৬ টি ঘরোয়া টোটকায় খুশকি দূর করার উপায়

3. টি ট্রি অয়েল (Tea tree oil) 

চা গাছ থেকে তৈরি টি ট্রি অয়েল একটি প্রয়োজনীয় তেল। এটি ঐশ্বরিক গন্ধের পাশাপাশি ঔষধি বৈশিষ্ট্যযুক্ত। এই তেলটি অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা চুলের খুশকির নিরাময় করতে সক্ষম। চুলের খুশকি দূর করার উপায় টিপসে দেখে নিন কীভাবে এই তেলটি ব্যবহার করলে উপকার পাবেন।

টি ট্রি অয়েল

প্রয়োজনীয় উপকরণ: 

  • ১ টেবিল চামচ টি ট্রি অয়েল

চুলে ব্যবহার করার পদ্ধতি:

  • ১ টেবিল টি ট্রি অয়েল হাতে নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে মাসাজ করুন।
  • ১০-১৫ মিনিট অপেক্ষা করুন।
  • শ্যাম্পু করে নিন।
  • অথবা আপনি শ্যাম্পুর সাথে মিশিয়ে নিতে পারেন।

ব্যবহারের সময়:

প্রতিদিন স্নানের আগে।

Key point

ট্রি টি অয়েলে অ্যান্টি-মাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা খুশকির দূর করতে সহায়তা করে।

 

 

 

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here