ভারতে সম্প্রতি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস’ ফিচারে পরিবর্তন আনার পরিকল্পনা করছে। ওয়েবসাইট WABetaInfo (হোয়াটসঅ্যাপে আসন্ন পরিবর্তনগুলি ট্র্যাক করে) জানিয়েছেন হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ১৫ সেকেন্ড বেশি ভিডিও আপলোড করা যাবে না। বার্তাপ্রেরণকারী অ্যাপ্লিকেশনগুলি ভিডিওর সীমাটি হ্রাস করছে।
করোনাভাইরাসে লকডাউন পুরো ভারত। তাই চিন্তার ছাপ লিকম ইন্ডাস্ট্রির। কারন লকদাউনের জেরে মানুষের এখন মোবাইল আর ইন্টারনেট একমাত্র পথ সময় কাটানোর। তাই ইন্টারনেট পরিষেবার চাপ কমাতেই সিদ্ধান্ত ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং স্ট্যাটাস পরিষেবার।
আরও পড়ুন । করোনা মোকাবিলায় কোন সেলিব্রেটিরা অনুদান দিলেন দেখে নিন
এর আগে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ভিডিও দেওয়া যেতে ৩০ সেকেন্ড তবে এখন থেকে ১৫ সেকেন্ড এর বেশি আর দেওয়া যাবে না স্ট্যাটাস। আপাতত এই নিয়ম শুধুমাত্র ভারতের জন্যই প্রযোজ্য। ইন্টারনেটের ডেটা বাঁচানোর জন্যই এই পদক্ষেপ হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে।
আরও পড়ুন । করোনভাইরাস মোকাবিলায় ৮০ লক্ষ টাকা দান করলেন
ফেসবুক মালিকানাধীন মেসেজিং অ্যাপটি টুইট করছেন, “ভিডিও’র সময়সীমা ১৬ সেকেন্ডের বেশি হলেই তা আর পাঠাতে পারবেন না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, শুধু যে ভিডিওগুলো ১৫ সেকেন্ডের, সেগুলো অনুমোদন পাবে”। যদি কেন এই সিদ্ধান্ত তার নির্দিষ্ট কারন অজানা।
তবে WABetaInfo দাবি করেছে যে সার্ভার অবকাঠামোগত ট্র্যাফিক হ্রাস করার জন্য এই উপায়টি চালু করা হয়েছে, সম্ভবত হোয়াটসঅ্যাপ ভারতে ব্যবহারকারীর কাছ থেকে অনেকগুলি স্ট্যাটাস আপডেট পেয়েছিল। সুতরাং হোয়াটসঅ্যাপ সিদ্ধান্ত নিয়েছে যে আপনার স্ট্যাটাসে ফরোয়ার্ড করা যেতে পারে এমন ভিডিওগুলির সময়কাল সীমাবদ্ধ করবে। তবে আরও বলা হয়েছে ভবিষ্যতে পুরানো সীমা পুনরুদ্ধার করা যেতে পারে।
আরও পড়ুন । আইসিআইসিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা চালু করেছে
[“সূত্রঃ- timesofindia.indiatimes.com“]