৬. মৌরির বীজঃ
মৌরিতে অ্যান্টি- ইনফ্লেমেটরি এবং অ্যান্টি- ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা পেটের ব্যথা উপশমের পাশাপাশি বদহজমের থেকে রেহাই দেয়। বদহজম থেকে মুক্তি পেতে এক কাপ জলে এক চামচ মৌরি পেস্ট করে মিশিয়ে ৫-১০ মিনিট ফুটিয়ে নিন। এবার ঠাণ্ডা হয়ে ফেলে ছেঁকে এক চা চামচ মধু মিশিয়ে পান করুন। দিনে ১-২ বার পান করুন।