শাড়ির সঙ্গে মানানসই চুলের খোপার ডিজাইন

আপনি কি যেকোনো অনুষ্ঠানে শাড়ি পড়তে খুব পছন্দ করে। কিন্তু শাড়ির সঙ্গে ইউনিক দেখাতে চাই একটি মানানসই খোপা । সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ফ্যাশন আর সঙ্গে তাল মিলিয়ে বদল হছে স্টাইলিশ খোপার ধরণ। চুলের খোপা মানেই খুব জটিল তা ভাবার কারণ নেই। বাড়িতে বসেই আপনি করে নিতে পারবেন এই সহজ এবং নিত্যনতুন স্টাইলিশ খোপা আপনি যদি কোন স্পেশাল অনুষ্ঠানের জন্য শাড়ি পড়বেন ঠিক করেন। তাহলে এই নিবন্ধন থেকে জেনে নিন নিত্যনতুন স্টাইলিশ খোপা করার নিয়ম । নীচে চুলের খোপার ডিজাইন রইল।

চুলের খোপার ডিজাইন

Source

চুলের খোপার ডিজাইন (Hair bun design)

চুল হল যেকোনো মেয়েদের কাছে সৌন্দর্যের মূল্যবান অংশ। তাই প্রতেকে এটি খুব যত্নে রাখে। চুলের খোপা হল চুল বাঁধার সুন্দর একটি হেয়ার ডিজাইন বর্তমানে বিভিন্ন ধরণের খোপার ডিজাইন রয়েছে যা দেখতে ইউনিক।

আরও পড়ুন । মহিলাদের জন্য সহজ চুল বাঁধার পদ্ধতি

শাড়ির সঙ্গে মানানসই চুলের খোপার ডিজাইন

Source

শাড়ির সঙ্গে মানানসই চুলের খোপার ডিজাইন (Hairstyles to match the saree)

খোপার ভিন্ন রকমের ডিজাইন আছে । এক একধরণের খোপা  এক একধরণের পোশাকের সঙ্গে মানানসই। আবার কিছু কিছু খোপা রয়ছে যা দেখতে তো স্টাইলিশই সঙ্গে সব ধরণের পোশাকের সঙ্গে মানায়।

আরও পড়ুন । জেনে নিন কেমন ভাবে সঠিক পদ্ধতিতে করবেন রাতের পার্টি মেকআপ

  • চুলের খোপার ডিজাইন রোপ ব্রেইড  (Hair bun design rope braid)

চুলের খোপার ডিজাইন রোপ ব্রেইড  (Hair bun design rope braid)

Source

রোপ ব্রেইড খোপাটি যেকোনো শাড়ির সঙ্গে বেশ মানানসই । দেখতেও বেশ ইউনিক লাগে।

  1. প্রথমে চুল ভালো করে আঁচড়ে পিছনের দিকে নিন।
  2. এবার ব্যান্ডের সাহায্য মাথার নীচের দিকে একটি পনি টেইল বেঁধে নেবেন।
  3. এবার বেঁধে রাখা চুল দুই ভাগ করে নিয়ে দুই অংশে বেণি করে নেবেন।
  4. এবার বেণি দুটি হাত দিয়ে গোল করে খোপার মতো পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন।

যাদের মুখটা গোল, তারা সামনের দিকে পাফ করে নিতে পারেন এবং যাদের চাওড়া তারা সামনে একটু চুল ছেড়ে সাইড সিঁথি করে নেবেন।

আরও পড়ুন । জেনে নিন দিনের পার্টি মেকআপ কেমন করে করতে হয়

  • চুলের খোপার ডিজাইন ফ্রেঞ্চ রোল (Hairstyles Design French Roll)

চুলের খোপার ডিজাইন ফ্রেঞ্চ রোল (Hairstyles Design French Roll)

Source

এই ধরণের খোপাগুলি খুব স্টাইলিশ এবং ইউনিক। পার্টিতে শাড়ি পড়ার পরিকল্পনা থাকলে এই ধরণের খোপা ট্রাই করতে পারেন । নীচে ফ্রেঞ্চ রোল খোপা নিয়ম রইল –

