অভিনেত্রী মানালি দে, ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’তে। শিমুল চরিত্রে ভালো সাড়া ফেলেছিল মানালি।
এরপর কোনও বাংলা সিরিয়ালে কাজ করেনি। প্রত্যেকটি ধারাবাহিকে দর্শকের কাছে বিপুল ভালোবাসা পেয়েছেন। তবে জানেন কি জনপ্রিয়তা পেলেও এই দর্শকের কাছেই একদিন চড় খেয়েছিল অভিনেত্রী।
এক ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন মানালি। একসময় জি বাংলার এক টক শো অপুর সংসার-এ এসেছিল অভিনেত্রী। শো সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়কে অভিনেত্রী জানান, একসময় মাচা শো করতে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয় মানালি।
ভিড়ের মধ্যে মাথা নীচু করে হাঁটছিলেন মানালি। আচমকাই এক মহিলা এসে তার গালে সপাটে চড় মারেন। থতমত খেয়ে যান মানালি। মহিলা বলেন, ‘মাথা উঁচু করে হাঁটো…মুখ দেখাবে না যখন এসেছো কেন…মুখ দেখাতেই তো…। অভিনেত্রী শান্ত স্বভাবের বলে কিছু বলেননি সেদিন। অন্য কেউ থাকলে প্রতিবাদ করত সেই ঘটনার।