কিছুদিন আগেই বিয়ে ভেঙেছে অভিনেত্রী ইপ্সিতা মুখার্জি আর অর্ণব বন্দ্যোপাধ্যায়ের। ২০২২ সালের গোড়ায় আইনি বিয়েটাও সেরে ফেলেছিলেন তারা। মাঝে বিচ্ছেদ হলেও আবার সে সম্পর্ক জোড়া লেগে যায়। খুশি হয়েছিলেন তাদের ভক্তরাও। কিন্তু সেটা খুব বেশিদিনের জন্য নয়।
এক হয়েও আবার আলাদা হয়ে যায় তারা। এমনকি মিউচুয়াল ডিভোর্সও হয়ে গেছে। তার মাঝেই এক সুন্দরী রমণীর বাহুডোরে অর্ণব। তাহলে কি আবার প্রেমে পরলেন অভিনেতা?
ইপ্সিতাকে ঘিরে কি অন্য কাউকে মন দিলেন। ছবি ভাইরাল হতেই এমনটাই মনে করছেন নেটিজেনরা। অর্ণব একটি ছবি শেয়ার করেন যেখানে সুন্দরী রমণীর সাথে দেখা যায়। ছবি শেয়ার করে ক্যাপশনে হার্ট ইমোজি জুড়ে দেন।
গৌরী পাইস হোটেলের নায়ক অর্ণবের বাহুডোরে যেই মেয়েটিকে দেখা যাচ্ছে তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাম শাশ্বতী বসু। তাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন দেড় লাখের বেশি মানুষ। এই সুন্দরী মহিলাকেই কি মন দিল অর্ণব?
সূত্রঃ bangla . hindustantimes . com