হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। হাতে গোনা কয়েকটা দিন বাদেই 2020 সালের দুর্গা উৎসব শুরু। অশুভ শক্তি বিন্যাস করতে মা উমার আবির্ভাব। ষষ্টি থেকে দশমী এই পাঁচ দিন চলে মা দূর্গার আরাধনা। নবমী পরের দিন দশমী আকাশে বাতাসে বিষাদে সুর। কারণ মা উমার আবার কৈলাসে ফিরে যাওয়ার সময়। আবার এক বছরের অপেক্ষা করে থাকে বাঙালি। দশমীর পরের দিন মিষ্টি মুখে বিজয়া দশমী পালন করা হয়।
Table of Contents
বিজয়া দশমী মিষ্টি মুখের সঙ্গে চলে শুভেচ্ছা বার্তার মাধ্যমে চলে মায়ের বিদায়ের পালা। একে অপরকে শুভ বিজয়া বার্তা প্রেরণের মাধ্যমে সমাপ্তি ঘটে শারদীয়ার শ্রেষ্ঠ উৎসব। আমরা আগের পেজে দূর্গা পূজার শুভেচ্ছা ম্যাসেজ আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। তাই আজকের এই নিবন্ধে আপনাদের কয়েকটি সুন্দর শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। যা আপনারা পারিবারের পাশাপাশি বন্ধুদেরও শেয়ার করতে পারবেন।
আরও পড়ুন| দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা, এসএমএস , ম্যাসেজ, স্ট্যাটাস
১. শুভ বিজয়া দশমী শুভেচ্ছা:
Source
বিজয়া দশমী শুভেচ্ছা ১
আজ মায়ের যাওয়ার পালা। আশা করি দূর্গা মায়ের আশীর্বাদ তোমার জীবনের সব বাধা কেটে যাবে। মায়ের বিদায়ের বেলায় তোমাকে জানাই শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা।
বিজয়া দশমী শুভেচ্ছা ২
শুভ বিজয়া দশমী। আশা করি মা দূর্গা আপনাকে আশীর্বাদ করবেন যাতে সারা বছর সুখ এবং শান্তিতে কাটে।
বিজয়া দশমী শুভেচ্ছা ৩
আশা করি তোমার সব স্বপ্ন পূরণ হোক এবং ভবিষ্যৎ উজ্জ্বল হোক। আজ মায়ের বিদায়ের শেষ বেলায় মিষ্টি মুখে তোমায় এবং তোমার পরিবারের সকলের জন্য আমার তরফ থেকে রইল বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।
বিজয়া দশমী শুভেচ্ছা ৪
আশা করি দূর্গা মায়ের আশীর্বাদ আজ এবং সবসময় আপনার সঙ্গে থাকবে। শুভ বিজয়া।
বিজয়া দশমী শুভেচ্ছা ৫
আশা করি মায়ের আশীর্বাদ আপনাকে সঠিক পথে চলতে এবং সব স্বপ্ন সফল হতে সহায়তা করবে। মায়ের কৈলাসে ফিরে যাওয়ার দিনে আপনাকে এবং আপনার পরিবারের জন্য রইল শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রার্থনা করব আগামী দিনগুলি ভালো কাটুক।
বিজয়া দশমী শুভেচ্ছা ৬
আপনাকে বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই শুভ দিনটি আপনার জীবনে আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক আশা করব। শুভ বিজয়া।
আরও পড়ুন। ভালোবাসার মানুষদের জন্য ভ্যালেন্টাইন ডে মেসেজ
বিজয়া দশমী শুভেচ্ছা ৭
শেষ হল সিঁদুর খেলা, মায়ের এবার কৈলাসে ফেরার পালা। সবাই হাসি মুখে জানাই মায়ের বিদায়। আসছে বছর আবার হবে। তাই তোমায় জানাই শুভ বিজয়া।
বিজয়া দশমী শুভেচ্ছা ৮
উৎসবের এই শেষের বেলায়, মায়ের এবার যাওয়ার পালা। চোখের জলে বিদায় মাকে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।
বিজয়া দশমী শুভেচ্ছা ৯
আজ অশুভ শক্তির জয় পালন করার দিন। চলুন সবাই মিলে শুভ শক্তির মধ্যে দিয়ে আরও একবার নতুন জীবনের সূচনা করি। শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা।
বিজয়া দশমী শুভেচ্ছা ১০
