Geetanjali Prakalpa In Bengali
বাড়ি প্রত্যেক মানুষের কাছে স্বপ্নের জিনিস। কিন্তু আর্থিক দুর্বলতার কারণে অনেকের সেই স্বপ্ন পূরণ হয় না। আমাদের রাজ্যে অনেক এমন পরিবার রয়েছে যাদের নিজস্ব বাড়ি-ঘর নেই। মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে এরকমই একধরণে Prakalpa চালু করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। যার নাম Geetanjali।গীতাঞ্জলি প্রকল্প। যেসমস্ত মানুষের মাথার উপর ছাদ নেই, সেই সমস্ত পরিবারকে ছাদ তৈরি করে দিচ্ছে আবাসন দপ্তর।
আরও পড়ুন । কন্যাশ্রী পর এবার চালু হল Sukanyashree।সুকন্যাশ্রী
Geetanjali।গীতাঞ্জলি প্রকল্প এমন একধরণের প্রকল্প যেখানে শুধু গ্রাম নয় শহরের মানুষও পাবে এই Prakalpa এর সুবিধা। এই Prakalpa এর মাধ্যমে রাজ্য আর্থিকভাবে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে রাজ্য সরকার। আপনার যদি মাথার উপর ছাদ না থাকে তাহলে আপনিও এই Prakalpa এর আওতায় আসতে পারেন। তবে কীভাবে এই Prakalpa এর মাধ্যমে সুবিধা লাভ করতে পারবেন জেনে নিন এই আজকের এই Article থেকে। আজকের এই Article এ Geetanjali Prakalpa (গীতাঞ্জলি প্রকল্প) বিস্তারিত তথ্য আপনাদের জানাব।
আরও পড়ুন । Sishu Sathi Prakalpa।শিশু সাথী প্রকল্প এর বিস্তারিত তথ্য
গীতাঞ্জলি প্রকল্প কি (What Is Geetanjali Prakalpa)?
Geetanjali।গীতাঞ্জলি প্রকল্প হল রাজ্যের অসহায় মানুষের স্বপ্ন পূরণ করার Prakalpa। এই Prakalpa এর উদ্দেশ্যে ছিল রাজ্যের দরিদ্র এবং অসহায় মানুষদের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়া। এই Prakalpa এর মাধ্যমে রাজ্য সরকার সমতল এলাকায় বাড়ি তৈরি করে দেওয়ার জন্য প্রতি বাড়ির জন্য ৭০ হাজার টাকা এবং সুন্দরবন ও দুর্গম এলাকায় বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিচ্ছে। যেসমস্ত পরিবারের জমি রয়েছে তবে, আর্থিক অভাবের কারণে বাড়ি তৈরি করতে পারছে না, তাদের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করছে সরকার।
2014 সালে 1st April “আমার ঠিকানা” পরিকল্পনাকে Geetanjali Prakalpa (গীতাঞ্জলি প্রকল্প) সঙ্গে যোগ করে ‘Geetanjali‘ নামকরণ দেওয়া হয়েছে। এই Prakalpa চালু করার পিছনে সরকারের মূল উদ্দেশ্যে ছিল সবার মাথার উপর ছাদ তৈরি করে দেওয়া।
আরও পড়ুন । Mission Nirmal Bangla।মিশন নির্মল বাংলা প্রকল্প
GeetanjaliPrakalpa (গীতাঞ্জলি প্রকল্প) মাধ্যমে বহু মানুষের স্বপ্ন পূরণ হয়েছে এবং মাথার উপর আশ্রয় পেয়েছে।
গীতাঞ্জলি প্রকল্প সুবিধা (Benefits Of Geetanjali Prakalpa)
- এই Prakalpa এর মাধ্যমে দরিদ্র মানুষদের বাড়ি করার জন্য আর্থিক অনুদান দিচ্ছে রাজ্য সরকার।
- এই Prakalpa এর অধীনে শুধুমাত্র গ্রামের মানুষই নয় বরং শহরেরে মানুষরাও সুবিধা ভোগ করতে পারবে।
- জমি থাকলে বিনামূল্যে এই Prakalpa এর অধীনে মাথার উপর ছাদ তৈরি করে দিচ্ছে রাজ্য সরকার।
- সমতল এলাকায় বাড়ি করার জন্য ৭০০০০ টাকা এবং দুর্গম পাহাড়ি অঞ্চল এবং সুন্দরবন এলাকায় বাড়ি করার জন্য ৭৫০০০ টাকা আর্থিক অনুদান পাওয়া যাবে সরকারের তরফ থেকে।
