জ্বালানি ও পরিবহণ ক্ষেত্রে নতুন দিশা দিতে চলেছে রিলায়েন্স

জ্বালানি ও পরিবহণ ক্ষেত্রে নতুন দিশা দিতে চলেছে রিলায়েন্স

বৃহস্পতিবার বিপি সংস্থা ও রিলায়েন্স তাদের নতুন এক সংস্থার পার্টনারশিপের কথা ঘোষণা করলো। সংস্থার নাম হয়েছে Reliance BP Mobility Limited (RBML)। সংস্থাটি জিয়ো-বিপির অধীনে জ্বালানি বিক্রি করবে।

আরো পড়ুন। করোনার ফলে ফিরে আসা নাগরিকদের সংখ্যা কমিয়ে দিল অস্ট্রেলিয়া

ভারতে তেলের ব্যবসার জন্য রিলায়েন্সের সাথে একসাথে কাজ করার কথা জানিয়েছিল বিপি সংস্থা। ২১ টি রাজ্যে রিলায়েন্স জিওর মাধ্যমে যুক্ত থাকা কয়েক লক্ষ মানুষের কাছে এটি পৌঁছে যাবে।

আরো পড়ুন। এবার আমেরিকাতে ব্যান হতে চলেছে টিকটক সহ একাধিক চিনা অ্যাপ

পার্টনারশিপের ৪৯% গ্রহণ করেছে বিপি সংস্থা ১ বিলিয়ন ডলারের বিলিময়ে এবং রিলায়েন্সের থাকবে ৫১%। বিপি সংস্থা আনবে আন্তর্জাতিক মানের জ্বালানি, ল্যুব্রিক্যান্ট এবং পরিবহন ব্যবস্থায় নানারকম কম কার্বন নির্গমনকারী একাধিক দ্রব্য।

আরো পড়ুন। বহু প্রতীক্ষার পর সোমবার খুলছে প্যারিসের ল্যুভর মিউজিয়াম

সংস্থার মতে আগামি ২০ বছরে ভারতে যানবাহনের সংখ্যা হবে এখনকার প্রায় ছয় গুন আর সেই ক্ষেত্রে তেলের বাজারের চাহিদা অনেক বেশি হবে। রিলায়েন্সের এখন পেট্রোল পাম্পের সংখ্যা আছে ১৪০০ টি। আগামি ৫ বছরে এই সংখ্যাটিকে ৫৫০০ তে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে তাদের। ফলে কর্মীর সংখ্যা লাগবে চারগুন। সংখ্যাটি তখন ২০ হজাজার থেকে ৮০ হাজারে দাঁড়াবে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here