১৫০০০ টাকার মধ্যে বছরের সেরা রেডমি মোবাইল

রেডমি মোবাইল

সূত্র :- image.dhgate . com

আমরা এর আগে সেরা লাভা মোবাইলের তালিকা আপনাদের জানিয়েছিলাম। বর্তমানে রেডমি মোবাইলের চাহিদা খুব বেশি। রেডমি মোবাইলের দুর্দান্ত ফিচারসের জন্য মানুষের পছন্দের তালিকায় স্থান নিয়েছেন। তবে রেডমি মোবাইল কেনার আগে জেনে নিতে হবে কোন মোবাইলের ফিচারস বেশি ভালো। অনেকেই বুঝে উঠতে পারেন না কোন রেডমি মোবাইল ফিচারস সবচেয়ে বেস্ট। তাই আপনাদের সমস্যা সমাধানের জন্য আমি এমন কয়েকটি রেডমি মোবাইলের সন্ধান আপনাদের জানাব যা পেয়ে যাবেন অসধারন ফিচারসের সঙ্গে এবং মাত্র ১৫০০০ টাকার মধ্যে। তাই আপনি যদি ১৫০০০ টাকার মধ্যে ভালো রেডমি মোবাইল কিনতে চান তাহলে আজকের এই নিবন্ধটি আপনার জন্য। আসুন জেনে নিই ১৫০০০ টাকার মধ্যে বছরের সেরা রেডমি মোবাইল এর তালিকা।

বছরের সেরা মোবাইলের তালিকাঃ

  1. শাওমি রেডমি নোট ৬ প্রো (Xiaomi Redmi Note 6 Pro):

শাওমি রেডমি নোট ৬ প্রো (Xiaomi Redmi Note 6 Pro)

Source:Instagram

রেডমি নোট ৬ প্রো ২২ নভেম্বর ২০১৮ সালে লঞ্চ হয়েছিল। এই স্মার্ট ফোনটিতে ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে এবং ১০৮০*২২৮০ পিক্সেল রেজল্যুশন রয়েছে। এই রেডমি মোবাইল বিভিন্ন রঙের পেয়ে যাবেন। এই অ্যান্ড্রয়েড ফোনটি 1.8 GHz Octa core দ্বারা চালিত। এছাড়াও এই মোবাইলটিতে আপনি পেয়ে যাবেন ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে পাশাপাশি ৪ গিগাবাইট র‍্যাম। মোবাইলটি ডুয়েল ক্যামেরা সঙ্গে হাজির হয়েছে। ফ্রন্ট ক্যামেরা ২০+২ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা ১২+৫ মেগাপিক্সেল। অনলাইনে মোবাইলটির দাম পড়বে মাত্র ১১৯৯৯ টাকা।

শাওমি রেডমি নোট ৬ প্রো (Xiaomi Redmi Note 6 Pro)

 

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

৪ গিগাবাইট এবং ৬৪ গিগাবাইট (4 Gb & 64 GB)

ডিসপ্লে (Display)

৬.২৬ ইঞ্চি /6.26 (1080 X 2280)

প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

১২+৫ মেগাপিক্সেল (12 + 5 MP)

ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

২০ +২ মেগাপিক্সেল (20 + 2 MP)

ব্যাটারি (Battery)

৪০০০ মিলিঅ্যাম্পিয়ার (4000 mAH)

অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড

  1. শাওমি রেডমি ওয়াই ২ (Xiaomi Redmi Y2):

শাওমি রেডমি ওয়াই ২ (Xiaomi Redmi Y2)

রেডমি ওয়াই ২ লঞ্চ হয়েছিল ২০১৮ সালের জুন মাসে। এটি 2 Ghz Octa core দ্বারা চালিত এবং ৫.৯৯ ইঞ্চি ডিসপ্লে। এছাড়া রেডমি মোবাইল ৭২০*১৪৪০ পিক্সেল রেজল্যুশন সঙ্গে হাজির হয়েছে। এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, ৩ জি, ৪ জি, জিপিএস, ওয়াই- ফাই, ব্লুটুথের সুবিধা। পাশাপাশি ৪এই স্মার্ট ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা। ১২+৫ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই মোবাইলটির দাম পড়বে মাত্র ৯৪২২ টাকা (অনলাইন)।

শাওমি রেডমি ওয়াই ২ (Xiaomi Redmi Y2)

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

৪ গিগাবাইট এবং ৬৪ গিগাবাইট (4 Gb & 64 GB)

ডিসপ্লে (Display)

৫.৯৯ ইঞ্চি / 5.99 (720 X 1440)

প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

১২+৫ মেগাপিক্সেল (12 + 5 MP)

ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

১৬ মেগাপিক্সেল (16 MP)

ব্যাটারি (Battery)

৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার (3080 mAH)

অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড

  1. শাওমি রেডমি নোট ৫ (Xiaomi Redmi Note 5):

শাওমি রেডমি নোট ৫ (Xiaomi Redmi Note 5)

রেডমি নোট ৫, ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল। এই রেডমি মোবাইল আপনি বিভিন্ন কালারে পেয়ে যাবেন অনলাইনে। এটি অ্যান্ড্রয়েড ৭.১ ওএস দ্বারা চালিত হয়। এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রাইমারী ফিচারস রয়েছে। মডেলটিতে ৫.৯৯ ইঞ্চ স্কিনের সঙ্গে ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ। পাশাপাশি ১২ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্ষমতা রয়েছে।

