যশ দাশগুপ্ত উচ্চতা, ওজন, শৈশব, পরিবার, ক্যারিয়ার,জীবনী

সূত্রঃ- i1 . wp  .com

Biography
নামযশ দাশগুপ্ত
ডাক নামযশ
পেশাঅভিনেতা
বয়স৩২ বছর
জন্মতারিখ১০ ই অক্টোবর, ১৯৮৫
জন্মস্থানমুম্বাই
জাতীয়indian
রাশিচক্রতুলারাশি
ধর্মহিন্দু
শহরকলকাতা
ডেবিউগ্যাংস্টার
পরিবার ও আত্মীয়স্বজন
পিতাদীপক দাশগুপ্ত
মাজয়তী দাশগুপ্ত
ভাইNot Know
বোনNot Know
স্বামী
উচ্চতা, ওজন এবং শারীরিক পরিমাপ
সেন্টিমিটারে উচ্চতা১৭৫ সেন্টিমিটার
মিটার উচ্চতা১.৭৫ মিটার
ওজন৭৫ কেজি

শারীরিক পরিমাপ৪০-৩৬-১৪ ইঞ্চি
বুকের আকার৪২ ইঞ্চি
কোমরের মাপ৩৬ ইঞ্চি
বাইসেপ সাইজ১৪ ইঞ্চি

চোখের রঙডার্ক ব্রাউন
চুলের রঙকালো
অ্যাফেয়ার্স এবং বৈবাহিক অবস্থা
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
প্রেমিকাNot Know
স্বামী
পুত্রNot Know
কন্যাNot Know
শিক্ষা ও স্কুল, কলেজ
শিক্ষাগত যোগ্যতাস্নাতক
বিদ্যালয়Not Know
কলেজNot Know
প্রিয় জিনিস
প্রিয় রঙনীল, সাদা
প্রিয় অভিনেতাশাহরুখ খান
প্রিয় অভিনেত্রীঐশ্বরিয়া রায়
পছন্দের খাবারNot Know
প্রিয় মিষ্টিNot Know
প্রিয় ফলNot Know
প্রিয় রেস্তোঁরাNot Know
শখক্রিকেট খেলা, জিম, নাচ
প্রিয় পরিচালকNot Know
প্রিয় সিনেমাদেবদাস, ডিডিএলজি
প্রিয় বইNot Know
প্রিয় কার্টুনNot Know
প্রিয় খেলাধুলাNot Know
প্রিয় ফুটবলারNot Know
প্রিয় গন্তব্যলন্ডন
অন্যান্য
নেট মূল্য$13 Million
টুইটার
ফেসবুক
ইন্সটাগ্রাম

যশ দাশগুপ্ত একজন ভারতীয় অভিনেতা যিনি জন্মগ্রহণ করেন ১০ ই অক্টোবর ১৯৮৫ সালে। তিনি বাংলা চলচ্চিত্র জগতে কাজ করেছেন। তার প্রথম কাজ ছিল হিন্দি কালার্স টিভিতে করণ সিংহের চরিত্রে টিভি সিরিয়াল না আনা ইস দেস লাডো”।

বাংলা জগতে তিনি পা রেখেছিলেন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না’ মাধ্যমে।  এই সিরিয়ালটি পর থেকেই তার জনপ্রিয়তা বাড়তে থাকে এবং প্রচুর ভক্তদের মন অর্জন করে নেন।

আরও পড়ুনঃ দীপিকা পাডুকোন বায়োগ্রাফিঃ দীপিকা পাডুকোনের সফলতার কাহিনী

আজকের এই নিবন্ধে আমরা যশ দাশগুপ্তের জীবনেরে ছোট থেকে বড় হওয়ার কাহানী আলোচনা করব। এখানে আপনারা অভিনেতা যশ দাশগুপ্ত উচ্চতা, ওজন, শৈশব, পরিবার, ক্যারিয়ার , জীবনী জানতে পারবেন।

