পশ্চিমবঙ্গের রাজ্য সরকার রাজ্যের বেকারত্ব রোধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ২০১৫-২০১৬ সালে গ্রামীণ ও শহুরে এলাকার বেকার যুবকদের জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ দপ্তর বিভাগে সরকার এক ধরনের প্রকল্প চালু হয়, যার নাম গতিধারা প্রকল্প । এই প্রকল্পের অধীনে কর্মহীন এবং Employment BANK এ নথিভুক্ত যুবক-যুবতীদের বাণিজ্যিক যানবাহন কেনার জন্য কিছুটা পরিমাণ অর্থ জোগান দেবে সরকার। কর্মহীন যুবক-যুবতীদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্যে। শারীরিকভাবে পিছিয়ে পড়া মানুষরাও এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে।
গতিধারা প্রকল্প (Gatidhara Prakalpa)
আপনি যদি বাস, ট্যাক্সি, অটোরিকশা অথবা যেকোনো যানবাহন বাণিজ্যিক কারণের জন্য কিনতে চান তাহলে Gatidhara Prakalpa আপনার জন্য একটি উত্তম মাধ্যম। কিন্তু কেমন ভাবে করবেন এই প্রকল্পের জন্য Apply জেনে নিন আজকের এই প্রকল্প থেকে।
আরো পড়ুন। Khadya Sathi Prakalpa। খাদ্য সাথী প্রকল্প এর বিস্তারিত তথ্য
গতিধারা প্রকল্প কি (What is Gatidhara Prakalpa)
Gatidhara Prakalpa। গতিধারা প্রকল্প হল সরকার কর্তৃক রাজ্যের বেকার যুবক- যুবতীদের জন্য একটি স্বনির্ভর প্রকল্প। বেকার যুবক- যুবতীরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে পারে সেই লক্ষ্যেই ২০১৫-২০১৬ সালে চালু করা হয় এই প্রকল্প । এই প্রকল্পের অধীনে ২০-৪৫ বছরের মধ্যে বেকার যুবক- যুবতীদের তাদের বাণিজ্যিক যানবাহন কেনার জন্য ঋন দেওয়া হবে। গাড়ির 30% ভর্তুকি দেবে রাজ্য সরকার। অর্থাৎ আপনার গাড়ির মোট দামের 30% অথবা ১ লক্ষ টাকার অনুদান বা ভর্তুকি হিসাবে দেবে সরকার এবং অবশিষ্ট টাকাটা জোগাড় করতে হবে আপনাকে।
আরো পড়ুন। Shikshasree Prakalpa। শিক্ষাশ্রী প্রকল্প এর বিস্তারিত তথ্য
গাড়ির কিনতে যতটা ভর্তুকি দিতে হবে, তা সমস্তটাই দেবে রাজ্য পরিবহণ দপ্তর। বেকারত্ব দূর করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সমবায় ব্যাংক, গ্রামীণ ব্যাংক থেকে এই প্রকল্পের জন্য আর্থিক সুবিধা পাওয়া যাবে। এছাড়াও ১৩টি নন ব্যাংকিং ফিনান্স কর্পোরেশন (NBFC) এই প্রকল্পের তালিকাভুক্ত রয়েছে।
গতিধারা প্রকল্পের সুবিধা (Benefits Of Gatidhara Prakalpa)
• Gatidhara Prakalpa। গতিধারা প্রকল্প এর অধীনে ২০-৪৫ বছরের মধ্যে বেকার যুবক এবং যুবতীরা গাড়ি কেনার জন্য আর্থিক সাহায্য পাবে।
• ঋণ পরিশোধের কোন সীমাবদ্ধতা নেই।
• গাড়ির মোট দামের 30% ভর্তুকি প্রদান করবে সরকার।
• বেকার যুবক- যুবতীরা রোজগার করে সুখে জীবনযাপন করতে পারবে।
আরো পড়ুন। Sabujshree Prakalpa। সবুজশ্রী প্রকল্প এর সুবিধা কি
গতিধারা প্রকল্পের যোগ্যতা (Elegibility For Gatidhara Prakalpa)
আপনি যদি বেকার হন তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে Gatidhara Prakalpa।গতিধারা প্রকল্প এর জন্যও কিছু Eligibility (যোগ্যতা) দরকার। এই প্রকল্পের যোগ্যতা নীচে দেওয়া হল-
• আবেদনকারী বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। কিন্তু SC/ST/ OBC বিভাগের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে ৫ বছর ও ৩ বছর পর্যন্ত ছাড় থাকবে।
• আবেদনকারীকে বেকার হতে হবে।
• আবেদনকারীর অবশ্যই কর্মহীন হিসেবে Employment BANK নাম নথিভুক্ত থাকতে হবে।
• পারিবারিক মাসিক আয় ২৫ হাজার টাকা অথবা তার কম হতে হবে।
• আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• পরিবারের যেকোনো একজন সদস্য এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে।
আরো পড়ুন। যুবশ্রী প্রকল্প কি এবং কীভাবে করবেন আবেদন
গতিধারা প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required For Gatidhara Prakalp)
Gatidhara Prakalpa।গতিধারা প্রকল্প এর আবেদন করার জন্য প্রয়োজনীয় Documents গুলি হল-
• Driving license (ড্রাইভিং লাইসেন্স)
• Caste certificate (জাতির শংসাপত্র)
• Passport size photo (পাসপোর্ট মাপের ফটো)
• Residence proof (বসবাসের প্রমাণপত্র)
• Project report
• Unemployment certificate (বেকারত্ব প্রমাণপত্র)
• Birth certificate (জন্ম প্রমাণপত্র)
• Domicile certificate
• Voter Card (ভোটার কার্ড)
• Aadhar card (আধার কার্ড)
আরো পড়ুন। রূপশ্রী প্রকল্প কি এবং কিভাবে আবেদন করবেন?
