স্বাধীনতা সংগ্রামী হল জন সিনা, খুদে প্রতিযোগীর উত্তর শুনে হতবাক সৌরভ গাঙ্গুলি

দাদাগিরি সিজেন ১০

বছর শুরুতেই নতুন নতুন ধামাকা নিয়ে হাজির হচ্ছে ‘দাদাগিরি সিজেন ১০’। সম্প্রতি দাদাগিরির মঞ্চে খেলতে এসেছিল কিছু খুদে প্রতিযোগীরা। তাদের সঙ্গেই আড্ডায় মেতে উঠেছিলেন দাদা। ছোটদের সঙ্গে নিজেও শিশু সুল্ভ আচরণ করে ফেলেন সৌরভ।

এদিন এক খুদে প্রতিযোগীর উত্তর শুনে হাঁ হয়ে যান দাদা। ছোট খুদেকে দাদা প্রশ্ন করেন “তিনজন স্বাধীনতা সংগ্রামীর নাম বল”?। এই প্রশ্নে খুদে যা উত্তর যা শুনে সৌরভের চোখ কপালে।

স্বাধীনতা সংগ্রামীর নাম বলতে বললে সেই খুদে উত্তর দেয় ‘জন সিনা।’ খুদের উত্তর শুনে প্রথমে কপালে কিছুক্ষণ হাত দিয়ে থাকেন দাদা। তারপর হাসি ধরে রাখতে পারেননি সৌরভ গাঙ্গুলি।

এদিন আরেক খুদে প্রতিযোগীকে দাদা জিজ্ঞেস করেন, ‘হিরো হতে গেলে কী কী করতে হয়?’ উত্তরে সেই খুদে বলে, ‘প্রথমে মার খেতে হয়, তারপর জিমে যেতে হয়। তারপর আবার মার খেতে হয়। তারপর আবার জিমে যেতে হয়।’ এটা শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে যায় মহারাজের।