আশা করি, এই উৎসবের মরসুম আপনার জীবনে সারা বছর ধরে চলুক। মা আপনাকে এবং আপনার প্রিয়জনের মঙ্গল করুক। আমার তরফ থেকে আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যকে জানাই শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা এবং অভিনন্দন।
আরও পড়ুন। প্রেমিকার জন্মদিনের শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস
২. পরিবার এবং আত্মীয়স্বজনদের জন্য দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাসঃ
দশমীর দিনে বড়োদের প্রণাম এবং মিষ্টি মুখের সঙ্গে বিজয়া দশমী এই শুভেচ্ছাগুলি আপনার পরিবার এবং আত্মীয়স্বজনের সঙ্গে ভাগ করে নিন।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ১
এটা মায়ের বিদায়ের উদযাপনের সময়, অশুভ শক্তি দমন করার সময়। চলো সবাই একসঙ্গে মিষ্টি মুখে মায়ের বিদায় উৎসব পালন করি। শুভ বিজয়া।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ২
আমার তরফ থেকে আমার সকল পরিবার সদস্যদের এবং আত্মীয়স্বজনদের শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। আশা করব দূর্গা মায়ের আশীর্বাদে আমাদের পরিবারের মঙ্গল হবে।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৩
বিজয়া দশমী হল এমন একটি উৎসব অশুভ শক্তি বিন্যাস করার সময়। আজ দেবী দূর্গা কৈলাসে ফিরে যাওয়ার সময়। আর আমি মায়ের এই বিদায় বেলায় মার কাছে প্রার্থনা করব যাতে মা আমাদের পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি ভরে তুলুক এবং সবার মঙ্গল করুক। আমার পরিবারের সকল সদস্যদের জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা এবং বড়োদের প্রণাম।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৪
প্রতিদিন সকালে সূর্য ওঠে অন্ধকার কাটিয়ে, ঠিক তেমনি প্রত্যেক বছর দেবী দূর্গা মায়ের আবির্ভাব হয় অশুভ শক্তি দমন করার জন্য। আজ এই দিনটি মায়ের কৈলাসে ফিরে যাওয়ার দিন। আসুন সবাই মিলে মিষ্টি মুখে শুভ শক্তির উদযাপন করি। তাই আজ মায়ের এই বিদায় দিনে হাসি মুখে সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৫
আমার পরিবারের সকল সদস্যদের জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করব মা আমাদের পরিবার উপর তার আশীর্বাদ সবসময় রাখবেন। আজকে এই বিশেষ দিনে দেবী দূর্গার কাছে প্রার্থনা করব তিনি আমাদের পরিবারের মঙ্গল করুক।
আরও পড়ুন। সুপ্রভাত শুভেচ্ছা : সুপ্রভাতের শুভেচ্ছা, ম্যাসেজ, এসএমএস
৩. বন্ধুবান্ধব ও ভালোবাসার মানুষদের জন্য দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাসঃ
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ১
দূর্গা মায়ের আশীর্বাদে আমি তোমার জীবনে আসতে পেরেছি। বিজয়া দশমীর উৎসবে আমি মায়ের কাছে প্রার্থনা করব যাতে আমরা সমস্ত বিপদ একসঙ্গে মোকাবিলা করতে পারি এবং এইভাবে দুজনে একে ওপরের পাশে থাকতে পারি। শুভ বিজয়া দশমী মাই লাভ।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ২
আমার সকল বন্ধুদের বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি এই বিজয়া প্রত্যেকের জীবনে সুখ এবং আনন্দে ভরে ওঠে।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৩
