Biography | |
নাম | নুসরাত জাহান |
ডাক নাম | ন্যায়না, রুহি |
পেশা | মডেল, অভিনেত্রী, রাজনীতিবিদ |
বয়স | ২৯ বছর |
জন্মতারিখ | ৮ জানুয়ারি, ১৯৯০ |
জন্মস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয় | |
রাশিচক্র | মকর |
ধর্ম | মুসলিম |
শহর | কলকাতা |
ডেবিউ | শত্রু |
পরিবার ও আত্মীয়স্বজন | |
পিতা | Not Know |
মা | Not Know |
ভাই | Not Know |
বোন | নুজহাত জাহান ও পূজা প্রসাদ |
স্বামী | নিখিল জৈন |
উচ্চতা, ওজন এবং শারীরিক পরিমাপ | |
সেন্টিমিটারে উচ্চতা | ১৭০ সেন্টিমিটার |
মিটার উচ্চতা | ১.৭০ মিটার |
ওজন | ৫০ কেজি |
শারীরিক পরিমাপ | ৩২-২৪-৩৪ |
বুকের আকার | Not Know |
কোমরের মাপ | ২৪ |
বাইসেপ সাইজ | Not Know |
চোখের রঙ | ডার্ক ব্রাউন |
চুলের রঙ | ব্রাউন |
অ্যাফেয়ার্স এবং বৈবাহিক অবস্থা | |
বৈবাহিক অবস্থা | বিবাহিত |
প্রেমিক | কাদের খান |
স্বামী | নিখিল জৈন |
পুত্র | Not Know |
কন্যা | Not Know |
শিক্ষা ও স্কুল, কলেজ | |
শিক্ষাগত যোগ্যতা | বি.কম |
বিদ্যালয় | কুইন অব দ্য মিশন |
কলেজ | ভবানীপুর কলেজ |
প্রিয় জিনিস | |
প্রিয় রঙ | গোলাপি, হলুদ, কালো |
প্রিয় অভিনেতা | শাহরুখ খান, হৃতিক রোশন |
প্রিয় অভিনেত্রী | প্রীতি জিন্দা |
পছন্দের খাবার | মিষ্টি দই, পাস্তা, মটন, রোল |
প্রিয় মিষ্টি | মিষ্টি দই |
প্রিয় ফল | Not Know |
প্রিয় রেস্তোঁরা | Not Know |
শখ | ব্যায়াম, জিম, গিটার বাজানো, শপিং |
প্রিয় পরিচালক | Not Know |
প্রিয় সিনেমা | Not Know |
প্রিয় বই | Who Moved My Cheese" by Spencer Johnson |
প্রিয় কার্টুন | Not Know |
প্রিয় খেলাধুলা | ক্রিকেট |
প্রিয় ফুটবলার | Not Know |
প্রিয় গন্তব্য | বেভারিয়া, জার্মানি |
অন্যান্য | |
আয় | Rs. 2 Crore |
টুইটার | |
ফেসবুক | |
ইন্সটাগ্রাম |
সূত্রঃ- instagram.com
নুসরাত জাহান একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা সিনেমায় অভিনয় করেন। অভিনয় করার পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদ। লোকসভার একজন সাংসদ। এছাড়াও তিনি একজন জনপ্রিয় মডেল, যিনি ২০১০ ফেয়ার-ওয়ান মিস কলকাতায় বিজয়ী হয়েছিলেন। নুসরাত জাহান একজন সুন্দর এবং খ্যাতনামা অভিনেত্রী। খুব অল্প সময়ের মধ্যে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন।
টেলিভিশন পর্দায় নুসরাত তার সুন্দর চেহারার জন্য দর্শকের দৃষ্টি অর্জন করে। খোকা ৪২০ বাংলা সিনেমাটি করার সময় তিনি গোটা পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশ জুড়ে সুন্দরী অভিনেত্রীর টাইমলাইনে এসেছিলেন। ইতিমধ্যেই তিনি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের নামটি প্রতিষ্ঠা করে নিয়েছেন। চলুন আজ এই সুন্দরী অভিনেত্রীর জীবনের কিছু গল্প জেনে নিই।
আরও পড়ুনঃ অঙ্কুশ হাজরা শৈশব, ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন
