সূত্রঃ- facebook.com
Biography | |
---|---|
নাম | অঙ্কুশ হাজরা |
ডাক নাম | Not Know |
পেশা | মডেল, অভিনেতা |
বয়স | ৩০ বছর |
জন্মতারিখ | ১৪ ফেব্রুয়ারি,১৯৮৯ |
জন্মস্থান | পশ্চিমবঙ্গ, ভারত |
জাতীয় | |
রাশিচক্র | কুম্ভরাশি |
ধর্ম | হিন্দু |
শহর | কলকাতা |
ডেবিউ | কেল্লাফতে |
পরিবার ও আত্মীয়স্বজন | |
পিতা | Not Know |
মা | Not Know |
ভাই | Not Know |
বোন | Not Know |
উচ্চতা, ওজন এবং শারীরিক পরিমাপ | |
সেন্টিমিটারে উচ্চতা | ১৮৩ সেন্টিমিটার |
মিটার উচ্চতা | ১.৮৩ মিটার |
ওজন | ৭৮ কেজি |
শারীরিক পরিমাপ | ৪৪-৩৪-১৫ |
বুকের আকার | ৩৮ |
কোমরের মাপ | ৩৪ |
বাইসেপ সাইজ | ১৪ |
চোখের রঙ | ডার্ক ব্রাউন |
চুলের রঙ | কালো |
অ্যাফেয়ার্স এবং বৈবাহিক অবস্থা | |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
প্রেমিকা | ঐন্দ্রিলা সেনে |
শিক্ষা ও স্কুল, কলেজ | |
শিক্ষাগত যোগ্যতা | বিবিএ ডিগ্রি |
বিদ্যালয় | হলি রক স্কুল এবং ইস্ট – ওয়েস্ট মডেল স্কুল |
কলেজ | দ্যা হেরিটেজ একাডেমি |
প্রিয় জিনিস | |
প্রিয় রঙ | কালো |
প্রিয় অভিনেতা | মিথুন চক্রবর্তী |
প্রিয় অভিনেত্রী | রানী মুখার্জী |
পছন্দের খাবার | মিষ্টি দই, সন্দেশ |
প্রিয় মিষ্টি | মিষ্টি দই |
প্রিয় ফল | Not Know |
প্রিয় রেস্তোঁরা | Blue & Beyond Rooftop RestoBar, Kolkata, India |
শখ | ভ্রমণ |
প্রিয় পরিচালক | Not Know |
প্রিয় সিনেমা | Not Know |
প্রিয় বই | Not Know |
প্রিয় কার্টুন | Not Know |
প্রিয় খেলাধুলা | ক্রিকেট |
প্রিয় ফুটবলার | Not Know |
প্রিয় গন্তব্য | সিঙ্গাপুর |
অন্যান্য | |
আয় | $71 Million |
টুইটার | |
ফেসবুক | |
ইন্সটাগ্রাম |
সূত্রঃ- https://www.facebook.com/iamankushofficial/photos/a.239298469605816/562487097286950/
অঙ্কুশ হাজরা একজন বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল এবং বিখ্যাত অভিনেতা। যিনি কেল্লাফতে সিনেমা অভিন্যের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। অসাধারণ অভিনয়ের এবং স্মার্ট লুকসের জন্য খুব অল্প সময়ের মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। শুধু ভারতেই নয় বরং বাংলাদেশেও তিনি একজন সুপারস্টার অভিনেতা। এখনো পর্যন্ত বিভিন্ন খ্যাতনামা অভিনেত্রী বিপরীতে কাজ করেছেন এবং বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন।
আরও পড়ুনঃ শুভশ্রী গাঙ্গুলী উচ্চতা, ওজন, শৈশব, ক্যারিয়ার জীবন
আজ আমরা টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার জীবনে কাহিনী আপনাদেরকে জানাব।
অঙ্কুশ হাজরার শৈশব জীবন (Ankush Hazra’s Early life):
সূত্রঃ- https://www.instagram.com/p/Bye94nJhQ6q/
অঙ্কুশ হাজরা ১৯৮৯ সালে ১৪ ফেব্রুয়ারি বর্ধমান জেলায় বাদামতলায় জন্মগ্রহণ করেছেন। অঙ্কুশ হলি রক স্কুল এবং ইস্ট – ওয়েস্ট মডেল স্কুল থেকে পড়াশুনো শেষ করেছেন। তার ছোট থেকেই পড়াশুনো পাশাপাশি অভিনয় করার ইচ্ছা ছিল।
সূত্রঃ- https://www.instagram.com/p/BxKP2qhng3N/
