প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং দান করলেন ৫০ লাখ টাকা

yuvi

দেশের পরিস্থিতি মোকাবিলা এবং দুঃস্থদের সহায়তায় সরকারের পাশে এসে দাঁড়িয়েছে গোটা দেশ। বর্তমান ক্রিকেটারদের পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও প্রধানমন্ত্রী কেয়ারস তহবিলে দান করেছেন। সম্প্রীতি প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংও সহায়তার হাত বাড়িয়ে দিলেন। করোনা মহামারী মোকাবিলায় রবিবার প্রধানমন্ত্রী-কেয়ারস তহবিলে ৫০ লক্ষ টাকা টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন যুবরাজ সিং।

আরও পড়ুন । কোভিড-১৯ ত্রানে ৪০০ কোটি অনুদান দিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ

যুবরাজ তার টুইটার লিখেছিলেন, ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ালে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। আমি আজ রাতে 9 মিনিটের জন্য 9 মিনিটের জন্য একটি মোমবাতি জ্বালাব।  আপনি কি আমার সাথে আছেন?”  এইদিনে আমি প্রধানমন্ত্রী কেয়ারস ফান্ডে ৫০ লাখ থাকা দান করেছি। দয়া করে আপনারাও করুন।

আরও পড়ুন । ত্রাণ তহবিলে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল রণবীর ও দীপিকা

দেশজুড়ে ৩০০০ এর বেশি মানুষ সংক্রামিত। প্রাণহানির শিকার মহামারীটির বিরুদ্ধে লড়াইয়ের জন্য জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।মোদীর আবেদনের পর থেকে অনেক ক্রীড়া ব্যক্তি এগিয়ে এসেছেন এবং দেশের মানুষকে তাদের বাড়ির বারান্দায় নয় মিনিটের জন্য লাইট বন্ধ করে মোমবাতি জ্বালান।

আরও পড়ুন । করোনা মোকাবিলায় কোন সেলিব্রেটিরা অনুদান দিলেন দেখে নিন

[“সূত্রঃ- timesofindia.indiatimes.com“]  

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here