‘উড়ন তুবড়ি’র পর মাত্র ৫ মাসেই বন্ধ হচ্ছে জি-বাংলার আরও এক ধারাবাহিক, অবাক দর্শক

উড়ন তুবড়ি

শুরু হলে তা শেষ হবেই। কিন্তু সেটি যদি স্বল্প সময়ের জন্য হয় ভক্তদের কাছে সত্যিই দুঃখের। প্রত্যেকটি ধারাবাহিক শুরু হওয়ার আগে কলাকুশলীদের অনেক প্রত্যাশা থাকে। অন্তত ১ বছর টিভির পর্দায় সম্প্রচারিত হবে ধারাবাহিক এই ভেবেই নতুন জার্নি শুরু করেন ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা।

তবে আজকাল যেকোনো ধারাবাহিক টিকে থাকে টিআরপি উপর। টিআরপি শেষ কথা। যার জন্য মেগা ধারাবাহিকগুলি খুব বেশিদিন টিভির পর্দার রাজত্ব করতে পারছে না।

উড়ন তুবড়ি

সদ্য জি-বাংলা থেকে শেষ হয়েছে ‘উড়ন তুবড়ি’ ধারাবাহিক। তারমাঝেই আবার একটি ধারাবাহিক শেষ হওয়ার খবর। গতকাল হল ধারাবাহিকের শেষ শুটিং। মাত্র ৫ মাসেই যাত্রা শেষ হল ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’র। যদিও ধারাবাহিকটি প্রথম থেকেই তেমনভাবে টিআরপি পায় নি। তবে শেষ দিনে মন খারাপ ছোট বোধি সহ গোটা টিমের।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here