Samabyathi prakalpa In Bengali
রাজ্য সরকার বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে রাজ্যের দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সাধারণ মানুষের উদ্দেশ্যে বিভিন্ন prakalpa চালু করা হয়েছে। সরকার দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আরও একটি প্রকল্প চালু করেছেন, যার নাম Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প। শোকাহত পরিবারের জন্য চালু করা হয়েছে এই prakalpa।
পরিবারের খুব আপনজন, আত্মীয়স্বজন অথবা নিকটবর্তী প্রতিবেশী মৃত্যু হলে পরিবারে শোকের ছায়া তো নামেই পাশাপাশি আরও একটি চিন্তা মনে জাগে (বিশেষ করে অসহায় দরিদ্র পরিবার) পারলৌকিক ক্রিয়াকর্ম খরচ জোগাড়। তাই তাদের কথা ভেবেই এবার রাজ্য সরকারের নতুন প্রচেষ্টা পাশে দাঁড়ানোর। Samabyathi prakalpa/সমব্যথী প্রকল্প এর মাধ্যমে পারলৌকিক ক্রিয়াকর্ম অথবা কবর দেওয়ার খরচের আর্থিক সাহায্য দান করবে রাজ্য সরকার। কিন্তু সমব্যথী প্রকল্প কি এবং কিভাবে পাবেন এই আর্থিক অনুদান জেনে নিন আজকের এই নিবন্ধ থেকে। আজকের এই Article আমরা Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প এর বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাব।
আরও পড়ুন । Pathasathi prakalpa।পথসাথী প্রকল্প এর সুবিধা
সমব্যথী প্রকল্প কি (What Is Samabyathi prakalpa)
Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প ২০১৬ সালে রাজ্যে সরকারের অধীনে চালু করা একটি prakalpa এই prakalpa এর হাত ধরে সাধারন মানুষের বিপদের সময় পাশে থাকছেন রাজ্য সরকার। পরিবারের বা খুব আপনজনের মৃত্যুর পারলৌকিক ক্রিয়াকর্ম খরচ অথবা কবর দেওয়া খরচের জন্য আর্থিক অনুদান দেবে সরকার। অসহায় মানুষদের দুঃসময়ে তাদের পাশের দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই ছিল এই prakalpa এর মূল উদ্দেশ্যে।
আরও পড়ুন । Sishu Aloy Prakalpa ।শিশু আলয় প্রকল্প কি?
এই prakalpa এর মাধ্যমে দুস্থ পরিবারের কোন ব্যক্তির মৃত্যুর পর শবদেহ সৎকার বা কবর দেওয়া খরচ, পারলৌকিক ক্রিয়াকর্ম বা অন্যান্য রীতি পালনের জন্য পরিবার বা মৃত ব্যক্তির কাছের কোন প্রিয়জনকে সরকার থেকে এককালীন ২০০০ টাকা আর্থিক অনুদান প্রদান করবে । এই পরিকল্পনা চালু হওয়ার পর থেকে ২5,478 টি পরিবার উপকৃত হয়েছে এবং 5.1 কোটি টাকা বরাদ্দ হয়েছে।
আরও পড়ুন । Sishu Sathi Prakalpa।শিশু সাথী প্রকল্প এর বিস্তারিত তথ্য
সমব্যথী প্রকল্পের সুবিধা (Benefits Of Samabyathi prakalpa)
- পরিজন হারা পরিবারের পাশে সরকার সমব্যথী হয়ে দাঁড়াবে এই prakalpa এর মাধ্যমে।
- এই prakalpa এর অধীনে মৃত্যুর পর শবদেহ সৎকার, পারলৌকিক ক্রিয়াকর্ম বা অন্যান্য রীতিনীতি, এবং কবরের খরচের জন্য এককালীন ২০০০ টাকা অনুদান পাওয়া যাবে রাজ্য সরকারের কাছ থেকে।
- এককালীন ২০০০ টাকা অনুদান মৃত ব্যক্তির খুব কাছের কোন আত্মীয়কে দেওয়া হবে।
সমব্যথী প্রকল্পের জন্য যোগ্যতা (Eligibility For Samabyathi prakalpa)
Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প এর জন্য যেসমস্ত যোগ্যতাগুলি প্রয়োজন সেগুলি হল-
- এই prakalpa এর সুবিধা শুধুমাত্র কোন ব্যক্তি মারা যাওয়ার পর তার পারলৌকিক ক্রিয়াকর্ম জন্যই পাবে।
- মৃতের পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- মৃত ব্যক্তির শেষকৃত বা কবর দেওয়ার কাজ পশ্চিমবঙ্গের মধ্যেই করাতে হবে।
- মৃত ব্যক্তির পরিবারকে আর্থিকভাবে দুস্থ অথবা দুর্বল হতে হবে।
আরও পড়ুন । Lokprasar prakalpa।লোকপ্রসার প্রকল্প এর সুবিধা
সমব্যথী প্রকল্পের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Application Documents Required)
Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প এর আবেদনের জন্য যেসমস্ত প্রয়োজনীয় Documents নীচে দেওয়া হল-
- মৃত্যু ব্যক্তি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র।
- এই prakalpa এর আবেদন জন্য মৃত ব্যক্তির পরিবারকে বা তার নিকট প্রতিবেশীকে মৃত ব্যক্তির প্রমাণের সকল কাগজপত্র জমা করতে হবে।
আরও পড়ুন । Gatidhara Prakalpa।গতিধারা প্রকল্প এর জন্য আবেদন কীভাবে করবেন?
