প্রথমবার বাংলা টেলিভিশনের পর্দায় অভিনেত্রী শতাব্দী রায়

অভিনেত্রী শতাব্দী রায়

রাজনীতির ব্যস্ততার মাঝেই বড়পর্দায় কামব্যাক করছেন টলিউড নব্বই দশকের অভিনেত্রী শতাব্দী রায়। আজ অর্থাৎ শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত থ্রিলার ছবি ‘বাৎসরিক’। আর তার প্রোমোশনেই প্রথম বার জি-বাংলার পর্দায় পা রাখছেন অভিনেত্রী।

সদ্য জি-বাংলার অফিশিয়াল পেজে একটি ‘দিদি নাম্বার ওয়ান’ এর একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘দিদির মঞ্চে প্রথমবার নায়িকা শতাব্দী রায়’।

প্রথমবার দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছেন শতাব্দী রায়। খুব সম্ভবত টেলিভিশন পর্দায়ও এই প্রথমবার তাকে দেখা যাবে। নিজের ছবির প্রচারেই হাজির হচ্ছেন তিনি। স্পেশাল অতিথি হয়েই এন্ট্রি হবে তার। শুরুর প্রোমোতেই রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলিঙ্গন করে নেন শতাব্দী। এদিন প্রতিযোগী হিসাবে থাকবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীরা।