যতদিন যাচ্ছে মোবাইলের ফিচারসগুলি পরিবর্তন হছে। প্রতি বছর কোম্পানিগুলি প্রতিযোগিতায় নামে সেরার সেরা বাজেটের মোবাইল বার করার জন্য। হয়তো ভবিষ্যতে আমাদের জন্য আরও নতুন নতুন চমক অপেক্ষা করে রয়েছে। মানুষ মোবাইল কিনতে গেলে আগে মোবাইলের ফিচারস দেখে এবং অবশ্যই পিকচার কোয়ালিটি। এখন বাজারে ভিন্ন ব্র্যান্ডের নামীদামি স্মার্টফোন দেখা যায়। এবং সঙ্গে অসাধারণ ফিচারস। তবে দামি হলেই ফিচারস ভালো হবে সেটা ভাবা হয়তো একটু বোকামির কাজ হয়ে যাবে। একটু খোঁজ করলে দেখা যায় কম দামের মধ্যে বেশ ভালো মোবাইল। সঙ্গে অবশ্যই ভালো ফিচারস।
আজকের এই নিবন্ধে ১০০০০ টাকার বাজেটের মধ্যে ভালো ফিচারসের কয়েকটি মোবাইলের তালিকা আপনাদেরকে জানাব। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেরা বাজেটের মোবাইল এর তালিকাগুলি।
Read more: ২০১৯ সেরা গ্যাজেট
এখানে রইল বছরের সেরা বাজেটের মোবাইল
আসুস জেনফোন মাক্স প্রো এম ওয়ান (Asus Zenfone Max Pro M1):
source: instagram
২০১৮ সালে এপ্রিল মাসে আসুস জেনফোন মাক্স প্রো এম ওয়ান লঞ্চ করেছিল। সেরা বাজেটের মোবাইল এর মধ্যে আসুসের এই ফোনটি খুবই ভালো। এই স্মার্টফোনটি দুটি ভিন্ন রঙের পেয়ে যাবেন। কালো এবং সিলভার রঙের। এছাড়াও 3 জি এবং 4 জি, জিপিএস, ব্লুটুথ এবং ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি মতো ফিচারসগুলি বিদ্যমান। আসুস একটি ভালো ব্র্যান্ড যা আপনি চাইলে অনায়াসে কিনতে পারেন। সামনে ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল এবং ১৩+৫ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা রয়েছে। মোবাইলটির দাম ৯২৯৯ টাকা থেকে শুরু।
Read more: রান্নাঘরের প্রয়োজনীয় গ্যাজেট
আসুস জেনফোন মাক্স প্রো এম ওয়ান ( Asus Zenfone Max Pro M1 ) |
|
র্যাম এবং স্টোরেজ (Ram & Storage) |
৪ গিগাবাইট / ৩২ গিগাবাইট (4 GB|32 GB) |
অপারেটিং সিস্টেম (Operating System) |
অ্যান্ড্রয়েড (Android) |
ডিসপ্লে (Display) |
৫.৯৯ ইঞ্চ / 5.99 (1080 x 2160) |
প্রসেসর (Processor) |
১.৮ জিএইচজেড (1.8 GHz,Octa) |
প্রাইমারী ক্যামেরা (Primary Camera) |
১৩+৫ মেগাপিক্সেল (13 + 5 MP) |
ফ্রন্ট ক্যামেরা (Front Camera) |
৮ মেগাপিক্সেল (8 MP) |
ব্যাটারি (Battery) |
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (5000 mAH)
|
আসুস জেডফোন মাক্স এম টু ( Asus ZenFone Max M2 ):
source: instagram
২০১৮ সালে ডিসেম্বরে আসুস জেডফোন মাক্স এম টু লঞ্চ করছে। যা অ্যান্ড্রয়েড ৮.১ ওএস দ্বারা চালিত। মোবাইলটির ডিসপ্লে দেখতে বেশ ভালো। আপনি যদি ১০০০০ টাকার মধ্যে ভালো ফিচারসের ফোন খুঁজে থাকেন, তাহলে এই মোবাইলটি আপনার জন্য সেরা চয়েস হবে। ৬.৩ ইঞ্চ এই মোবাইলটিতে ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাওয়ার। মোবাইলটি আপনি ৯৯৯৯ টাকার মধ্যে পেয়ে যেতে পারেন যেকোনো অনলাইন শপিং অ্যাপ থেকে।