আজকের এই উৎসব মুখর দিনে তোমার জীবনে সব অন্ধকার ঘুচে আলোয় ভরে উঠুক। বিজয়া দশমীর এই দিনে তোমাকে জানাই শুভ বিজয়া এবং ভালোবাসা।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৪
এই বিজয়া উৎসবে তোমার আশা এবং সুখের সময় আলোকিত হয়ে উঠুক। তোমার সব স্বপ্ন পূরণ হোক। শুভ বিজয়া অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৫
তুমি আমাদের পরিবারকে তোমার ভালোবাসা এবং সাহস দিয়ে আগলে রেখেছ। বিপদে লড়াই করার সাহস নিয়ে সর্বদা অনুপ্রাণিত করেছ। আমি মায়ের কাছে প্রার্থনা করব তোমার জীবনে সব চাওয়া সার্থক হোক। শুভ বিজয়া।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৬
বিজয়া দশমী উপলক্ষে আমি মায়ের কাছে প্রার্থনা করব যাতে তোমার জীবনে সুখ এবং সাফল্যে ভরে তুলুক। আমি প্রত্যেক বছর এইভাবে তোমার এবং তোমার পরিবারের সঙ্গে বিজয়া দশমীর এই শুভ দিন পালন করতে চাই। শুভ বিজয়া দশমী।
আরও পড়ুন| হোলির শুভেচ্ছা : হোলি শুভেচ্ছার ম্যাসেজ
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৭
শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা রইল আমার জীবনে সবেচেয় স্পেশাল ব্যক্তির জন্য। এই দিনটি আমি তোমার জন্য সুস্বাস্থ্য, সু-ভাগ্য এবং সুখী জীবনের জন্য মায়ের কাছে প্রার্থনা করব। আশা করি জীবনের সব যুদ্ধে তুমি হাসি মুখে সফলতা পাবে। শুভ বিজয়া।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৮
আশা করব এই বিজয়া তোমার জীবন নতুন আলো এবং নতুন শক্তি উজ্জ্বল হবে। মা তোমাকে সবসময় শক্তিশালী করুক সকল বিপদে এবং তোমার সব স্বপ্ন সফল হওয়ার আশীর্বাদ করুক। তোমাকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং মঙ্গল কামনা রইল।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ৯
তোমার উপদেশ সর্বদা আমায় অনুপ্রাণিত করেছে। তুমি আমার অনুপ্রেণার উৎস। অশুভ শক্তির দমনের এই বিশেষ দিনে আমি প্রার্থনা করব তোমার জীবন খুশি এবং সাফল্য ভরে উঠুক। শুভ বিজয়া ডিয়ার।
দশমীর শুভেচ্ছা এসএমএস, ম্যাসেজ, স্ট্যাটাস ১০
বিজয়া দশমী নতুন ভাবে শুরু করার দিন। মা দূর্গার কাছে প্রার্থনা করব আমাদের জীবন খুশিতে ভরে উঠুক এবং আমাদের ভালোবাসার বন্ধন এইভাবে সারাজীবন বেঁচে থাকুক। দেবী দূর্গা তোমার মঙ্গল করুক। শুভ বিজয়া শুভেচ্ছা।
আরও পড়ুন| শুভ জন্মদিনের শুভেচ্ছা: জন্মদিনের শুভেচ্ছা ম্যাসেজ
উপরের দশমীর শুভেচ্ছা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আশা করি তাদেরও ভালো লাগবে।
Key point
দশমী শুধু মিষ্টি মুখের সাথে সমাপ্তি ঘটে না বরং মিষ্টির পাশাপাশি শুভেচ্ছা বার্তার প্রেরন হয় একে ওপরের মধ্যে।
Subho Bijaya Dashami Image
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami GIF
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami
Subho Bijaya Dashami
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
Q. বিজয়া দশমীর এই শুভেচ্ছাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যাবে কি?
A. হ্যাঁ, এই শুভেচ্ছাগুলি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে পারেন।
Q. পরিবারের লোকজনদের জন্য কোন শুভেচ্ছাগুলি শেয়ার করা যাবে?
A. পরিবারের লোকজনদের সঙ্গে উপরে বিজয়া দশমী শুভেচ্ছা বার্তা এবং পরিবারের জন্য শুভেচ্ছা বার্তা শেয়ার করতে পারবনে।