সূত্র :- i.ytimg . com
কোকো থেকে চকলেট পাওয়া যায়। চকলেট একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা সৌন্দর্য পণ্য হিসাবে ব্যবহৃত হয়। আপনি নিশ্চয়ই চকলেট ফেসিয়ালের কথা শুনেছেন। চকলেট ফেসিয়াল ত্বকের জন্য খুব উপকারি। কোকো একটু ব্যয়বহুল হতে পারে কিন্তু যখন রূপচর্চার কথা আসে তখন নিজেদের সুন্দর করতে আমরা অনেক অর্থই ব্যয় করে থাকি। কিন্তু তাই বলে পার্লারে যাওয়ার কোন প্রয়োজন নেই। বাড়িতে বসেই আপনি বানিয়ে নিতে পারেন চকলেট ফেসিয়াল কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চকলেট ফেসিয়াল করার নিয়ম।
চকলেট ফেসিয়াল করার নিয়ম
সূত্র :- cdn.makeupandbeauty . com
মসৃণ ত্বকের জন্য চকলেট ফেসিয়াল প্যাক:
চকলেট ফেসিয়াল প্যাক তৈরি করার উপকরণঃ
• ১ টেবিল চামচ কোকো পাউডার
• ১ টেবিল চামচ বাটার
• ১ টেবিল চামচ মধু
• ১ টেবিল চামচ চিনি
চকলেট ফেসিয়াল প্যাক তৈরি করার প্রণালীঃ
• প্রথমে একটি পাত্রে কোকো পাউডার, বাটার, মধু এবং চিনি একসঙ্গে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।
ফেসিয়াল প্যাকটি ব্যবহার যেভাবে করবেনঃ
ত্বকে মেখে ২০ মিনিট পর হালকা গরম জলে ধুয়ে ফেলবেন। ভালো ফল পেতে মাসে অন্তত ২ বার ব্যবহার করে দেখুন।
সূত্র :- olready . in
গ্লোয়িং ত্বকের জন্য চকলেট ফেসিয়াল প্যাকঃ
চকলেট ফেসিয়াল প্যাক তৈরি করার উপকরণঃ
• ২ টেবিল চামচ মুলতানি মাটি
• ২ টেবিল চামচ কোকো পাউডার
• ৩ টেবিল চামচ কমলালেবুর রস
চকলেট ফেসিয়াল প্যাক তৈরি করার প্রণালীঃ
একটি পাত্রে মুলতানি মাটি এবং কোকো পাউডার ভালো করে পেস্ট করে নিন। এবার এই পেস্টের মধ্যে ৩ টেবিল চামচ কমলালেবুর রস মিশিয়ে নিন।
চকলেট ফেসিয়াল প্যাক ব্যবহার যেভাবে করবেনঃ
প্রথমে ভালো করে মুখ পরিষ্কার করে গোলাপ জল লাগিয়ে নিন। এবার প্যাকটি পুরো মুখে এবং গলায় লাগিয়ে নিন। ২৫- ৩০ মিনিট রেখে ঠাণ্ডা জল ধুয়ে নিন।
এই প্যাকটি ত্বক ফর্সা এবং গ্লো করে তোলে। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত অয়েল শোষণ করে ত্বক পরিষ্কার করে তোলে এবং কমলালেবুতে রয়েছে ভিটামিন “সি” এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক করে তোলে ব্রাইট এবং সুন্দর।
- দৌড়ানোর উপকারিতা: সুস্থ থাকতে চাইলে নিয়মিত দৌড়ান
- মাইগ্রেনের সমস্যাঃমাইগ্রেনের সমস্যা থেকে মুক্তির উপায়
- ছেলেদের জন্য বিউটি টিপসঃছেলেদের ত্বকের যত্নে ঘরোয়া টিপস
- খেজুরের পুষ্টিগুণঃ স্বাস্থ্য সুরক্ষায় খেজুরের পুষ্টিগুণ
- ফ্রুট ফেসিয়াল এর উপকারিতা এবং ব্যবহার করার টিপস
- জেনে নিন, নিয়মিত চিনা বাদাম খাওয়ার উপকারিতা
সূত্র :- assets-news-bcdn-ll.dailyhunt . in
রুক্ষ এবং শুষ্ক ত্বকের জন্য চকলেটের ফেস প্যাকঃ
চকলেট ফেস প্যাক তৈরি করার উপকরণঃ
• ২ টেবিল চামচ কোকো বা চকলেট পাউডার
• ৩ টেবিল চামচ দুধ
• ১ টেবিল চামচ মধু
চকলেট ফেস প্যাক তৈরি করার প্রণালীঃ
চকলেট পাউডার এবং দুধ একসঙ্গে মিশিয়ে তার মধ্যে মধু ভালোভাবে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।
চকলেট ফেস প্যাক ব্যবহার যেভাবে করবেনঃ
প্রথমে মুখে স্টিম নিয়ে নিন ত্বকের ছিদ্রগুলি খোলার জন্য এবার প্যাকটি মুখে এবং গলায় লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা জলে ধুয়ে নিন।
এটা শুষ্ক ও রুক্ষ ত্বকের চিকিৎসা করে। এটি ত্বক ময়শ্চারাইজার রাখতে সহায়তা করে।
সূত্র :- assets-news-bcdn-ll.dailyhunt . in
নিস্তেজ ত্বকের জন্য চকলেট ফেস মাস্কঃ
চকলেট ফেস মাস্ক তৈরি করার উপকরণঃ
- ৪ টেবিল চামচ কোকো গুঁড়ো পাউডার
- ৪ টেবিল চামচ কফি পাউডার
- ২ টেবিল চামচ খাঁটি নারকেলের দুধ
- ৪ টেবিল চামচ ক্রিম ( চাইলে আপনি পরিবর্তে বাদামের দুধ, দই বা নারকেল দুধ ব্যবহার করতে পারেন)
চকলেট ফেস মাস্ক তৈরি করার প্রণালীঃ
একটি পাত্রে কোকো গুঁড়ো, কফি পাউডার, নারকেল দুধ এবং ক্রিম নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
চকলেট মাস্ক প্যাক ব্যবহার যেভাবে করবেনঃ
ঠাণ্ডা জলে ভালো করে মুখ পরিষ্কার করে নিন। মুখে পরিষ্কার করে হালকা করে গোলাপ জল লাগিয়ে নিন। এবার ফেস মাস্কটি ভালো করে মুখে এবং গলায় লাগিয়ে রাখুন। ২০-৩০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা জলে পরিষ্কার করে নিন। সপ্তাহে একদিন ব্যবহার করুন।
বাড়ি বসে চকলেট ফেসিয়াল করার নিয়ম এবং বানানোর পদ্ধতি জেনে গেলেন, এবার ত্বক সুন্দর করতে চাইলে ট্রাই করেই দেখতে পারেন চকলেট ফেসিয়াল।
সারকথাঃ
ডার্ক চকলেট মানসিক চাপ কমাতে ম্যাজিকের মতো কাজ করে।