৭. বাতের ব্যথায় কুলেখাড়াঃ
আমরা সবাই প্রায় জানি কুলেখাড়া পাতা আমাদের শরীরের জন্য উপকার। কুলেখাড়া পাতার রস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সহায়তা করে। তবে জানেন কি এই কুলেখাড়া বাতের ব্যথার জন্যও উপকারি।
জয়েন্টে ইউরিক অ্যাসিড জমা হলে বাত হয়। আর এই ইউরিক অ্যাসিড পরিমান স্বাভাবিক রাখে কুলেখাড়া। যাদের কোমরে বাতের ব্যথা রয়েছে তারা এই পাতার শাক খেলে খুব উপকার পাবে। এছাড়াও আপনি যদি কুলেখাড়া পাতা সেদ্ধ করে সেই জল খেতে পারেন তাহলে বাতের ব্যথা থেকে রেহাই পাবেন।