Table of Contents
নুসরাত জাহানের শৈশব জীবন ও পরিবার (Nusrat Jahan’S Early Life and Family):
সূত্রঃ- facebook.com
নুসরাত জাহান ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় এক বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন একজন চলচ্চিত্র অভিনেত্রী। নুসরাত জাহানের দুটি বোন রয়েছেন নুজহাত জাহান ও পূজা প্রসাদ। তারা দক্ষিণ কলকাতায় বসবাস করেন।
সূত্রঃ- instagram.com
কুইন অব দ্য মিশন স্কুলে পড়াশুনো করেছেন এবং স্কুলজীবন শেষ করার পর কলকাতার ভবানীপুর কলেজে ভর্তি হন এবং কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেন।
আরও পড়ুনঃ শুভশ্রী গাঙ্গুলী উচ্চতা, ওজন, শৈশব, ক্যারিয়ার জীবন
নুসরাত জাহানের ক্যারিয়ার জীবন (Nusrat Jahan’S Career Life):
সূত্রঃ- instagram.com
নুসরাত জাহান তার সৌন্দর্যতার কারনে মডেলিং এ সসুযোগ পান। ফেয়ার ওয়ান মিস কলকাতায় অংশগ্রহণ করেছিলেন এবং ২০১০ সালে মডেলিং করে শিরোপা জিতেছিলেন।
আরও পড়ুনঃ যশ দাশগুপ্ত উচ্চতা, ওজন, শৈশব, পরিবার, ক্যারিয়ার,জীবনী
সূত্রঃ- facebook.com
২০১১ সালে নুসরাত জাহান প্রথম বাংলা চলচ্চিত্র জগতে পা রাখেন এবং প্রথমবারই বাংলা চলচ্চিত্রে সুপারস্টার অভিনেতা জিৎ এর সঙ্গে জুটি বাঁধেন। ২০১১ সালে তিনি রাজ চক্রবর্তী পরিচলনা শত্রু চলচ্চিত্রের মাধ্যমে ডেবিউ করেন এবং বাংলা ইন্ডাস্ট্রিতে সুপরিচিত হন।
Source: facebook.com
২০১৩ সালে অভিনেত্রী তার দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘খোকা ৪২০’ দিয়ে ক্যারিয়ার অর্জন করেছিল। এই সিনেমায় তাকে দেখা গিয়েছিল অভিনেতা দেবের বিপরীতে মুখ্য চরিত্রে। এই সিনেমাটি বক্স অফিসে প্রচুর সাফল্য অর্জন করেছিল এবং অভিনেত্রী নুসরাত জাহান তার অভিনয়ের জন্য সমালোচকদের কাছে প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন ও প্রচুর ভক্তের মন অর্জন করেছিলেন। এরপর তাকে ওই বছরই অঙ্কুশ হাজরার বিপরীতে খিলাড়িতে দেখা গিয়েছিল।
আরও পড়ুনঃ টলিউড অভিনেতা জিৎ এর জীবন কাহিনী
সূত্রঃ- instagram.com
২০১৪ সালে তাকে অ্যাকশন, যোদ্ধা দ্যা ওয়ারিয়তে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এবং তার পরের বছর ২০১৫ সালে তাকে অঙ্কুশ হাজরার বিপরীতে জামাই ৪২০ সিনেমায় দেখা যায়। এই অভিনেতা সোহম চক্রবর্তী এবং হিরন চ্যাটার্জি ছিলেন। সিনেমাটি রোম্যান্টিক কমেডি মুভি। এই সিনেমাটিও বক্স অফিসে সফল ছিল। ওই বছরই তাকে হার হার ব্যোমকেশ সিনেমায় দেখা যায়। এরপর থেকে অভিনেত্রী নুসরাত জাহান দর্শকে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়ে যান।
See you @WeTheWomenAsia at Loreto College, Kolkata on the 30th of September 2019.@BDUTT #WeTheWomen https://t.co/FgItB8oJy9
— Nusrat (@nusratchirps) September 20, 2019
সূত্রঃ- instagram.com
