১০০০০ টাকার মধ্যে সেরা লাভা মোবাইল এর তালিকা

লাভা মোবাইল

আপনি কি ১০০০০ টাকার মধ্যে কোন নতুন ফোন কিনতে চান। তাহলে আজকের আর্টিকেল থেকে আপনি মোবাইলে বাছাই করার জন্য অনেক বিকল্প পেয়ে যাবেন। এখানে ১০০০০ টাকার মধ্যে সেরা লাভা মোবাইলগুলির তালিকা রইল। লাভা শুধুমাত্র ভালো দামেই নেই বরং রয়েছে অসাধারণ ফিচারস। এর মধ্যে কিছু স্মার্টফোন দুর্দান্ত কাজও করে। তাই আজকে আপনাদের জন্য লাভা মোবাইলের সেরা সন্ধান নিয়ে হাজির আমরা। আসুন তাহলে দেখে নিই ১০০০০ টাকার মধ্যে দেরা লাভা মোবাইলের তালিকা।

Read more: ১০০০০ এর মধ্যে সেরা বাজেটের মোবাইল

১০০০০ টাকার মধ্যে সেরা লাভা মোবাইল (Best lava mobile in 10000 rupees)

  1. লাভা এক্সএইটওয়ান (Lava X81):

লাভা X81 লঞ্চ হয়েছিল ২০১৬ সালের ৯ ই জুন। যা ৫ ইঞ্চ ডিসপ্লে এবং ৭২০*১২৮০ পিক্সেল রেজল্যুশনের সঙ্গে হাজির হয়েছে। এই স্মার্ট ফোনটি 1.3 GHz Quad কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড 6.0 ওএস দ্বারা চালিত। ফোনটিতে ১৬ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এছাড়াও এই লাভা মোবাইলে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সঙ্গে পেয়ে যাবেন ডুয়েল সিমের সুবিধা। ২৭০০ mAh ব্যাটারি ক্ষমতা রয়েছে। এই লাভা মোবাইল আপনি অ্যামাজন অনলাইনে পেয়ে যাবেন মাত্র ৭২৯৯ টাকায়।

Read more: ১৫০০০ এর মধ্যে বছরের সেরা রেডমি মোবাইল

লাভা এক্সএইটওয়ান

লাভা এক্সএইটওয়ান (Lava X81)

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

৩ জিবি ও ১৬ জিবি ( 3Gb & 16 GB)

ডিসপ্লে (Display)

৫ ইঞ্চ (5 inch)

প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

১৩ মেগাপিক্সেল (13 MP)

ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

৫ মেগাপিক্সেল (5 MP)

ব্যাটারি (Battery)

২৭০০ মিলিঅ্যাম্পিয়ার (2700 mAh)

অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড 6.0 (Android 6.0)

 

  1. লাভা জেড ৯০ (Lava Z90):

২০১৭ সালের ৫ই অক্টোবর লাভা জেড ৯০ লঞ্চ হয়েছিল। এটি ৫.২ ইঞ্চ ডিসপ্লে এবং ৭২০*১২৮০ পিক্সেল রেজল্যুশনের সঙ্গে হাজির হয়েছে। এই স্মার্ট ফোনটি 1.3 GHz Quad কোর এবং Android 7.0 OS দ্বারা চালিত। এছাড়াও ৩ গিগাবাইটের সঙ্গে ৩২ গিগা বাইট ইন্টারন্যাল স্টোরেজ এবং ২৭৫০ মিলিঅ্যাম্পিয়ার মতো অসাধারণ ফিচারস রয়েছে। লাভা জেড ৯০ একটি ডুয়েল স্মার্ট ফোন। এই লাভা মোবাইল অ্যামাজন অ্যাপে দাম মাত্র ৮৮৫০ টাকা।

Read more:  ১০০০০ টাকার মধ্যে সেরা জিওনি মোবাইল  

লাভা জেড ৯০

লাভা জেড ৯০ (Lava Z90)

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

৩ গিগাবাইট ও ৩২ গিগা বাইট (3GB & 32 GB)

ডিসপ্লে (Display)

৫.২ ইঞ্চ (5.2 inch)

প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

৮+২ মেগাপিক্সেল (8+2 MP)

ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

৮ মেগাপিক্সেল (8MP)

ব্যাটারি (Battery)

২৭৫০ মিলিঅ্যাম্পিয়ার (2750 mAh)

অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড ৭.০ (Android 7.0)

 

  1. লাভা এক্স ৫০ প্লাস (Lava X50 Plus):

লাভা এক্স৫০ প্লাস ৩০ নভেম্বর ২০১৬ সালে লঞ্চ হয়েছিল। এই লাভা মোবাইলটি ৫.৫ ইঞ্চি এবং ৭২০-১২৮০ পিক্সেল রেজল্যুশন। এই স্মার্টফোনটি ১.৩ GHz Quad কোর এবং ২ গিগাবাইট র‍্যাম দ্বারা পরিচালিত। এছাড়াও এই মোবাইলটিতে আপনি পেয়ে যাবেন ২ গিগাবাইট এর সঙ্গে ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজের সঙ্গে ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। এই লাভা মোবাইল অ্যামাজনের অ্যাপে ৭০০০ টাকা।