- বহু মানুষ আশ্রয় পাচ্ছে এই Prakalpa এর হাত ধরে।
আরও পড়ুন । Muktidhara prakalpa।মুক্তিধারা প্রকল্প এর জন্য আবেদন
গীতাঞ্জলি প্রকল্পের জন্য যোগ্যতা (Eligibility For Geetanjali Prakalpa)
যাদের বাড়িঘর নেই তারা এই Prakalpa এর জন্য আবেদন করতে পারে, তবে নীচে দেওয়া এই যোগ্যতাগুলি প্রযোজ্য।
- এই Prakalpa এর আবেদনের জন্য পারিবারিক মাসিক আয় ৬০০০ টাকা বা তার কম হতে হবে।
- গৃহহীন তবে জমি রয়েছে এরকম পরিবার এই Prakalpa এর আওতায় আসতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- রাজ্যের প্রত্যেক দরিদ্র মানুষ এই যাদের বাড়ি নেই এই Prakalpa এর জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন । Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প প্রকল্প জন্য আবেদন
How To Apply For Geetanjali Prakalpa?
Geetanjali।গীতাঞ্জলি প্রকল্পের আবেদনের জন্য আপনাকে জেলাস্তরের SDO (মহকুমা শাসক) এবং BDO (ব্লক উন্নয়ন আধিকারিক) অফিসে যোগাযোগ করতে হবে। তারাই আপনাকে এই Prakalpa এর জন্য সহায়তা করবে। এবং বিস্তারিত তথ্য জানাবে।
আপনার যদি থাকে এবং আর্থিক অভাবের জন্য বাড়ি করতে অক্ষম, তাহলে আপনি এই Prakalpa এর জন্য আজই যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুন । Pathasathi prakalpa।পথসাথী প্রকল্প এর সুবিধা
Geetanjali।গীতাঞ্জলি প্রকল্পের সুবিধা প্রতি জেলা থেকে একজন করে জেলাশাসক এবং অতিরিক্ত একজন জেলাশাসক পুরো বিষয়টা তদারকি করছেন যাতে এই প্রকল্পের সুবিধা প্রত্যেক মানুষের কাছে পৌঁছায়।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
Q. Geetanjali Prakalpa এর সুবিধা কি?
A. Geetanjali।গীতাঞ্জলি এর অধীনে রাজ্যের দরিদ্র এবং অসহায় মানুষ যাদের জমি আছে কিন্তু বাড়ি নেই, তারা বাড়ি করার জন্য রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক অনুদানের সুবিধা পাবে।
Q. Geetanjali Prakalpa এর অধীনে বাড়ি করার জন্য কত টাকা আর্থিক সুবিধা পাওয়া যাবে?
A. এই Prakalpa এর অধীনে সমতল এলাকায় বাড়ি করার জন্য ৭০ হাজার টাকা এবং দুর্গম ও পাহাড়ি অঞ্চলের জন্য ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার।
Q. Geetanjali Prakalpa জন্য কারা Apply করতে পারবে?
A. যাদের পারিবারিক আয় মাসিক ৬ হাজার টাকা বা তার কম এবং যাদের জমি রয়েছে তারা বাড়ি করার জন্য Apply করতে পারবে।
Q. আমার জমি নেই, আমি কি এই প্রকল্পের আওতায় আসতে পারি?
A. এই Prakalpa এর আর্থিক সুবিধা পাওয়ার জন্য জমি দেখাতে হবে।
Q. Geetanjali Prakalpa এর জন্য কোথায় Contact করতে হবে?
A. এই Prakalpa এর জন্য SDO এবং BDO Office এ Contact করতে হবে।
Q. পশ্চিমবঙ্গের বাইরের লোকজন Geetanjali Prakalpa এর সুবিধা পেতে পারে?
A. না, এটা রাজ্য সরকারের তরফ থেকে চালু করা একটি প্রকল্প যা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষদের জন্যই।