Yuvashree Prakalpa। যুবশ্রী প্রকল্প কি এবং কীভাবে করবেন আবেদন

কন্যাশ্রী প্রকল্পের মতোই পশ্চিমবঙ্গের সরকার ২০১৩ সালে বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য একটি প্রকল্প চালু করেন। যা যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) নামে পরিচিত যে প্রকল্পের মাধ্যমে কর্মসন্ধানীদের ১৫০০ টাকা করে প্রতি মাসে বেকার ভাতা দেওয়া হয়।

Yuvashree Prakalpa In Bengali 

Source

Yuvashree Prakalpa In Bengali 

রাজ্যের বেকার যুবকদের জন্য নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবং ওই একই দিনে ভারতীয় যুবকদের হাতে ১৫০০ টাকার চেক তুলে দেন। যারা বেকার তাদের জন্য এই প্রকল্প একটি ভালো মাধ্যম। প্রত্যেক মাসে আপনার Bank Account এ জমা পড়বে যুবশ্রী প্রকল্পের ১৫০০ টাকা।

আপনি যদি এখনো চাকরি না পেয়ে থাকেন এই প্রকল্পটির জন্য আবেদন করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে এর সম্পর্কিত সমস্ত তথ্য জেনে নিতে হবে। আসুন তাহলে আজকের এই নিবন্ধটির থেকে জেনে নিন যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) কি এবং কীভাবে করবেন আবেদন ?

যুবশ্রী প্রকল্প কি

Source

যুবশ্রী প্রকল্প কি (What is Yuvashree Prakalpa)

Yuvashree Prakalpa সরকারের দ্বারা জারি একটি প্রকল্প। যা সমাজের বেকার যুবকদের কথা মাথায় রেখে চালু করা হয়। ২০১৩ সালে এই Prakalp চালু করেছিলেন রাজ্য সরকার। এই প্রকল্পের উদ্দেশ্যে হল বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা।

আরও পড়ুন । Khelashree।খেলাশ্রী প্রকল্পের বিস্তারিত তথ্য

যুবশ্রী প্রকল্প কি

Source

যুবশ্রী প্রকল্পের সুবিধা (Benefits Of Yuvashree Prakalpa

আরও পড়ুন । Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প প্রকল্প জন্য আবেদন

যুবশ্রী প্রকল্পের জন্য যোগ্যতা

Source 

যুবশ্রী প্রকল্পের জন্য যোগ্যতা (Elegibility For Yuvashree Prakalpa

Yuvashree Prakalpa (যুবশ্রী প্রকল্প) এর অধীনে বেকারত্বের Apply করার জন্য একজন ব্যক্তির নিম্নলিখিত যোগ্যতা থাকা উচিত।

  • আবেদন করার সেই বছরের 1st April তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ এর মধ্যে।
  • Employment Exchange Office এ নাম নথিভুক্ত থাকা উচিত।
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে বেকার হতে হবে। এবং বেকারত্ব হিসাবে Employment Bank এ নাম নথিভুক্ত থাকতে হবে।
  • আবেদনকারীকে অন্তত অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।
  • রাজ্য সরকার অধীনে কোন আর্থিক ঋন থাকলে যোগ্য নয়।

আরও পড়ুন । আপনার জানা উচিত | Kanyashree Prakalpa | কন্যাশ্রী প্রকল্প এর সুবিধা  

যুবশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

Source 

যুবশ্রী প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required For Yuvashree Prakalpa

এই Prakalpa এর Apply করার সময় নিম্নলিখিত Documents প্রয়োজন হবে।

  • উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জেরক্স কপি
  • অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট
  • ভোটার আই কার্ড (Voter ID Card)
  • প্যান কার্ড (Pan Card) 
  • Bank Account Details ( পাস বুকের প্রথম পৃষ্ঠার কপি)

আরও পড়ুন । Geetanjali।গীতাঞ্জলি প্রকল্পের জন্য আবেদন করবেন কীভাবে

যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa) বেকার ভাতা পাওয়ার পদ্ধতিঃ

Source

How To Apply For Yuvashree Prakalpa? 

