‘গীতা LL.B’ ধারাবাহিকে’ আসছে নতুন নায়ক, এন্ট্রি নিলেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেতা

গীতা LL.B

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গীতা এলএলবি’। ধারাবাহিকে এক থেকে তৃতীয় স্থানের মধ্যে ঘোরাফেরা করে এই মেগা ধারাবাহিক। তবে এবার ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক। এন্ট্রি নিয়েছেন ছোটপর্দার এক জনপ্রিয় নায়ক। কে তিনি?

‘গীতা এলএলবি’ ধারাবাহিকে নতুন চরিত্রে এন্ট্রি নিলেন অভিনেতা সায়ন কর্মকার। যিনি জি-বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকে সংকল্প চরিত্রে অভিনয় করে ভালো জনপ্রিয়তা অর্জন করেছেন।

অভিনেতা সায়ন কর্মকার

ধারাবাহিকে অঙ্কিত চ্যাটার্জি চরিত্রে দেখা মিলবে সায়নের। মেহেকের নায়ক হয়ে এন্ট্রি নিয়েছেন অভিনেতা। বহুদিন বাদে তাকে আবার প্রধান সারির চ্যানেলে দেখে খুশি দর্শক।