Save drive save life | সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প

save drive safe life

সূত্রঃ- ibgnews . com

Save Drive Save Life In Bengali

দিনের পর দিন মানুষের মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। তার মধ্যে 70% মৃত্যুর একমাত্র কারণ Accident (দুর্ঘটনা) । দুর্ঘটনার জন্য হাজার মানুষকে হারাতে হছে আমাদের। তার একমাত্র কারন অসতর্কতা । নিজেরা একটু সচেতন হলেই আমরা দুর্ঘটনার কবল থেকে নিজেদের রক্ষা করতে পারি । এর জন্যই ২০১২ সালে রাজ্য সরকার সড়ক দুর্ঘটনা (Road Accidents) কমাতে Save drive save life | সেফ ড্রাইভ সেভ লাইফ Prakalpa এর মাধ্যমে প্রচারঅভিযান চালু করেন।

Save drive save life | সেফ ড্রাইভ সেভ লাইফ উদ্যোগটি মানুষের মধ্যে সাবধানে গাড়ি চালিয়ে জীবন বাঁচানোর সচেতনতা বৃদ্ধি করার জন্য শুরু করা হয় । এই পরিকল্পনার মাধ্যমে রাস্তায় দুর্ঘটনার সংখ্যা হ্রাস পেয়েছে 19.5২ শতাংশ। শতাংশ কম হয়েছে। আজকের এই নিবন্ধে Save drive save life সম্পর্কে আলোচনা করব।

save drive safe life 1

সূত্রঃ-  cloud.millenniumpost . in

সেফ ড্রাইভ সেভ লাইফ কি (What is Save Drive Save Life)?

Save drive save life | সেফ ড্রাইভ সেভ লাইফ রাজ্য সরকারের একটি কর্মসূচি উদ্যোগ। এই পরিকল্পনায় জনসাধারণকে সচেতন করাই মূল লক্ষ্য । আমাদের রাজ্য রাস্তা আমাদের জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ। দৈনিক জীবনে স্কুল, অফিস, বাজার অথবা অন্যান্য কারনে যাতায়াতের জন্য রাস্তা ব্যবহার করতে হয়। প্রত্যেকটি মানুষের জীবন জড়িয়ে রয়েছে এর মধ্যে । সড়ক নিরাপত্তা একটি অপরিহার্য অংশ হল Save Drive । তাই Accident এর প্রভাব এড়াতে Save drive save life প্রচার অভিযানের মাধ্যমে মানুষের জীবনের গুরুত্ব বোঝাতে চেয়েছেন।

s2

সূত্রঃ- sbstc.co . in

সুপারিশ নিবন্ধন :-

সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের উদ্দেশ্যে (Intention Of Save drive save life) 

সেফ ড্রাইভ সেভ লাইফ Prakalpa এর উদ্দেশ্যে হল মানুষের জীবন বাঁচানো। Save drive save life | সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতিটি গাড়ি চালকদের গাড়ির চালানোর সময় হেলমেট পড়ার নির্দেশ দেন । চালক এবং আরোহী উভয়ই হেলমেট পড়া উচিত এবং সেইসঙ্গে পথ চলিত মানুষদের ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন রাস্তা পারাপার করার সময়। মানুষের দাম সময়ের চেয়ে বহুগুণ বেশি তাই পথ দুর্ঘটনায় মৃত্যু আটকাতে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই Prakalpa

এই প্রচারঅভিযানের মাধ্যমে দুচাকা এবং চারচাকা গাড়ির গুলিতে Save drive save life | সেফ ড্রাইভ সেভ লাইফ এর স্টিকার লাগানো হয়েছে এবং বাড়ানো হয়েছে সতর্কতা। ট্রাফিক আইন না মেনে চললে জরিমানার শাস্তি হতে পারে । এই Prakalpa বাস্তবায়িত করার জন্য প্রচারে নেমেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। রাস্তায় স্পিড ব্রেকার ও হাম্প বসানো হয়েছে গাড়ির গতি কমানোর জন্য। স্কুল পড়ুয়াদের মাধ্যমেও এই প্রচারভিযান করা হয়েছে। পরবর্তীকালে এই Prakalpa এর সাফল্যে পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই Prakalpa এর নাম রাখেন স্লো ড্রাইভ সেভ লাইফ (Slow Drive Save Life)।

সারকথাঃ

Save drive save life কথার অর্থ হল নিরাপদে গাড়ি চালান এবং জীবন বাঁচান।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

প্রঃ Save drive save life Prakalpa এর সুবিধা কি?

উঃ Save drive save life Prakalpa এর মাধ্যমে Road Accident এর ঝুঁকি কম হবে।

প্রঃ Save drive save life কবে চালু করা হয়?

উঃ Save drive save life ২০১২ সালে চালু করা হয়।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here