Registration করার পদ্ধতিঃ

এই প্রকল্পের আবেদন করার জন্য আগে আপনাকে Employment Bank এ নাম Register করতে হবে। নীচের পদ্ধতি অনুসরণ করে আপনি Online Register করতে পারেন।

• প্রথমে আপনাকে Employment অফিসের Website এ যেতে হবে।
Website খুললে New Enrollment Job Seeker একটি অপশন দেখতে পাবেন। ওই বোতামে Click করুন এবং তারপর যে শর্তাবলী আপনাকে করতে হবে তা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন।
• এবার Accept and Continue অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি Register Form দেখতে পাবেন।
• আবেদন যা যা তথ্য চায় সেগুলি সঠিকভাবে দিয়ে ফর্মটি পূরণ করুন। এবং সেভ ( save) অপশনে ক্লিক করুন।
• আপনি স্বীকৃত হিসাবে একটি Registration Number পাবেন।

Notes: যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa) জন্য আবেদনকারী সকল নথিপত্র এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিকটবর্তী এলাকায় এমপ্লয়মেন্ট ব্যাংকে যেতে পারে আবেদনের জন্য।

আবেদন করার পদ্ধতিঃ

এই Prakalpa এর জন্য Apply করবেন যেভাবে তা নীচে দেওয়া হল-
• প্রথমে  Employment Bank এর Website যান।
Website থেকে আবেদনপত্র (ANNEXURE-১) এবং বেকারত্বের জন্য (Annexure-2) Form Download করুন।
• বিভিন্ন তথ্যের সঙ্গে Form পূরণ করে SDO অফিসে জমা দেবেন।

Notes: যেসমস্ত প্রার্থীরা যুবশ্রী প্রকল্পের জন্য নির্বাচিত হবে, তাদের তালিকা এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসিয়াল পোর্টালে প্রকাশিত হবে।

যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa) বেকার ভাতা পাওয়ার পদ্ধতিঃ

যেসমস্ত আবেদনকারী যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) তালিকায় নাম উঠবে, তাদের Phone Number বা দেওয়া E-mail Id তে জানানো হবে। প্রথমে এক লক্ষ প্রার্থীকে জানানো হবে। তবে তাদের এই বেকার ভাতা পাওয়ার জন্য একটি জাতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক একাউন্ট থাকতে হবে, কারন এই Account এ যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) এর  বেকার ভাতার টাকা পাঠানো হবে সরাসরি।

যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa) স্কিমের অধীনে যোগ্য আবেদনকারী রাজ্য সরকারের কাছ থেকে ১৫০০ টাকা মাসিক আর্থিক সহায়তা পাবে। আপনি যদি বেকার হন এবং যদি এই Prakalpa এর যোগ্য হন তাহলে অবশ্যই আপনার এই Prakalpa এর জন্য আবেদন করা উচিত।

আরও পড়ুন ।  Muktidhara prakalpa।মুক্তিধারা প্রকল্প এর জন্য আবেদন

Key Point:  বর্তমানে চাকরির বাজার খুব একটা ভালো নয়, তাই নিজের সামান্য আর্থিক চাহিদা মেটানোর জন্য এই প্রকল্পে যোগদান করতে পারেন।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

Q. Yuvashree Prakalpa অধীনে মাসে কত টাকা করে ভাতা পাব?

A. এই প্রকল্পে মাসিক ১৫০০ টাকা ভাতা পাওয়া যাবে।

Q. বেকার ভাতার টাকা কীভাবে পাব?

A. আপনি যদি এই Prakalpa এর জন্য নির্বাচিত হন, তাহলে আপনার Bank এ সরাসরি প্রতি মাসে টাকা ঢুকে যাবে।

Q. যারা চাকরি করে তারা কি এই Prakalpa এ আবেদনের যোগ্য?

A. না, শুধুমাত্র বেকারদের জন্যই এই Prakalpa

Q. Employment Exchange নাম নথিভুক্ত না থাকলে এই Prakalpa এর জন্য Apply করা যাবে কি?

A. এই প্রকল্পের জন্য Employment Exchange Office নাম নথিভুক্ত করাতেই হবে। আপনি যদি এই প্রকল্পের জন্য ইচ্ছুক থাকেন। তাহলে Employment এ নাম নথিভুক্ত করান।

Q. যুবশ্রী প্রকল্প এর জন্য Apply কীভাবে করব?

A. যুবশ্রী প্রকল্পের জন্য Employment Bank এর ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র (ANNEXURE-১) এবং বেকারত্বের জন্য (Annexure-2) Form Download করে আবেদনপত্রটি পূরণ করে SDO অফিসে জমা দিতে হবে।

Q. Yuvashree Prakalpa এর জন্য কি কি Documents লাগবে?

A. উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জেরক্স কপি, অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট, Pan Card , Voter Card, পাস বুকের প্রথম পৃষ্ঠার কপি প্রয়োজন হবে।

1 Comment

  1. 2018 সালে যুবশ্রী ফর্ম submit করেছিলাম কিন্তু ভাতা পায়নি Annexure-1 &Annexure-2 ফর্ম দুটি জমা করা হয়নি l 2018 সালে করা ফর্ম টির জন্য এখন 2020 সালে Annexure-1 &Annexure-2 ফর্ম দুটি জমা করলে ভাতা পেতে পারি

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here