Read more: ইলেকট্রনিক গ্যাজেটের সুবিধা ও অসুবিধা
আসুস জেডফোন মাক্স এম টু ( Asus ZenFone Max M2 ) |
|
র্যাম এবং স্টোরেজ (Ram & Storage) |
৩ গিগাবাইট/ ৩২ গিগাবাইট (3 GB|32 GB) |
অপারেটিং সিস্টেম (Operating System) |
অ্যান্ড্রয়েড (Android) |
ডিসপ্লে (Display) |
৬.৩ ইঞ্চ/ 6.3 (720 x 1520 |
প্রসেসর (Processor) |
১.৮ জিএইচজেড, অক্টা (1.8 GHz,Octa) |
প্রাইমারী ক্যামেরা (Primary Camera) |
১৩ + ৫ মেগাপিক্সেল (13 + 5 MP) |
ফ্রন্ট ক্যামেরা (Front Camera) |
৮ মেগাপিক্সেল (8 MP) |
ব্যাটারি (Battery) |
৪০০০ মিলিঅ্যাম্পিয়ার (4000 mAH) |
লেনেভো কে নয় ( Lenovo K9 ):
source: instagram
লেনেভো কোম্পানি ২০১৮ সালে অক্টোবর মাসে লেনোভো কে নয় লঞ্চ করে। মোবাইলটির ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ৫.৭ ইঞ্চ ডিসপ্লে সঙ্গে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাওয়ার। ফোনটির দাম এখন ৮৯৯৯ টাকা মাত্র। আপনি যদি লেনোভো মোবাইল করতে পছন্দ করেন তাহলে এই মোবাইলটি আপনার জন্য সেরা হবে। এটি একটি সেরা বাজেটের মোবাইল।
Read more: বাচ্চাদের জন্য গ্যাজেট
লেনেভো কে নয় ( Lenovo K9 ) |
|
র্যাম এবং স্টোরেজ (Ram & Storage) |
৩ গিগাবাইট/ ৩২ গিগাবাইট (3 GB|32 GB) |
অপারেটিং সিস্টেম (Operating System) |
অ্যান্ড্রয়েড (Android) |
ডিসপ্লে (Display) |
৫.৭ ইঞ্চ (5.7) |
প্রসেসর (Processor) |
২ জিএইচজেড (2 GHz) |
প্রাইমারী ক্যামেরা (Primary Camera) |
১৩ + ৫ মেগাপিক্সেল (13 + 5 MP) |
ফ্রন্ট ক্যামেরা (Front Camera) |
১৩ + ৫ মেগাপিক্সেল (13 + 5 MP) |
ব্যাটারি (Battery) |
৩০০০ মিলিঅ্যাম্পিয়ার (3000 mAH) |
স্যামসাং গ্যালাক্সি এম টেন ( Samsung Galaxy M10 ):
source: instagram
এই বছরে জানুয়ারি মাসে সেরা বাজেট মোবাইল স্যামসাং গ্যালাক্সি এম টেন লঞ্চ হল। যা অ্যান্ড্রয়েড ৮.১ ওএস দ্বারা চালিত। স্যামসাং গ্যালাক্সি এম ১০ একটি অতি বিস্তৃত অ্যাঙ্গেল ক্যামেরা এনেছে যা বেশ আকর্ষণীয়। মোবাইলটি সেরা পারফরমেন্স না পেলেও ভালোভাবে কাজ করে। ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে প্রসারিত করা যেতে পারে। ৫.৭ ইঞ্চ ডিসপ্লে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাওয়ার রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম ১০ দাম শুরু ৮৯৯৯ টাকা থেকে।
Read more: নিত্য প্রয়োজনীয় গ্যাজেট
স্যামসাং গ্যালাক্সি এম টেন ( Samsung Galaxy M10 ) |
|
র্যাম এবং স্টোরেজ (Ram & Storage) |
