মহিলাদের জন্য সহজ চুল বাঁধার পদ্ধতি

চুল বাঁধার পদ্ধতি

সূত্র :- i.ytimg . com

বর্তমানে মহিলারা সাজতে খুব পছন্দ করেন। বিয়েবাড়ি হোক, পার্টি হোক, জন্মদিনে অনুষ্ঠান হোক বা ঘুরতে যাওয়াই বলুন সব জায়গাতেই মহিলারা সেজেগুজে যেতে বেশ ভালোবাসেন। কিন্তু পারফেক্ট সাজের সঙ্গে পারফেক্ট হেয়ার স্টাইলও কিন্তু দরকার। যে কোনও অনুষ্ঠানে চুল বাঁধা যেন ফ্যাশন ট্রেন্ড হয়ে উঠেছে। এখনকার দিনে নারীরা সুন্দরভাবে চুল বাঁধার জন্য পার্লারে যায় বা কোনও বিউটিশিয়ান খোঁজ করে। যার জন্য আমাদের অর্থও ব্যয় হয়। আপনি ঘরে বসেই নিজে যে কোনও অনুষ্ঠানের জন্য চুল বেঁধে ফেলতে পারেন। এতে আপনার টাকাও সঞ্চয় হবে এবং স্টাইলিশ লুকস পেয়ে যাবেন। কিন্তু তার জন্য জানতে হবে চুল বাঁধার পদ্ধতি।

তাই আজ এখানে মহিলাদের জন্য কিছু স্টাইলিশ হেয়ার স্টাইল রাখব যা যেকোনো অনুষ্ঠানের জন্য মানানসই এবং আপনি আপনার মন মতো হেয়ার স্টাইলটিও চয়েস করতে পারবেন। তাহলের আসুন দেখে নিই মহিলাদের জন্য সহজ চুল বাঁধার পদ্ধতি ।

চুল বাঁধার বিভিন্ন পদ্ধতি 

চুল বাঁধার পদ্ধতি ১

চুল বাঁধার পদ্ধতি ১

সূত্র :- i.ytimg . com

শক বানঃ

বান হেয়ার স্টাইল সবার খুব পছন্দের। এটি বরাবরই স্টাইলিশ লুকস দেয়। এই ধরনের বান খুব সিম্পল এবং সহজ। পার্টি বা যেকোনো জায়গায় বেশ মানানসই।

শক বান করার পদ্ধতিঃ

  1. প্রথমে চুল ভালোভাবে আঁচড়ে নিন।
  2. উঁচু করে একটি পনি টেইল বেঁধে নিন।
  3. একটি স্পঞ্জের ব্যান্ড নিয়ে বেঁধে রাখা চুলের মধ্যে ঢোকান।
  4. এবার ব্যান্ডটি চুলের শেষ অংশ বা প্রান্তে নিয়ে আসুন।
  5. এবার ব্যান্ডটি পুরো চুলের সঙ্গে ধীরে ধীরে মুড়িয়ে খোঁপার আকৃতি করে নিন।
  6. চুল মোড়ান হয়ে গেলে হেয়ার ক্লিপ নিয়ে খোঁপার চারিদিকে ভালোকরে লাগিয়ে নিন যাতে খুলে না যায়। ব্যাস আপনার শক বান রেডি। যেকোনো ওয়েস্টার্ন ড্রেস বা পার্টিতে করে নিতে পারেন এই হেয়ার স্টাইলটি।

চুল বাঁধার পদ্ধতি

চুল বাঁধার পদ্ধতি ২

লো সাইড বানঃ

সাইড বান খুব সুন্দর একটি হেয়ার স্টাইল। লো সাইড বান দেখতে বেশ স্টাইলিশ এবং ইউনিক। করতে বেশি কঠিন নয়। যেকোনো শাড়ি অথবা লং ড্রেসের সঙ্গে বেশ মানানসই। পাশাপাশি যেকোনো জায়গায় আপনি এই হেয়ার স্টাইলটি ট্রাই করতে পারেন।

লো সাইড বান করার পদ্ধতিঃ

  • প্রথমে ভালোভাবে চুল আঁচড়ে নিন।
  • মাথার একপাশে সিঁথি করে নিন।
  • এবার সমস্ত চুল ঘাড়ের ডানদিকে একসাইডে এনে বেধে নিন ব্যান্ড দিয়ে।
  • এবার রাখা চুল থেকে ছোট ছোট অংশ নিয়ে পেঁচিয়ে ক্লিপ দিয়ে আটকে নিন।
  • বাকি চুলও ছোট ছোট অংশ করে পেঁচিয়ে বেধে নিন একই পদ্ধতিতে। তাহলে লো সাইড বান রেডি। এবার যেকোনো অনুষ্ঠানে ক্যাজুয়াল পোশাকের সঙ্গে মানাবে।

চুল বাঁধার পদ্ধতি

চুল বাঁধার পদ্ধতি ৩

মেসি বানঃ

মেসি বান খুব সহজ একটি হেয়ার স্টাইল। যা সহজেই বাড়ি বসে করে নিতে পারবেন এবং যেকোনো ক্যাজুয়াল পোশাকের মানানসই।

মেসি বান করার পদ্ধতিঃ

  • প্রথমে ভালোকরে হাত আঙ্গুলের সাহায্য চুল আঁচড়ে নিন।
  • এবার উঁচু করে একটি পনিটেইল বেঁধে নিন।
  • এবার বাকি চুল হাতের সাহায্য পেঁচিয়ে বানের মতো গোল করে কিল্পের দিয়ে আটকে দিন।
  • মাথার সামনে দুপাশে চুল লক্সের মতো বের করে নিন।

চুল বাঁধার পদ্ধতি ৪

চুল বাঁধার পদ্ধতি ৪

ফিশ টেইল ব্রেইডঃ

এই ধরনের হেয়ার স্টাইল বেণীর মতো দেখতে লাগে কিন্তু ইউনিক লুকস আনে। এই ধরনের হেয়ার স্টাইলটা করাও খুব একটা কঠিন নয়। যেকোনো ধরনের শাড়ি বা ফ্রক বা লঙ ড্রেসের সঙ্গে ভালো মানাবে।

ফিশ টেইল ব্রেইড করার পদ্ধতিঃ

  • প্রথমে চুল আঁচড়ে নিন।
  • এবার মাথার এক সাইড করে সিঁথি করে নিন।
  • এবার পুরো চুল নিয়ে ব্যান্ডের সাহায্য পনিটেইল বেঁধে নিন।
  • বেঁধে রাখা পনি টেইল থেকে চুল দুইভাগ করে ফিশ টেইল বেনুনি করে নিন।
  • চুলের আগায় ২ ইঞ্চ মতো চুল ছেড়ে হেয়ার ব্যান্ড বেঁধে নিন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here