২০১৬ সালে তিনি জিৎ এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাওয়ার ছবিতে অভিনয় করেছিলেন। ওই বছরই অভিনেতা দেবের সঙ্গে তার লাভ এক্সপ্রেস এবং জুলফিকার ছবি মুক্তি পায়। এরপর তার আরও একটি মুক্তিপ্রাপ্ত ছবি হরিপদ ব্যান্ডওয়ালা।
সূত্রঃ- instagram.com
২০১৭ সালে তাকে প্রথমবার জুটি বাঁধতে দেখা যায় অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে। সিনেমার নাম ওয়ান। ওইবছরই তার ব্লকবাস্টার সিনেমা রবি কিনাগি পরিচালিত আমি যে কে তোমার। ওইবছর তাকে বলো দুর্গা মাইকি সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।
আরও পড়ুনঃ অভিনেত্রী মিমি চক্রবর্তী জীবন কাহিনী
সূত্রঃ- instagram.com
২০১৮ সালে অভিনেত্রী নুসরাত জাহান উমা,ক্রিসক্রস, নাকাব সিনেমা করেন।
নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন (Nusrat Jahan’S Personal Life):
সূত্রঃ- instagram.com
তথ্যসুত্রে শোনা যায় নুসরাত জাহানের সঙ্গে কাদের খানের প্রেমের সম্পর্ক ছিল। তবে তা বিচ্ছেদ হয়ে যায় এমনকি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নুসরস নিজেই তা জানিয়েছেন।
সূত্রঃ- instagram.com
অবশেষে তিনি ২০১৯ সালে ১৯ জুন এক ভারতীয় ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন।
পুরস্কার (Awards):
সূত্রঃ- instagram.com
- ২০১০ সালে ফেয়ার ওয়ান মিস কলকাতা।
- ২০১৬ সালে স্টার পরিবার সেরা জুটি।
- ২০১৭ সালে সের অভিনেত্রী টেলি সিনে অ্যাওয়ার্ডস।
রাজনৈতিক জীবন (politica Life):
সূত্রঃ- instagram.com
২০১৯ সালে তিনি রাজনৈতিক জীবনে পা রাখেন এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাটে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়ান এবং বিজেপি প্রার্থী সয়ামতান বসুর বিপরীতে ৩.৫ লাখ ভোটের ব্যবধানে জয়ী হন।
আরও পড়ুনঃ সুপারস্টার দেব এর জীবন কাহিনী জেনে নিন
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
প্রঃ নুসরাত জাহানের জন্মদিন কবে?
উঃ নুসরাত জাহানের জন্মদিন ৮ জানুয়ারি।
প্রঃ নুসরাত জাহানের স্বামীর নাম কি?
উঃ নুসরাত জাহানের স্বামীর নিখিল জৈন।
প্রঃ নুসরাত জাহানের বিয়ে কবে হয়?
উঃ নুসরাত জাহানের বিয়ে ২০১৯ সালে ১৯ জুন।
প্রঃ নুসরাত জাহানের ডাক নাম কি?
উঃ নুসরাত জাহানের ডাক নাম ন্যায়না এবং রুহি
প্রঃ নুসরাত জাহানের প্রিয় খাবার কি?
উঃ মিষ্টি দই, পাস্তা, মটন, রোল
প্রঃ নুসরাত জাহানের প্রিয় রঙ কি?
উঃ গোলাপি, হলুদ, কালো
প্রঃ নুসরাত জাহানের প্রিয় অভিনেতা কে?
উঃ শাহরুখ খান, হৃতিক রোশন
প্রঃ নুসরাত জাহানের প্রিয় অভিনেত্রী কে?
উঃ প্রীতি জিন্দা
প্রঃ নুসরাত জাহানের প্রিয় খেলা কি?
উঃ ক্রিকেট
প্রঃ নুসরাত জাহানের প্রিয় জায়গা কোনটি?
উঃ বেভারিয়া, জার্মানি
প্রঃ নুসরাত জাহানের হবি কি?
উঃ ব্যায়াম, জিম, গিটার বাজানো, শপিং
প্রঃ নুসরাত জাহানের আয় কত?
উঃ ২ কোটি (তথ্যসুত্রে প্রচারিত)