৩. আদাঃ
বদহজমের প্রতিকার চিকিৎসায় আরও একটি কার্যকর উপায় আদা। আদা বদহজম নিরাময়ে সহায়তা করে। বিশ্বাস করা হয়, আদায় এমন উপাদান রয়েছে যা গ্যাস্ট্রিক সংকোচনের পরিমাণ হ্রাস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল জ্বালা উপশম করে।
বদহজম থেকে মুক্তি পেতে এক কাপ আদা চা পান করুন। অথবা এক বা দুই টুকরো আদা জলে সিদ্ধ করে নিন। আদা জলটি লেবু ও মধু মিশিয়ে পান করুন। উপকার পাবেন।