অদৃশ্য শত্রুর হাত থেকে বাঁচতে বার বার নিজেদের হাত পরিষ্কার রাখাই একেবারে প্রাথমিক স্বাস্থ্যবিধি । করোনা মহামারীর আবহে অন্ন-বন্ত্র-বাসস্থানের মতোই আমাদের সকলের জীবনে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে হ্যান্ড স্যানিটাইজার ।
আরও পড়ুন : শীতল না হওয়ার কারণে ক্যাফে টেরেস হিটার নিষিদ্ধ করলো ফ্রান্স
যতদিন না কোভিড-১৯ এর মোকাবিলার ওষুধ বা টিকা বাজারে আসছে, ততদিন ভরসা একমাত্র স্যানিটাইজার । তাই ঘুম ভাঙা থেকে ঘুমতে যাওয়া পর্যন্ত সকলের সর্বক্ষণের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এই হ্যান্ড স্যানিটাইজার । যখন ইচ্ছে হাতে অল্প করে মেখে নিচ্ছি সকলে । ব্যাস জীবাণুর হাত থেকে মুক্তি । তবে, জানেন কি অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলেও ঘোর বিপদ হতে পারে । তাই অতিরিক্ত স্যানিটাইজারের ব্যবহার নিয়ে এবার জনসাধারণকে সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক ।
আরও পড়ুন : করোনাভাইরাসের ফলে রেস্তোরার খাবার নিষিদ্ধ করলো হংকং
বিশেষজ্ঞ চিকিৎসকরাও বহুদিন ধরেই এই স্যানিটাইজারের ব্যবহার নিয়ে সতর্ক করছিল । বলা হচ্ছিল, অতিরিক্ত ব্যবহারে বিপদ বাড়়বে । এবার সেই বিষয়ে সতর্ক করল মন্ত্রকও । মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে ভার্মা বলেন, ‘‘এমন সংক্রমণ যে হবে, তা কেউ ভাবেনি ৷ তবে বেশি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিৎ নয় ৷’’
কি এমন বিপদ লুকিয়ে আছে স্যানিটাইজারে ?
বিশেষজ্ঞদের মত, মানুষের ত্বকে বহু ভাল জীবাণুও থাকে । যারা ত্বকের উপকার করে । কিন্তু ঘনঘন এই স্যানিটাইজার ব্যবহার করার ফলে সেগুলিও ধ্বংস হয় । তাই তাঁদের পরামর্শ, বারবার স্যানিটাইজার না মেখে, সুযোগ থাকলে সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন । একই পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে ভার্মাও। তাঁর কথায়, “গরম জল খান। বারবার হাত ধুয়ে নিন”।
Maintain proper hand hygiene and encourage others to do the same. #BadalkarApnaVyavaharKareinCoronaParVaar #TogetherAgainstCovid19 pic.twitter.com/XM9JI0iEz1
— Ministry of Health (@MoHFW_INDIA) July 27, 2020
আরও পড়ুন : WHO বলেছে দেশগুলিকে অবশ্যই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে হবে
কোভিড ১৯ মহামারিকে রুখতে স্যানিটাইজার ব্যবহার করন তবে সারাক্ষণ একেবারেই নয় । সাবানের ব্যবহারেও করোনার জীবাণু নাস করা সম্ভব । এমন যেন না হয় করোনার হাত থেকে রেহাই পেতে মাত্রারিক্ত স্যানিটাইজার ব্যবহার করে আমরা নিজেদের শরীরের ক্ষতি না করে বসি ।