ঘরে বসে সহজ পদ্ধতিতে করে নিন ফুট স্পা

পায়ের যত্নে

সারাদিন ব্যস্ততার মাঝে ত্বকের যত্ন তো রাখেন তবে পায়ের যত্ন? সুন্দর কোমল দুটি পায়ের যত্নে অবেহেলা করে থাকি। কোনও বিশেষ দিন এলে আমাদের আফসোস করতে হয় পায়ের যত্ন নিয়ে। সারাদিন দৌড়ঝাঁপে পার্লারে যাওয়া সত্যিই মুশকিল। তবে উইকেন্ডে একটু সময় বের করে বাড়িতে বসেই করে নিতে পারেন পায়ের যত্ন। তাই এবার পুজোয় আপনাদের জন্য নিয়ে এসেছি ফুট স্পা করার সহজ ঘরোয়া উপায়।

ঘরোয়া পদ্ধতিতে ফুট স্পা (Foot spa in at home) 

১. গরম জলে পা ভিজিয়ে রাখুনঃ

গরম জলে পা ভিজিয়ে রাখুনঃ

পার্লার হোক বা বাড়িতে স্পা হোক। ফুট স্পা এর প্রথম স্টেপ ফুট ক্লিন। একটি পাত্রে হালকা গরম জল করে শ্যাম্পু অথবা এসেনশিয়াল অয়েল বা বাদাম অয়েল মিশিয়ে নিন। এবার ১০ মিনিট জলে পা চুবিয়ে আরাম করে নিন। ১০ মিনিট বাদে ড্রাই তোয়ালে দিয়ে পা মুছে নেবেন।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here