যশ দাশগুপ্তের শৈশব জীবন ও পরিবার (Yash Dasgupta’s Early life and family):

yush

সূত্রঃ- i0 . wp . com

যশ দাশগুপ্ত জন্মগ্রহণ করেছেন মুম্বাই শহরে। তার বাবা দীপক দাশগুপ্ত এবং মা জয়তী দাশগুপ্ত। তিনি তাঁর পিতা-মাতার একমাত্র সন্তান। শৈশবে তিনি তার বাবা মার কাজের জন্য ভারতে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন।  যার জন্য তাকে বিভিন্ন স্কুলে পড়াশুনো করতে হয়েছিলেন।  তিনি মধ্যপ্রদেশ থেকে স্নাতক হয়েছেন।

আরও পড়ুনঃ  টলিউড অভিনেতা জিৎ এর জীবন কাহিনী

যশ দাশগুপ্তের ক্যারিয়ার জীবন (Yash Dasgupta’s Career life):

yash'

সূত্রঃ- i1 . wp . com

২০০৯২০১২

তিনি অভিনয় জগতের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন তাই পড়াশুনো জীবন শেষ করে অভিনয় পেশাজীবন শুরু করার জন্য তিনি নাট্য স্কুলে যোগদান করেন। ২০০৯ সালে তার অভিনয় জগতে প্রথম পা রাখেন। ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বহু হন্দি টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। কই আনে কো হাই, বন্দিনি, বাসেরা, না আনা ইস দেস লাদো, মাহিমা শানি দেভ কি, আদালত।

আরও পড়ুনঃ সুপারস্টার দেব এর জীবন কাহিনী জেনে নিন

yash 1

সূত্রঃ- i . ytimg . com

২০১৩ সাল –

২০১৩ সালে তিনি প্রথম বাংলা জগতে পা রাখেন টিভি সিরিয়ালের হাত ধরে। তার প্রথম বাংলা সিরিয়াল ছিল বোঝেনা সে বোঝেনা।  যাপ্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম। যেখানে তাকে মধুমিতা সরকারের বিপরীতে অরণ্য সিংহ রায় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এই সিরিয়ালটি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন এবং বলা যায় এই সিরিয়ালের পর থেকে অরণ্য সিংহ রায় অর্থাৎ যশ দাশগুপ্ত প্রচুর খ্যাতি অর্জন করেছেন এবং অনেক ভক্তের মন দখল করে নেন বিশেষ করে মহিলা ভুক্তের মন। বাংলা টেলিভিশন চ্যানেলের এক নম্বর অভিনেতার স্থান পায়।

আরও পড়ুনঃ  রণবীর কাপুর বায়োগ্রাফি : রণবীর কাপুরের জীবনের গল্পyash 2

সূত্রঃ- www . gulgal . com

২০১৬ ২০১৯

এই বছরে তিনি প্রথম বাংলা সিনেমা জগতে পা রেখেছিলেন। তার প্রথম বাংলা সিনেমা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস গ্যাংস্টার। অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যায়।

এরপর ২০১৭ সালে তাকে দেখা  যায় নুসরাত জাহানের বিপরীতে অ্যাকশন – থ্রিলার চরিত্রে বিরসা দাসগুপ্তের ওয়ান সিনেমা। এরপর পরের বছর ২০১৮ সালে তিনি আবার মিমি  চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধেন টোটাল দাদাগিরি সিনেমায়। ওই বছরই তার আরও একটি মুক্তি প্রাপ্ত সিনেমা ফিদা, তার বিপরীতে ছিলেন সঞ্জনা ব্যানার্জী। এই দুটি ছবিই পরিচলনা করেছেন পথিকৃৎ বসু।

