গরম তো এসেই গেল। ত্বকের কি হবে ভেবে দেখছেন? অতিরিক্ত রোদের কারণে আমাদের ত্বকের তো নাজেহাল অবস্থা হয়ে যাবে। সান ট্যান তো আছেই সঙ্গে ত্বক হয়ে উঠবে নিস্তেজ। তাই ত্বকের কিন্তু চাই বাড়তি যত্ন। গরমে ত্বক যাতে উজ্জ্বল থাকে তার জন্য আমরা অনেক কিছুই করে থাকি তবে সেই কেমিক্যাল প্রোডাক্টের হাত ধরে। যার ফলে ত্বকের পরিচর্যার বদলে আরও ক্ষতি করে ফেলি। ঘরোয়া পদ্ধতি ত্বক উজ্জ্বল করার উপায় আমাদের হাতের কাছে থেকেও আমরা ব্যবহার করি না।
আবার অনেক সময় ব্যবহার করার সঠিক পদ্ধতি জানা থাকে না বা ত্বক উজ্জ্বল করার উপায় জানা থাকে না। তাই আজকের এই নিবন্ধ আমি আপনাদের সঙ্গে গরমেও কীভাবে ত্বক উজ্জ্বল রাখবেন তার টিপস শেয়ার করলাম। আসুন জেনে নিন গরমে ত্বক উজ্জ্বল করার উপায়।
গরমে ত্বক উজ্জ্বল করার উপায়
• সানস্ক্রিন লাগানঃ
ত্বক কালো হওয়ার থেকে সুরক্ষিত করতে চাইলে আমাদের সূর্যের আলোর থেকে দূরে থাকা উচিত। ত্বক কালো হয়ে যাওয়া এবং ট্যান সবচেয়ে বেশি গরমে সূর্যের ক্ষতিকারক রশ্মির জন্য হয়ে থাকে। তাই বাইরে যাওয়ার আগেই অবশ্যই সানস্ক্রিন লাগতে ভুলবেন না। ত্বক ভালো রাখার জন্য সবচেয়ে জরুরী আমাদের এই কাজটা করা। কমপক্ষে 30SPF সানস্ক্রিন ব্যবহার করুন।
টুপি বা স্টোল ব্যবহার করুনঃ
সূত্র:- ae01.alicdn . com
গরমে বাইরে যাওয়ার আগে সবচেয়ে ভালো উপায় আপনি স্টোল বা টুপি ব্যবহার করুন। স্টোল দিয়ে আপনার পুরো মুখ ঢেকে রাখুন যাতে সূর্যের তাপ মুখে না লাগতে পারে। যদি আপনি গরমে আপনার ত্বক উজ্জ্বল দেখাতে চান, তাহলে আপনি এই পদ্ধতি অনুশীলন করলে উপকার পাবেন।
সপ্তাহে অন্তত দুদিন স্ক্রাবিং করুনঃ
সূত্র:- makeup . com
গরমে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি আর্দ্রতা হারিয়ে ফেলে, যার জন্য ত্বক দেখায় নিস্তেজ। সূর্যের ক্ষতিকারক রশ্মি আমাদের ত্বকের মারাত্মক ক্ষতি করে দেয় এবং ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। ত্বকের এই উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সপ্তাহে অন্তত ২ বার স্ক্রাবিং করুন। ঘরোয়া পদ্ধতিতেই আপনি স্ক্রাবিং করে নিতে পারেন চিনি এবং লেবুর রস দিয়ে।
দুধ, লেবু রস এবং মধুঃ
সূত্র:- i.ytimg . com
গরমে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে দুধ, লেবু রস এবং মধুর বিকল্প নেই। বাইরে দীর্ঘক্ষণ থাকার ফলে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়। তাই ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক টেবিল চামচ দুধ, লেবুর রস এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর হালকা উষ্ণ গরম জলে পরিষ্কার করে নিন। সকালে উঠে ফলাফল নিজেরে চোখেই দেখতে পাবেন। একদিন অন্তর এই প্যাকটি ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করলে কিছুদিনের মধ্যে ত্বকে উজ্জ্বলতা ফিরে আসবে।