মোবাইলটি ১০৮০*২১৬০ পিক্সেল রেজল্যুশন এলসিডি ডিসপ্লের সঙ্গে হাজির হয়েছে এবং রয়েছে ৩ জি, ৪ জি, জিপিএস, ওয়াই- ফাই, ব্লুটুথের সুবিধা। রেডমি নোট ৫ মোবাইলটির অনলাইনে দাম পড়বে মাত্র ৯৯৯৯ টাকা।

শাওমি রেডমি নোট ৫ (Xiaomi Redmi Note 5)

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

৩ গিগাবাইট এবং ৩২ গিগাবাইট (3 Gb & 32 GB)

ডিসপ্লে (Display)

৫.৯৯ ইঞ্চি / 5.99 (1080 x 2160)
প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

১২ মেগাপিক্সেল (12 MP)

ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

৫ মেগাপিক্সেল (5 MP)
ব্যাটারি (Battery)

৪০০০ মিলিঅ্যাম্পিয়ার (4000 mAH)

অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড

  1. শাওমি রেডমি ৬ (Xiaomi Redmi 6):

শাওমিরেডমি ৬ (Xiaomi Redmi 6)

শাওমি রেডমি ৬ সেপ্টেম্বর মাসে ২০১৮ সালে লঞ্চ হয় এবং এটি অ্যান্ড্রয়েড ৮.১ ওএস দ্বারা চালিত হয়। এই রেডমি মোবাইল এর মডেলটি কয়েকটি কালারের পেয়ে যাবেন নীল, গ্রে, সোনালী এছাড়াও আরও কয়েকটি কালারের। রেডমি ৬ স্মার্ট ফোনটিতে ৩ জি, ৪ জি, জিপিএস এর সুবিধা রয়েছে এবং ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ক্ষমতা রয়েছে। পাশাপাশি ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইটে প্রসারিত করা যেতে পারে আছে। এই অ্যান্ড্রয়েড ফোনটি ৫.৪৫ ইঞ্চি এবং ৭২০*১৪৪০ রেজল্যুশন এলসিডি ডিসপ্লের সঙ্গে হাজির হয়েছে। প্রাইমারী ক্যামেরা ১২+৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল ফিচারস রয়েছে। এটি অনলাইনে আপনি মাত্র ৭৪৮৫ টাকায় পেয়ে যাবেন।

শাওমি রেডমি ৬ (Xiaomi Redmi 6)

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

৩ গিগাবাইট এবং ৩২ গিগাবাইট (3 Gb & 32 GB)

ডিসপ্লে (Display)

৫.৪৫ ইঞ্চ / 5.45 (720 x 1440)

প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

১২+৫ মেগাপিক্সেল (12 + 5 MP)

ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

৫ মেগাপিক্সেল (5 MP)

ব্যাটারি (Battery)

৩০০০ মিলিঅ্যাম্পিয়ার (3000 mAH)
অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড

 

  1. রেডমি ৬ প্রো (Redmi 6 Pro):

রেডমি ৬ প্রো (Redmi 6 Pro)

রেডমি ৬ প্রো ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল। যা অ্যান্ড্রয়েড ৮.১ ওএস দ্বারা চালিত। এতে ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে এবং ৫.৮৪ ইঞ্চ স্কিন ডিসপ্লে। এই রেডমি মোবাইলটি প্রাইমারী ক্যামেরা ১২+৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ৩ জি, ৪ জি, জিপিএস, ব্লুটুথ, ওয়াই-ফাই এর সুবিধা রয়েছে। অনলাইনে এই স্মার্ট মোবাইলটির দাম পড়বে মাত্র ৮৯৯৯ টাকা।

রেডমি ৬ প্রো (Redmi 6 Pro)

র‍্যাম এবং স্টোরেজ (Ram & Storage)

৩ গিগাবাইট এবং ৩২ গিগাবাইট (3 Gb & 32 GB)

ডিসপ্লে (Display)

৫.৮৪ ইঞ্চ / 5.84 (1080 X 2280)

 

প্রাইমারী ক্যামেরা (Primary Camera)

১২+৫ মেগাপিক্সেল (12 + 5 MP)
ফ্রন্ট ক্যামেরা (Front Camera)

৫ মেগাপিক্সেল (5 MP)

ব্যাটারি (Battery)

৪০০০ মিলিঅ্যাম্পিয়ার (4000 mAH)
অপারেটিং সিস্টেম (Operating System)

অ্যান্ড্রয়েড

১৫০০০ টাকার মধ্যে রেডমি মোবাইল এর এই তালিকাগুলি যদি আপনাদের ভালো লাগে এর থেকে যেকোনো একটি মোবাইল আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

প্রঃ রেডমি নোট ৬ প্রো দাম কত?

উঃ রেডমি নোট ৬ প্রো ১১৯৯৯ টাকার মধ্যে আপনি অনলাইনে পেয়ে যাবেন।

প্রঃ রেডমি ওয়াই ২ মোবাইলের দাম কত পাবে?

উঃ অনলাইনে রেডমি ওয়াই এর দাম পড়বে ৯৪২২ টাকা।

প্রঃ রেডমি নোট ৫ দাম কত?

উঃ এই মোবাইলটি ৯৯৯৯ টাকার মধ্যে পেয়ে যাবেন অনলাইনে।

প্রঃ শাওমি রেডমি দাম কত?

উঃ শাওমি রেডমি ৬ এর দাম পড়বে ৭৪৮৫ টাকা অনলাইনে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here