অভিনয় করার জন্য তিনি স্কুলে পড়াশুনো শেষ করে কলকাতায় আসেন এবং সেখানে দ্যা হেরিটেজ একাডেমিতে বিবিএ ডিগ্রি অর্জন করে। পড়াশুনো চলাকালীন তিনি ভবানীপুরের একটি প্রশিক্ষণ স্কুল থেকে অভিনয় শিখেছিলেন। এবং বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদবের কাছ থেকে নাচ শিখেছেন।
আরও পড়ুনঃ সুপারস্টার দেব এর জীবন কাহিনী জেনে নিন
অঙ্কুশ হাজরার ক্যারিয়ার জীবন (Ankush Hazra’s career):
https://www.instagram.com/p/Bs05LKLn8fv/
পড়াশুনো শেষ করেই তিনি অভিনয় জগতে পা রাখেন এবং প্রথম সিনেমাতেই দুর্দান্ত অভিনয় দিয়ে খ্যাতি অর্জন করে নিজের ক্যারিয়ার শুরু করেন। ২০১০ সালে কেল্লাফতে সিনেমায় ডেবিউ করেন এবং তার অভিনয় সবার চোখে পড়ে। এই ছবিটি তেমন সাফল্য না পেলে তার অভিনয় দর্শক এবং প্রোডিউসারদের মন জ্য করে নেয়।
সূত্রঃ- https://www.facebook.com/iamankushofficial/photos/a.239298469605816/504055719796755/
কেল্লাফতে এই সিনেমায় নব অভিনেত্রী রুপশ্রীর সঙ্গে জুটি বাঁধেন। এবং বাংলা ইন্ডাস্ট্রি একজন নব অভিনেতা খুঁজে পেয়েছিলেন। তার অভিনয়ের পাশাপাশি সিনেমায় তার নাচের জন্য প্রশংসা অর্জন করেন।
সূত্রঃ- https://www.instagram.com/p/Bq-cVnBHvgX/
২০১২ -২০১৩
২০১২ সালে শ্রাবন্তীর বিপরীতে ইডিয়ট ছবিতে তাকে দেখা যায়। রাজীব বিশ্বাসের পরিচালিত ছবি ইডিয়ট তেমন সুপারহিট হয়নি। তবে এই সিনেমায় ‘তোকে হেব্বি লাগছে এবং ‘পাগলি তোকে রাখব বড় আদরে’ এই দুটি গান জনপ্রিয় হয়।
২০১৩ সালে আরও অঙ্কুশ হাজরার আরও দুটি সিনেমা মুক্ত পায় কানামাছি এবং খিলাড়ি।
আরও পড়ুনঃ যশ দাশগুপ্ত উচ্চতা, ওজন, শৈশব, পরিবার, ক্যারিয়ার,জীবনী
সূত্রঃ- https://www.instagram.com/p/BPM4Xm6BEai/
২০১৪-২০১৫
অঙ্কুশ হাজরা ২০১৪ আলে ১৬ ই মে মুক্তিপ্রাপ্ত ছবি আমি শুধু চেয়েছি তোমায় অভিনয় করেছিলেন। এই সিনেমায় তিনি দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং দর্শকের কাছে প্রশংসিত হয়েছিলেন।
এর পরে বছর ২০১৫ সালে রোমিও বনাম জুলিয়েট, জামাই ৪২০, আশিকী সিনেমায় তাকে অভিনয় করতে দেখা গেছে। জামাই ৪২০, আশিকী সিনেমায় তার বিপরীতে ছিলেন অভিনেত্রী নুসরাত জাহান।
আরও পড়ুনঃ অভিনেত্রী মিমি চক্রবর্তী জীবন কাহিনী
সূত্রঃ- https://www.facebook.com/iamankushofficial/photos/a.239298469605816/519651618237165/
২০১৬-২০১৭
২০১৬ সালে অভিনেতা অঙ্কুশ হাজরার আরও একটি সিনেমা মুক্তি পেয়েছিল কি করে তোকে বলবো। তাকে এই চলচ্চিত্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে দেখা যায়। সিনেমাটি বক্স অফিসে সফল ছিল। এবং তার অভিনয় অনেক ভক্তের মন জয় করে নেয়।
সূত্রঃ- https://www.instagram.com/p/BHEKciPD1bv/
ওই বছরই তার কেলোর কীর্তি একটি রোম্যান্টিক কমেডি ছবি পায়। এই ছবিতে দেব, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, কৌশানী মুখোপাধ্যায় পাশাপাশি অঙ্কুশ হাজরা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ এবং প্রযোজনা করেছেন এসভিএফ এবং সুরিন্দর ফিল্মস।
