থাকা প্রয়োজন এবং তাহলে আপনি Insurance coverage পাওয়ার যোগ্য হবেন।
আরো পড়ুন। Sishu Aloy Prakalpa ।শিশু আলয় প্রকল্প কি?
Key Point: Pradhanmantri Suraksha Bima Yojana প্রকল্পে Apply করানোর আগে আপনাকে অবশ্যই Aadhaar Card ব্যাংকের সঙ্গে লিংক করাতে হবে ।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের জন্য কীভাবে দাবি করব (How To Claim For The Pradhanmantri Suraksha Bima Yojana)?
আপনি সহজেই Pradhanmantri Suraksha Bima Yojana জন্য দাবি করতে পারেন, তবে কিছু শর্ত আপনাকে মেনে চলতে হবে।
• আপনাকে Bank এর সাথে Contact করতে হবে যেখানে প্রধানমন্ত্রীর বীমা করেছেন।
• ব্যাংকের থেকে একটি দাবি Form (Claim Form) গ্রহণ করতে হবে, তবে অবশ্যই দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে করতে হবে।
• তারপর আপনাকে কিছু প্রয়োজনীয় Documents জমা করতে হবে। যেমন- যদি দুর্ঘটনা হয়, তাহলে FIR কপি এবং দুর্ঘটনার প্রমাণ। আর যদি দুর্ঘটনায় ব্যক্তির মৃত্যু হয় তবে, পোস্টমর্টেম রিপোর্ট জমা করতে হবে।
• এবার Bank এবং বীমা কোম্পানি সব কাগজপত্র ৬০ দিনের মধ্যে যাচাই করে Account বীমার ক্ষতিপূরণ পাঠিয়ে দেবে।
• যদি ব্যক্তির মৃত্যু হয় তাহলে নমিনির Account টাকা বীমার পরিমাণ চলে যাবে।
Key Point: বীমাকৃত ব্যক্তি যদি দুর্ঘটনায় মারা যায়, তাহলে তার নমিনি এই দাবি করতে পারবে ।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
Q. Pradhanmantri Suraksha Bima Yojana প্রকল্পে প্রিমিয়ামের পরিমাণ কত?
A. এই Prakalpa এর জন্য, ধারক প্রতি বছরে শুধুমাত্র ১২ টাকা প্রদান করবে, যা সরাসরি ব্যাংক থেকে কেটে নেওয়া হবে।
Q. Pradhanmantri Suraksha Bima Yojana প্রকল্পের কভারেজ কেমন?
A. দুর্ঘটনায় জনিত মৃত্যু হলে ২ লাখ টাকা এবং আংশিক ক্ষতি বা অসুস্থতার জন্য ১ লাখ টাকা পর্যন্ত coverage দেওয়া হয়।
Q. যেকোনো ব্যক্তি কি এই বীমা পেতে পারবে?
A. ১৮ বছর থেকে ৭০ বছর পর্যন্ত যেকোনো ব্যক্তি এই Prakalpa এর বীমা পেতে পারবে।
Q. বীমার ক্ষতিপূরণ কতদিনের মধ্যে পাওয়া যায়?
A. সমস্ত তথ্য যাচাই করে ৬০ দিনের মধ্যে বীমার টাকা Bank এ পাঠিয়ে দেওয়া হয়।