৩ গিগাবাইট/ ৩২ গিগাবাইট (3 GB|32 GB) |
অপারেটিং সিস্টেম (Operating System) |
অ্যান্ড্রয়েড (Android) |
ডিসপ্লে (Display) |
৬.২ ইঞ্চ / 6.2 (720 x 1520) |
প্রসেসর (Processor) |
১.৬ জিএইচজেড, অক্টা (1.6 GHz,Octa) |
প্রাইমারী ক্যামেরা (Primary Camera) |
১৩ + ৫ মেগাপিক্সেল (13 + 5 MP) |
ফ্রন্ট ক্যামেরা (Front Camera) |
৫ মেগাপিক্সেল (5 MP) |
ব্যাটারি (Battery) |
৩০০০ মিলিঅ্যাম্পিয়ার (3000 mAH) |
রেডমি ওয়াই টু ( Xiaomi Redmi Y2 ):
source: instagram
রেডমি ওয়াই টু ( Xiaomi Redmi Y2) একটি সেলফি স্মার্টফোন। ভারতের সেরা বাজেটের মোবাইল রেডমি ওয়াই টু অন্যতম। ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ রয়েছে। রেডমি ওয়াই টু ফোনটিতে রয়েছে পোর্ট্রেট মোড সমেত ১২ এবং ৫ মেগা পিক্সেল ডুয়েল ক্যামেরা এবং ১৬ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা। ৫.৯৯ ডিসপ্লে এই ফোনটি আপনি পেয়ে যাবেন ৮৯৯৯ টাকায়। আপনার বাজেট ১০০০০ টাকা হয় তাহলে এই ফোনটি সেরা বাজেট মোবাইল লিস্টে রাখতে পারেন।
Read more: নতুন প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের সুবিধা ও অসুবিধা
রেডমি ওয়াই টু ( Xiaomi Redmi Y2 ) |
|
র্যাম এবং স্টোরেজ (Ram & Storage) |
৩ গিগাবাইট/ ৩২ গিগাবাইট (3 GB|32 GB) |
অপারেটিং সিস্টেম (Operating System) |
৫.৯৯ ইঞ্চ / 5.99 (720 X 1440) |
ডিসপ্লে (Display) |
অ্যান্ড্রয়েড (Android) |
প্রসেসর (Processor) |
২ জিএইচজেড (2 GHz) |
প্রাইমারী ক্যামেরা (Primary Camera) |
১২ + ৫ মেগাপিক্সেল (2 + 5 MP MP) |
ফ্রন্ট ক্যামেরা (Front Camera) |
১৬ মেগাপিক্সেল (16 MP) |
ব্যাটারি (Battery) |
৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার (3080 mAH) |
তাহলে ১০০০০ টাকার মধ্যে সেরা বাজেটের মোবাইল এর তালিকাগুলি দেখে নিলেন। এবার আপনার পছন্দ অনুযায়ী মোবাইলটি বেছে নিন। আশাকরব, আজকের এই নিবন্ধটি আপনাদের ভালো লাগবে।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
Q. মোবাইলগুলি কী এই দামে দোকানে পাওয়া যাবে?
A. দোকানে দামের হেরফের হতে পারে। অ্যামাজন অথবা ফ্লিপকার্ট এই দামে পেয়ে যাবেন।
Q. এর মধ্যে সব থেকে সেরা মোবাইল কোনটা হবে?
A. আপনার প্রয়োজন মতো ফিচারস দেখে কিনে নিন। প্রত্যেকটাই ভালো হবে।
Q. আসুস জেনফোন মাক্স প্রো এম ওয়ান ফোনটির দাম কত?
A. ৯২৯৯ টাকা থেকে শুরু।
Q. স্যামসাং গ্যালাক্সি এম টেন এর দাম কত?
A. ৮৯৯৯ টাকা থেকে শুরু।
Q. রেডমি ওয়াই টু ফোনটির দাম কত?
A. অনলাইনে ৮৯৯৯ টাকা।
Q. লেনোভো কে নয় ফোনটির দাম?
A. অনলাইনে ৮৯৯৯ টাকা।
অনেক ভালো ভাবে মোবাইল গুলির রিভিউ দেখালেন । ধন্যবাদ।
Thanks
Thankyou. bro