আরও পড়ুনঃ টলিউড অভিনেতা জিৎ এর জীবন কাহিনী
২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তাকে আরও কয়েকটি সিনেমায় অভিনয় করতে দেখা যায় জুলফিকার, হরিপদ ব্যান্ডওয়ালা, আমি যে কে তোমার, বলো দুর্গা মাই কি ইত্যাদি। এই ছবিগুলিতে তার বিপরীতে ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, নুসরাত জাহান।
সূত্রঃ- https://www.instagram.com/p/BoqCE3GnqIc/
২০১৮-২০১৯
২০১৮ সালে আবারও তাকে অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা গেছে। এইবছর তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ভিলেন। এই বছর তার মুক্তি প্রাপ্ত সিনেমা বিবাহ অভিযান। তাকে নুসরাত ফারিয়ার বিপরীতে মুখ্য অভিনয়ে দেখা যায়।
1st look of my next #BHOY revealing this VISHWAKARMA PUJA .. need ur love blessings and support 🙏.. love u all..
— ANKUSH (@AnkushLoveUAll) September 16, 2019
অঙ্কুশ হাজরার ব্যক্তিগত জীবন (Ankush Hazra’s Personal Life):
সূত্রঃ- https://www.instagram.com/p/Bgxn09ugC0q/
অঙ্কুশ হাজরা এখনো পর্যন্ত অবিবাহিত। তবে জনপ্রিয় টেলি সিরিয়াল অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে অঙ্কুশের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে।
সূত্রঃ- https://www.instagram.com/p/B1jjXKNBCAV/
তারা দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলেন এবং সোশ্যাল মিডিয়া একসঙ্গে ছবি আপলোড করেন। শোনা যায় তারা কয়েকবছর পর দুজনে গাঁটছড়া বাঁধবেন।
আরও পড়ুনঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী কাহিনী জেনে নিন
পুরস্কার (Awards):
সূত্রঃ- https://www.instagram.com/p/Bt3DhTFHkO7/
২০১১ সাল
|
সেরা নৃত্যশিল্পী বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ডস (কেল্লাফতে) |
২০১৫ সাল |
সেরা অভিনয় কালাকার অ্যাওয়ার্ডস ( আমি শুধু চেয়েছি তোমায়) |
২০১৬ সাল | সেরা জুটি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস (জামাই ৪২০), সেরা অভিনেতা অ্যাওয়ার্ডস (কি করে তোকে বলবো) |
২০১৭ সাল |
সেরা জুটি স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস (কি করে তোকে বলবো), সেরা জুটি IBFA অ্যাওয়ার্ডস (হরিপদ ব্যান্ডওয়ালা) |
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ
প্রঃ অঙ্কুশ হাজরার জন্মদিন কবে?
উঃ অঙ্কুশ হাজরা জন্মদিন ১৪ ফেব্রুয়ারি।
প্রঃ অঙ্কুশ হাজরার প্রিয় অভিনেতা কে?
উঃ অঙ্কুশ হাজরা প্রিয় অভিনেতা মিথুন চক্রবর্তী।
প্রঃ অঙ্কুশ হাজরার প্রিয় অভিনেত্রী কে?
উঃ অঙ্কুশ হাজরা প্রিয় অভিনেত্রী রানী মুখার্জী।
প্রঃ অঙ্কুশ হাজরার প্রিয় রঙ কি?
উঃ অঙ্কুশ হাজরা প্রিয় রঙ কালো।
প্রঃ অঙ্কুশ হাজরার প্রিয় জায়গা কোনটা?
উঃ অঙ্কুশ হাজরা প্রিয় জায়গা সিঙ্গাপুর।
প্রঃ অঙ্কুশ হাজরার প্রিয় খাবার কি?
উঃ অঙ্কুশ হাজরা প্রিয় খাবার মিষ্টি দই, সন্দেশ।
প্রঃ অঙ্কুশ হাজরার হবি কি?
উঃ অঙ্কুশ হাজরা হবি ভ্রমণ। তিনি দেশ বিদেশে ঘুরতে পছন্দ করেন।