গতিধারা প্রকল্পে কিভাবে আবেদন করবেন How To Apply For Gatidhara Prakalpa?
জেলার জন্য আপনাকে আঞ্চলিক পরিবহণ অধিকারিক (RTO) অফিসে যোগাযোগ করতে হবে আবেদনের জন্য এবং রাজ্য স্তরের জন্য আপনাকে State Transport Authority (STA) অফিসে আবেদনের জন্য যোগাযোগ করতে হবে । এবং সেখান থেকেই আপনাকে এই প্রকল্পের জন্য আবেদন করতে সহায়তা করবে। এছাড়াও গাড়ির পারমিট পেতে Online এ আবেদন করতে পারেন।
আরো পড়ুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা কীভাবে করবেন জেনে নিন
গাড়ির পারমিট পেতে Online এ আবেদনঃ
- প্রথমে http://transport.wb.gov.in/ ওয়েবসাইটে যান।
- ওয়েবসাইটে গিয়ে আপনাকে Annexure-I, Annexure-II এবং Annexure-III এই Form তিনটি Download করতে হবে।
- এবার Form Fill Up করে জমা দিন এবং জমা দেওয়ার পর আপনাকে একটি নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট দিন দেওয়া হবে।
- ওই নির্দিষ্ট দিনে আপনাকে সমস্ত Documents নিয়ে যেতে হবে State Transport Authority অফিসে।
- এবং সেখানে বাণিজ্যিক কারণে গাড়ি কেনার পারমিট পাওয়া যাবে।
- এরপর আবেদনকারী মোবাইলের ম্যাসেজে ঢুকবে যার মাধ্যমে আপনি জানতে পারবেন এই অনুদান অনুমোদিত হবে।
আপনি যদি বেকার হন এবং উপার্জন করার জন্য গাড়ির ব্যবসা করতে চান তাহলে আজই Employment BANK নিজের নাম নথিভুক্ত করুন।
Key Point: Gatidhara Prakalpa এর আর্থিক অনুদান পাওয়ার পরই যুবশ্রী প্রকল্পে প্রাপ্ত ভাতা বন্ধ হয়ে যাবে।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
Q. Gatidhara Prakalpa এর সুবিধা কি?
A. Gatidhara Prakalpa এর মাধ্যমে আপনি বাণিজ্যিক যানবাহন কেনার জন্য সরকারের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন।
Q. Gatidhara Prakalpa গাড়ি কেনার জন্য সরকার কত টাকা দেবে?
A. গাড়ির মোট দামে 30% ভর্তুকি দেবে সরকার।
Q. আমার Employment Bank এ নাম নথিভুক্ত নেই, তাহলে আমি কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারব না?
A. Gatidhara Prakalpa।গতিধারা প্রকল্প আবেদনের জন্য Employment BANK নাম নথিভুক্ত থাকতেই হবে। না হলে এই প্রকল্পে আবেদন করা যাবে না।
Q. গতিধারা প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
A. গতিধারা প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজনীয় যেই ডকুমেন্টস লাগবে সেটা আজকের নিবন্ধে দেওয়া আছে। তাহলে আপনি পুরো জানতে পারবেন।
I want to know , I have non commercial light vehicle licence , can I apply Gatidhara Prakalpa ?
Ys
I have no licence.
Can I apply for gatidhara prokolpo
গতিধারা প্রকল্পের জন্য লাইসেন্স থাকা দরকার। তাও আপনি একবার যোগাযোগ করে দেখতে পারেন।
Unemployment certificate কোথায় পাব ? এবং domicile certificate কোথায় পাব ?
স্যার, আমি পড়াশোনা করিনি। আমি কি এই সুবিধা পেতে পারি?
স্যার আমি মাধমিক পাস । আমি কি এই সুবিধা পেতে পারি।
হ্যাঁ, পেতে পারেন।
Gatidara Auto rickshaw dwonpemet
Ami apply Karachi lam 2020 ta akhaan parjanta Pai ni
আমার একটা সুবিধা করে দিন স্যার