
টলিউডে সেরা জুটি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। গত বছর ছোট ইউভান এসেছে শুভশ্রীর কোলে। আজকাল প্রায়ই এই ছোট মিষ্টি ইউভানকে নিয়ে মাতামাতি হয় সোশ্যাল মিডিয়ায়। বলিউডে তৈমুরের মতোই টলিউডে ইউভান জনপ্রিয়।
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় এই খুদের ছবি পোস্ট করেন রাজ-শুভশ্রী। কিছুদিন মায়ের সাথে সাদা জ্যাকেট, মিকি টুপিতে পার্টিতে হাজির একরত্তি খুদে ইউভান। পার্টিতে তার খুনসুটির মুহূর্তের ছবি বেশ ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।
সম্প্রতি ঐতিহ্যবাহী পুরষ্কার ফিল্মফেয়ার আয়োজিত হয়েছিল ৩১ শে মার্চ। আর এই অনুষ্ঠানে কালো গাউন, খোলা চুল, ন্যুড মেক-আপে আকর্ষণীয় রূপে দেখা যায় অভিনেত্রীকে। আর এই লুকে ছোট ইউভানকে কোলে নিয়ে ফটোশুট করেছিলেন শুভশ্রী । ড্যাবড্যাবে চোখে ক্যামেরার দিকে তাকিয়ে মায়ের সাথে পোজ দিতে ব্যস্ত একরত্তি খুদে। তার এই ছবি নেটদুনিয়ায় নজর কাড়ে।