লীনা গাঙ্গুলির ধারাবাহিক মানেই ৪/৫ টা বিয়ে। আর সেটাই ঘটছে ‘ধুলোকণা’ ধারাবাহিকে। আবার বিয়ে করতে চলেছে লালন। এই নিয়ে তৃতীয়বার বিয়ে করছে সে। যদিও লালন স্মৃতি হারিয়ে এই কান্ড করছে। তবে লালন আর তিতির বিয়ের প্রোমো ধূমধামভাবে সম্প্রচার করছে স্টার জলসা। যাতে এই প্রোমো দর্শকের নজরে আসে আর দর্শক টিভির পর্দায় বেশি করে দেখবেন। এতে আবারও বাংলার টপার হতে পারে ‘ধুলোকণা’।
দর্শকের মতে, ‘ধুলোকণা’ ধারাবাহিকে যতবার বিয়ে ট্রাক আনা হয়েছে, ততবার এই ধারাবাহিক বাংলা টপার হয়েছে। সম্ভবত নির্মাতারা সেই পরিকল্পনা করে আবার বিয়ের ট্রাকের প্রোমো দিয়েছেন।
অন্যদিকে মিঠাই ভক্তরা ক্ষেপে রয়েছে। কারণ মিঠাইয়ের এপিসোড ভালো হওয়া সত্ত্বেও মিঠাইয়ের টিআরপি ক্রমশ কমছে। মিঠাই ভক্তদের মতে এর জন্য একমাত্র দায়ী জি-বাংলা। কারণ বিগত কয়েক সপ্তাহ ধরে মিঠাইয়ের কোনও প্রোমো নেই। এমনকি মিঠাইয়ের নতুন কিডন্যাপের ট্রাক আসছে, তারও কোনও প্রোমো নেই। অনেকবার বলা সত্ত্বেও প্রোমো দিচ্ছেন না জি-বাংলা তাই সোশ্যাল মিডিয়ায় ‘জি-বাংলা বয়কট’-এর দাবি তুলেছেন অধিকাংশ মিঠাই ফ্যানেরা।