
সদ্যই ৭ মাসে পা দিয়েছে রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের একমাত্র কন্যা আইরা। এতটুকু বয়সেই সোশ্যাল মিডিয়ায় চর্চার শিরোনামে ছোট্ট আইরা। এখন থেকেই বাবা-মায়ের সাথে রিলস’এ স্ক্রিন শেয়ার করতে দেখা যায় খুদে একরত্তিকে। মেয়ে বাবার নয়নের মণি হলেও বাবা রাহুলকে দেখে মুখ ঘুরিয়ে নিল ছোট্ট আইরা।
তবে বাবার উপর অভিমান থেকেই কি বাবার থেকে মুখ ফেরাল আইরা? এদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই অবাক হয় নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে, বাবা বারবার ডাকলেও মুখ ঘুরিয়ে নিচ্ছে আইরা। আদতে কিছুই না, প্রায়সময়ই চলতে থাকে বাবা-মেয়ের খুনসুটি। বাবার সাথে দুষ্টুমি করতে যে ভালোই মজা পায় একরত্তি তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে।
এখন একবছরও হয়নি। আর এই বয়সেই খেলার ছলে দুষ্টুমিতে মেতে উঠেছে রাহুল কন্যা। সম্প্রতি বারিতেই ধুমধাম করে মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান করে রাহুল-প্রীতি।
View this post on Instagram