  1. প্রথমে মাথার চুলগুলি আঁচড়ে মাথার ডান সাইডে নিয়ে আসুন এবং হেয়ার ক্লিপ দিয়ে আটকে নেবেন।
  2. এবার ডান দিকে বেঁধে রাখা চুল ধীরে ধীরে গুটিয়ে রোল করে নেবেন।
  3. রোলটি খোপার মতো করে মাথার মাঝখানে নিয়ে আসুন এবং হেয়ার ক্লিপ দিয়ে ভালোভাবে আটকে নিন যাতে খুলে না যায় । তাহলেই রেডি আপনার ফ্রেঞ্চ রোল খোপা।

আরও পড়ুন । নেইল আর্টঃ ভিন্ন ধরনের নেইল আর্ট ডিজাইন

  • চুলের খোপার ডিজাইন ফুলের খোপা (Hairstyles Design flower bun)

hair-4

Source

ছোট চুলে অনেকেই মনে করে খোপা বাঁধলে দেখতে বাজে লাগে। কিন্তু এমন কয়েকটি খোপা রয়েছে যা ছোট চুলের সঙেও মানানসই । এই ধরণের খোপাগুলি ছোট চুলের জন্য দুর্দান্ত। শাড়ির সঙ্গে তো মানানসই শালোয়ার কামিজের সঙেও মন্দ লাগবে না।

  1. প্রথমে ভালো করে চুল আঁচড়ে পিছনে নিয়ে মাথার ঠিক মাঝখানে শুরু রাবার দিয়ে পুরো চুলটা বেঁধে নেবেন।
  2. এবার বেঁধে রাখা পনিটেইল থেকে মাঝখান কিছুটা চুল নিয়ে মুড়িয়ে ক্লিপ দিয়ে আলাদা করে রাখুন।
  3. এবার চারপাশে অবশিষ্ট চুলগুলি থেকে একটি অংশ নিয়ে ( ছবি অনুসরণ করুন) আঙ্গুল দিয়ে ধীরে ধীরে রোল করে ক্লিপ দিতে আটকে নিন । ঠিক একই রকম ভাবে বাদবাকি চুলগুলি ছোট ছোট অংশ করে রোল করে বেঁধে নেবেন।
  4. এবার মাঝখানে মুড়িয়ে রাখা চুলটি নিয়ে ছোট ছোট তিনটি ভাগ করুন । এবার প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে রোল করে মাঝখান লাগিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন ঠিক যেমনভাবে ছবিতে রয়েছে।

আরও পড়ুন । ভারতীয় মহিলাদের জন্য সেরা ৫ টি ট্র্যাডিশনাল পোশাক

আশা করব খোপার এই স্টাইলগুলি আপনাদের পছন্দ হবে। এবার নিজের পছন্দমতো খোপা বেছে নিয়ে বিশেষ দিনে হয়ে উঠুন পরিপূর্ণ।

Key point: খোপা তো ভিন্ন ধরণের হয়। শাড়ির সঙ্গে খোপা সবচেয়ে বেশি  পারফেক্ট ।

আরও পড়ুন । ব্রাইডাল মেকআপ করার জন্য কিছু টিপস

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

Q. চুলের খোপা কোন কোন পোশাকের সঙ্গে মানায়? 

A. চুলের খোপা বিশেষ করে শাড়ির সাথে বেশি মানায় তবে লং ড্রেসের সাথেও মানানসই।

Q. রোপ ব্রেইড খোপা কোন শাড়ির সাথে মানাবে? 

A. রোপ ব্রেইড খোপা যেকোনো শাড়ির সাথে মানায়।

Q. ফ্রেঞ্চ রোল কোন শাড়ির সঙ্গে মানাবে? 

A. ফ্রেঞ্চ রোল পার্টি টাইপ শাড়ি সঙ্গে মানাবে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here