How To Apply For Samabyathi prakalpa?
আপনাকে এই prakalpa এর জন্য Apply করবেন কীভাবে তা নীচে দেওয়া হল-
- আপনি যদি পঞ্চায়েত এলাকায় বাস করেন তাহলে তাহলে গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হবে আবেদন করার জন্য এবং আপনি যদি পৌর এলাকায় বসবাস করেন তাহলে আপনাকে Municipality অফিসে যেতে হবে যোগাযোগের জন্য।
- সেখানে গিয়ে শ্মশান অথবা কবরেস্থানে সাদা কাগজে মৃত্যুর প্রমাণপত্র সহ Apply করলেই আপনি সমব্যথী প্রকল্পের অধীনে অনুদান পাবেন।
দরিদ্র পরিবার যারা শবদেহ সৎকার, পারলৌকিক ক্রিয়াকর্মের খরচ চালানো জন্য চিন্তায় পড়েন তারা চাইলে এই prakalpa এর জন্য আবেদন করতে পারেন।
আরও পড়ুন । Khadya Sathi Prakalpa। খাদ্য সাথী প্রকল্প এর বিস্তারিত তথ্য
Key point
মৃত ব্যক্তির নিকটাত্মীয় না থাকলে তার নিকট প্রতিবেশী আবেদন করতে পারবেন।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
প্রঃ Samabyathi prakalpa এর Benefit কি?
উঃ Samabyathi prakalpa।সমব্যথী প্রকল্প এর মাধ্যমে পরিজন হারা বা তার নিকট প্রতিবেশী মৃত ব্যক্তির শবদেহ সৎকার, পারলৌকিক ক্রিয়াকর্ম বা অন্যান্য রীতিনীতি অথবা কবর দেওয়ার জন্য সরকারের কাছ থেকে এককালীন ২০০০ টাকা অনুদান পাবেন।
প্রঃ Samabyathi prakalpa এর জন্য কত টাকা অনুদান পাওয়া যাবে?
উঃ এই prakalpa এর জন্য আর্থিক 2000 টাকা অনুদান পাওয়া যাবে।
প্রঃ Samabyathi prakalpa এর জন্য কারা Apply করতে পারবে?
উঃ এই prakalpa এর জন্য West Bengal বাসিন্দা তার আপনজনের মৃত্যুর সৎকার এবং পারলৌকিক ক্রিয়াকর্ম জন্য Apply করতে পারবে।
প্রঃ Samabyathi prakalpa এর Apply করার জন্য কি কি Documents লাগবে?
উঃ মৃত ব্যক্তি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র এবং মৃত্যুর প্রমানের সমস্ত কাগজপত্র।
প্রঃ যারা পঞ্চায়েত এলাকায় থাকে তারা কীভাবে Apply করবে?
উঃ যারা পঞ্চায়েত এলাকায় বাস করে তাদের পঞ্চায়েত অফিসে গিয়ে মৃত ব্যক্তির প্রমাণপত্র সহ সাদা কাগজে Application করতে হবে।
প্রঃ Samabyathi prakalpa কি শুধুমাত্র মৃত ব্যক্তির সৎকারের জন্যই পাওয়া যাবে?
উঃ হ্যাঁ, এই prakalpa শুধুমাত্র মৃত ব্যক্তির শবদেহ সৎকার, পারলৌকিক ক্রিয়াকর্ম এবং অন্যান্য রীতিনীতি পালনের জন্য পাওয়া যাবে।
Sir from ta kothay pabo?
মিউনিসিপালটি অফিসে গিয়ে মৃত্যুর প্রমাণপত্র সহ দরখাস্ত করতে হবে এই প্রকল্পের টাকা পাওয়া জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের নিবন্ধটি মনোযোগ সহকারে পড়ার জন্য।
সমব্যথী প্রকল্পের টাকা নিলে কোন কোন কথাগুলো খেয়াল রাখতে হবে। পরে কি অসুবিধে হয় ।
এই প্রকল্পের টাকা শুধুমাত্র মৃত ব্যক্তি সৎকারের জন্য পাওয়া যায়। পরিবারের কোনও ব্যক্তি মারা গেলে তার সমস্ত প্রমান আপনি দিতে পারেন তাহলে এই প্রকল্পের টাকা পাবেন। সেক্ষেত্রে পরে কোনও অসুবিধে হয় না।
মাননীয়/ মাননীয়া মহাশয়, গত ২ রা মার্চ ২০১৯ আমার মা মারা গেছেন আমি কি এখন এত দেরি হওয়ার পর আবেদন করতে পারি?
এই প্রকল্পের টাকা যিনি মারা যান তাঁর সৎকারের জন্য দেওয়া হয়। যেহেতু দেরি হয়ে গেছে সম্ভবত আপনি এই প্রকল্পের অধীনে নাও আসতে পারেন।