চন্দন ও গোলাপ জলঃ
ত্বক উজ্জ্বল করার উপায় আলোচনায় আরেকটি ভালো উপাদান হল চন্দন গুড়ো এবং গোলাপ জল। চন্দনের গুড়ো কালচে দাগ, ব্রণ, অতিরিক্ত তৈলাক্ত দূর করে। ত্বকের সমস্যা সমাধানের জন্য এই উপাদানটি ম্যাজিকের মতো কাজ করে। চন্দনের গুড়ো সঙ্গে নিয়মিত গোলাপ জল মিশিয়ে মুখে লাগলে মুখ গ্লো করে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা যায়।
ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হলুদ এবং দুধের প্যাকঃ
সূত্র:- femina.wwmindia . com
হলুদ ত্বকের পরিচর্যার জন্য প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। ত্বকের রঙ উজ্জ্বল করার জন্য হলুদ সবচেয়ে ভালো উপাদান। হলুদ সূর্যের ট্যান রিমুভ করে খুব দ্রুত। কাঁচা হলুদ বেটে সঙ্গে এক চামচ দুধ মিশিয়ে মুখে লাগালে ত্বক ফর্সা হয়।
- র্যাশ থেকে মুক্তির উপায়: গরমে র্যাশ থেকে মুক্তির উপায়
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথিঃ নিয়মিত মেথি করবে ডায়াবেটিস নিয়ন্ত্রন
- আপেলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যের জন্য উপকারিতা
- শাক সবজির গুণাগুণঃ শাক সবজির যে এত গুণ জানলে অবাক হয়ে যাবেন
- কাঁচা ছোলার গুণঃ নিয়মিত কাঁচা ছোলা এনার্জির চাবিকাঠি
- দৌড়ানোর পর খাবারঃ দৌড়ানোর পর খাদ্য তালিকা কি কি রাখা উচিত?
ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কলার মাস্কঃ
সূত্র:- cdn.shopify . com
একটা পাকা কলার ভালোভাবে ধুয়ে পেস্ট করে নিন। এবং সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। সপ্তাহে একদিন এই প্যাকটি লাগালে রোদে পড়া ত্বকে উজ্জ্বলতা দূর করে।
কমলালেবু খোসা এবং গোলাপ জলঃ
সূত্র:- 5.imimg . com
ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কমলালেবুর খোসা অসাধারণ কার্যকর। কমলালেবুতে রয়েছে ভিটামিন সি যা ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমলালেবু খোসা বেটে তার সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে মুখে প্রয়োগ করলে ত্বক ব্রাইট করে।
আশা করি গরমে ত্বক ভালো রাখার উপায় জেনে গেলেন। এবার এই গরমে নিজের ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বাড়ি বসেই এই পদ্ধতিগুলি অনুশীলন করুন।
সারকথাঃ
ছেলে এবং মহিলা উভয়ই গরমে পড়ার সঙ্গে সঙ্গে ত্বকের পরিচর্যা করা উচিত।
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
প্রঃ গরমে কি সানস্ক্রিন ব্যবহার করা উচিত?
উঃ যেকোনো সানস্ক্রিন ব্যবহার করতে পারেন তবে 30SPF দেখে ব্যবহার করা ভালো। তার বেশি SPF হলে আরও ভালো।
প্রঃ হলুদ আর দুধের প্যাক কি রোজ ব্যবহার করা যাবে?
উঃ হ্যাঁ, হলুদ এবং দুধের প্যাক নিয়মিত ব্যবহার করতে পারবেন।
প্রঃ মুখে স্ক্রাবিং কি দিয়ে করব?
উঃ মুখে স্ক্রাবিং চিনি এবং লেবুর রস মিশিয়ে করতে পারেন।