আরও পড়ুনঃ  মহেন্দ্র সিং ধোনির জীবনী : ধোনির জীবনে অজানা কিছু কথা

২০১৯ সালে এখনো পর্যন্ত তার একটি সিনেমা মুক্তি পেয়েছেন মন জানে না। এই সিনেমায় তাকে মিমি চক্রবর্তীর বিপরীতে রোমান্টিক – থ্রিলার অভিনয়ে দেখা গেছে।

যশ দাশগুপ্তের  ব্যক্তিগত জীবন (Yash Dasgupta’s Personal life):

DSC_5018

সূত্রঃ- www . telegraphindia . com

তিনি নানা জায়গায় ভ্রমণ করতে ভালবাসেন এবং ফটোগ্রাফি এবং খেলাধুলায় তার শখ রয়েছে। তিনি শরীরচর্চা করতে খুব পছন্দ করেন এবং পশুপাখি খুব ভালোবাসেন।

আরও পড়ুনঃ বাল্য বয়স থেকে বিয়ের আসর কেমন ছিল অনুষ্কা শর্মার জীবনী?

যশ দাশগুপ্তের  ওজন উচ্চতা (Yash Dasgupta’s Height and Weight)

অভিনেতা যশ দাশগুপ্ত বয়স ৩২ বছর এবং তার উচ্চতা প্রায় ৫ ফুট ৯ ইঞ্চ। ওজন ৭৫ কেজি। ১৬৫ পাউন্ড। দেহ পরিমাপ ৪০-৩৬-১৪ ইঞ্চি, তাঁর বুকে ৪২ ইঞ্চি, কোমর ৩৬ ইঞ্চি। চুলের রঙ কালো এবং চোখের রঙ কালো।

 

View this post on Instagram

 

Random 😉

A post shared by Yash (@yashdasgupta) on

yash 3

সূত্রঃ- muchfeed . com

পুরস্কার (Awards ):

২০০৬  সাল

উনিশ কুড়ি স্ট্রেক্স গ্লাম হান্ট এবং গ্লাম কিং
২০১৪ সাল

স্টার জলসা সেরা অভিনেতা পুরস্কার,  টেলি সম্মান পুরস্কার(বোঝে না সে বোঝে না)

২০১৫  সাল

স্টার জলসা সেরা জুটি, সেরা আইকন(বোঝে না সে বোঝে না)

২০১৭  সাল

ফিল্মফেয়ার পুরস্কার, স্টার জলসা সেরা অভিষেক পুরষ্কার (গ্যাংস্টার)

২০১৮  সাল

স্টার জলসা সেরা যুগল (ওয়ান)

 

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ 

প্রঃ যশ দাশগুপ্তের টিভি সিরিয়ালের নাম কি?

উঃ বাংলা টিভি সিরিয়াল বোঝে না সে বোঝে না এবং হিন্দিতে না আনা ইস দেস লাদো।

প্রঃ যশ দাশগুপ্তের প্রিয় অভিনেতা কে?

উঃ যশ দাশগুপ্তের প্রিয় অভিনেতা শাহরুখ খান।

প্রঃ যশ দাসগুপ্তের প্রিয় জায়গা কি?

উঃ যশ দাসগুপ্তের প্রিয় জায়গা লন্ডন।

প্রঃ যশ দাসগুপ্তের প্রিয় অভিনেত্রী কে?

উঃ যশ দাসগুপ্তের প্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রায়।

প্রঃ যশ দাসগুপ্তের প্রিয় রঙ কি?

উঃ যশ দাসগুপ্তের প্রিয় রঙ সাদা এবং নীল

প্রঃ যশ দাসগুপ্তের প্রিয় খেলা কি?

উঃ যশ দাসগুপ্তের প্রিয় খেলা ক্রিকেট।

প্রঃ যশ দাসগুপ্তের জন্মদিন কবে?

উঃ যশ দাসগুপ্তের জন্মদিন ১০ ই অক্টোবর।

প্রঃ যশ দাসগুপ্তের আয় কত? 

উঃ সম্ভবত প্রতি সিনেমা ১৫ থেকে ১৭ লক্ষ টাকা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here