রসুন প্রধানত আমরা রান্নার কাজে ব্যাবহার করে থাকি। রান্নার মশলা হিসেবে এটি ব্যাবহার হয়ে থাকে। রান্নার সাথে সাথে এটি স্বাস্থ্য ঔষধ হিসেবেও কাজ করে। এর পুষ্টিগুণ এতটাই যে যেকন রকমের রোগ ব্যাধি দূর করে। খালি পেটে রসুন খাওয়াটা দেহের পক্ষে একটি স্বাস্থ্যকর ব্যাপার। এটি বিভিন্ন ধরণের রোগ দূর করে না বরং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
রসুনের রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন–সি যা রোগ প্রতিরোধের ক্ষমতা দিগুণ বাড়িয়ে তোলে। এটি ক্যান্সার , ব্রেস্ট প্রতিরোধ করে। এছাড়াও রসুন ব্লাড সুগার কমিয়ে ডায়বেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। চলুন জেনে নিন রসুন এর উপকারিতা কী কী
রসুন এর উপকারিতা
-
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করেঃ
অসংখ্য মানুষ আছেন যারা উচ্চ রক্তচাপে ভুগছেন। খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ উপশম হয়। রসুন খাওয়ার পরে শরীরের ভালো পরিবর্তন দেখতে পাওয়া যায়।
-
অ্যান্টইবায়োটিক হিসেবে কাজ করেঃ
খালি পেটে রসুন খেলে এটি অ্যান্টইবায়োটিকের মতো কাজ করে। সকালে খাবার আগে রসুন খেলে এটি ভালো কার্যকারী ভাবে কাজ করে। খালি পেটে রসুন খাওয়ার পর ব্যাকটেরিয়া উন্মুক্ত করে যার ফলে রসুনের ক্ষমতার কাছে ব্যাকটেরিয়ার ক্ষমতা হ্রাস পায়।
-
রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করেঃ
প্রতিদিন এক–দু কোয়া রসুন খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে।রসুন এমন একটি উপাদান যা রোগ প্রতিরোধের ক্ষমতা আনেক শতাংশ বাড়িয়ে তোলে। রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধিতে রসুনে এর উপকারিতা অপরিহার্য। নাস্তার পূর্বে প্রতিদিন এক কোয়া রসুন চিবিয়ে খান এর ফলে আপনার দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে।
-
শ্বসনঃ
রসুন, নিউমোনিয়া, হাপানি, হুপিং কাশি, যক্ষ্মা ইত্যাদি রোগ প্রতিরোধ করে। সকল প্রকার রোগ আরোগ্যে করার ক্ষেত্রে রসুনের উপকারিতা বহুগুণ।
-
হজমের সমস্যা দূর করেঃ
হজমের সমস্যা থেকে মুক্তি পেতে প্রতিদিন দূই–তিন কোয়া রসুন খালি পেটে খান। রসুন হজমের ক্ষমতা বাড়ায়। রসুন সব্জি সাথেও খেতে পারেন এতে হজমের সাথে সাথে কোস্টকাঠিন্য দূরে রাখে।
-
অন্ত্রের জন্য রসুনের এর উপকারিতাঃ
অন্ত্রের জন্য রসুনের উপকারিতা বহুগুণ। অনেক সময় দেখা যায় স্ট্রেস এর কারনে গ্যাস্ট্রিক এর সমস্যা হয়, স্ট্রেস দূর করতে রসুনের ক্ষমতা অনেক। এটি পেটের সমস্যা( যেমন – ডাইরিয়া ) দূর করে। এটি হজমের শক্তি বাড়ায়। তাই খালি পেটে এ
-
যক্ষ্মা প্রতিরোধক হিসেবে কাজ করেঃ
যক্ষ্মা বা টিবি জাতীয় কোন সমস্যা ধরা পড়ে, তাহলে সারাদিনে একটি সম্পূর্ণ রসুন কয়েক অংশে ভাগ করে বার বার খেতে থাকলে, যক্ষ্মা রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। প্রতিদিন আপনি দু-তিন কোয়া করে রসুন খেলে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন।
-
ঠাণ্ডা কমানোর জন্য রসুন এর উপকারিতাঃ
ঠাণ্ডা লাগা, গলা ব্যথা,মাথা ব্যথা, গলা বসে যাওয়া এর ধরনের ঠাণ্ডা সমস্যা থেকে মুক্তি পেতে রসুন চিবিয়ে খান। প্রতিদিন এক কোয়া রসুন চিবিয়ে খেলে এই ধরনের সমস্যা সমাধান হয়।
সম্পর্কিত নিবন্ধ চেক করুন :-
-
রসুন ডায়েবেটিস নিয়ন্ত্রণ রাখেঃ
ডায়েবেটিস রুগিদের জন্য এটি একটি উপকারী মশলা। এটি ব্লাড সুগার কমিয়ে রেখে ডায়েবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।
-
হৃদরোগজনিত সমস্যায় রসুন এর উপকারিতাঃ
গবেষণায় দেখা গেছে, যে রসুন উচ্চ রক্তচাপ কমিয়ে দেয়। হৃদরোগজনিত বিভিন্ন সমস্যায় খালী পেটে রসুন খাওয়ার ভীষণ কার্যকারী।
-
রক্ত চলাচলের ও কোলেস্টরেল কমাতে সাহায্য করেঃ
প্রতিদিন খালি পেটে এক কোয়া রসুন রক্ত চলাচলের সহায়তা করে। রসুনে রয়েছে অ্যাজোইন নামক একটি পদার্থ যা রক্তকে জমাট বাঁধতে প্রতিরোধ করে, রক্ত চলাচলের সহায়তা করে তার সাথে সাথে কোলেস্টরেল কমাতে সাহায্য করে।
-
রসুন ক্যান্সার দূর করতে সাহায্য করেঃ
ক্যান্সার দূর করতে রসুন অনেক উপকারী। রসুনের মধ্যে রয়েছে আলাইড নামক এমন একটি পদার্থ যা ক্যান্সারের স্মভাবনাকে কমায়। প্রতিদিন এক কোয়া রসুন আপনাকে ক্যানসারের হাত থেকে বাঁচিয়ে রাখবে।
-
রসুন ত্বকের যত্ন নিতে সাহায্য করে
রসুন ত্বকে অ্যান্টি–এজিং এর কাজ করে। ত্বকের ইনফেকশানের হাত থেকে আমাদের বাঁচায়। ব্রণ শুকতে রসুন প্রচুর উপকারী। ত্বকের ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্রনর সম্ভবনা কমায়।