Read more: বছরের সেরা ৪ টি সেলফি মোবাইল

লাভা এক্স ৫০ প্লাস

লাভা এক্স ৫০ প্লাস (Lava X50 Plus)

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

২ গিগাবাইট ও ৩২ গিগাবাইট (2 GB & 32 GB)

ডিসপ্লে (Display)

৫.৫ ইঞ্চি (5.5 inch)
প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

৮ মেগাপিক্সেল (8MP)

ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

৫ মেগাপিক্সেল (5 MP)
ব্যাটারি (Battery)

২৮০০ মিলিঅ্যাম্পিয়ার (2800 mAh)

অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড ৬.০ (Android 6.0)

 

  1. লাভা জেড ১০ ( Lava Z10):

লাভা জেড১০ স্মার্টফোনটি ২২ শে মার্চ ২০১৭ সালে লঞ্চ হয়েছিল। ৫ ইঞ্চি ডিসপ্লে এই মোবাইল ৭২০*১২৮০ পিক্সেল রেজল্যুশন এবং 1.3 GHz Quad কোর প্রসেস। এই স্মার্টফোনটি ২ গিগাবাইট র‍্যাম দ্বারা পরিচালিত। ২৬৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট স্টোরেজ করা যাবে। এই লাভা মোবাইল অ্যামাজনের অ্যাপে ৯২১৭ টাকা মাত্র।

Read more:  2019 আইফোন 11 ভারতে মূল্য, রিলিজ তারিখ এবং ফিচারস

লাভা জেড ১০ ( Lava Z10)

লাভা জেড ১০ ( Lava Z10)

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

২ গিগাবাইট ও ১৬ গিগাবাইট ( 2 GB & 16 GB)

ডিসপ্লে (Display)

৫ ইঞ্চি (5 Inch)

প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

৮ মেগাপিক্সেল (8 MP)

ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

৫ মেগাপিক্সেল (5 MP)

ব্যাটারি (Battery)

২৬৫০ মিলিঅ্যাম্পিয়ার (2650 mAh)

অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড ৬.০ (Android 6.0)

 

  1. লাভা এক্স ৩৮ (Lava X38):

লাভা এক্স ৩৮ ২০১৬ সালের ১৪ ই আগস্ট লঞ্চ হয়েছিল। এই লাভা মোবাইলে আপনি পেয়ে যাবেন ৭২০*১২৮০ পিক্সেল রেজল্যুশন এবং ৫ ইঞ্চ ডিসপ্লে। এই স্মার্টফোনটি 1 GHz Quad কোর এবং ১ গিগাবাইট র‍্যাম দ্বারা চালিত। এছাড়াও এই মোবাইলটিতে আপনি পেয়ে যাবেন ডুয়েল সিমের সঙ্গে ৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ। এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাওয়ার। লাভা এক্স৩৮ Android 6.0 OS দ্বারা চালিত হয়। আপনি বাজেট যদি কম থাকে তাহলে আপনার জন্য এটি সেরা চয়েস হবে। এই মডেলটি আপনি অনলাইনে মাত্র ৬৫০০ টাকায় পেয়ে যাবেন।

Read more:  ২০১৯ বেস্ট সেলফি ক্যামেরার সন্ধান

লাভা এক্স ৩৮

লাভা এক্স৩৮ (Lava X38)

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

২ গিগাবাইট ও ৮ গিগাবাইট (2 GB & 8 GB)

ডিসপ্লে (Display)

৫ ইঞ্চি (5 Inch)

প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

৮ মেগাপিক্সেল (8 MP)

ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

২ মেগাপিক্সেল ( 2 MP)

ব্যাটারি (Battery)

৪০০০ মিলিঅ্যাম্পিয়ার (4000 mAh)

অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড ৬.০ ওএস (Android 6.0 OS)

 


এখানে ১০০০০ টাকার মধ্যে লাভা মোবাইলের ৫ টি সেরা তালিকা দেওয়া হল। আপনার পছন্দ মতো এই তালিকা থেকে যেকোনো একটি বাছাই করে নিতে পারেন। আশা করব এই নিবন্ধ আপনাদের ভালো লাগবে।

Key point

কম দামে অ্যান্ড্রয়েড মোবাইলগুলির মধ্যে লাভা স্মার্ট ফোন অন্যতম।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ 

Q. স্মার্ট ফোনের মধ্যে লাভা কি ভালো হবে?

A. অ্যান্ড্রয়েড মোবাইল কম দামের কিনতে চাইলে লাভা ভালো চয়েস হবে।

Q. Lava X81 মোবাইলের দাম কত?

A. অনলাইনে Lava X81 মোবাইলের দাম ৭২৯৯ টাকা।

Q. Lava Z90 মোবাইলের দাম কত?

A. অনলাইনে Lava Z90 দাম ৮৮৫০ টাকা।

Q. Lava X50 Plus মোবাইলের দাম কত?

A. অনলাইনে ৭০০০ টাকায় পেয়ে যাবেন।

Q. Lava Z10 মোবাইলের দাম কত?

A. Lava Z10 মোবাইলের দাম ৯২১৭ টাকা।

Q. Lava X38 দাম কত?

A. Lava X38 দাম মাত্র ৬৫০০ টাকা অনলাইনে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here