অভিনেত্রী অনুশ্রী দাসের পর এবার করোনায় আক্রান্ত দেশের মাটির নোয়া অর্থাৎ অভিনেত্রী শ্রুতি দাস ।ডাক্তারের পরামর্শ মতো রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। টলি পাড়ায় ক্রমশ ছড়িয়ে পড়ছে করনাভাইরাস।
অভিনেত্রী শ্রুতি দাস জানান, “২ এপ্রিল, যখন আমাকে সেটে কফি দেওয়া হয়েছিল, তখন আমি গন্ধ পাচ্ছিলাম না। আমি সঙ্গে সঙ্গে নিজে আলাদা হয়ে যাই। আমি বাকি শুটিং সেটের বাইরে আলাদা হয়ে। শুটিং শেষ করেই আমি বাড়ি ফিরে আসি। পরের দিন কোভিড পরীক্ষা করি”।
নোয়া আরও জানান “গত সপ্তাহে COVID-19-র পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। আমি এখনও গন্ধ পাচ্ছি না এবং কাশি রয়েছে। তবে আমি জানি আরও কিছুদিন সময় লাগবে সুস্থ হতে”। সুস্থও হওয়ার পরই আবার শুটিংয়ে ফিরে যাবেন অভিনেত্রী।