‘ছোট পর্দায় টিআরপি টাকা দিয়ে কেনা যায়’, মুখ খুললেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়

বিপ্লব চট্টোপাধ্যায়

এক সময় বড়পর্দার দাপুটে খলনায়ক অভিনেতা ছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। যদিও শেষ তাকে ইতিবাচক চরিত্রে দেখা গিয়েছে।  পাভেলের ছবি ‘অসুর’-এ নুসরত জাহানের বাবা হয়েছিলেন তিনি। এই ছবিতে ইতিবাচক চরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন।

তবে এবার বড়পর্দায় নয় বরং ছোট পর্দায় অভিনয় করবেন দাপুটে খলনায়ক অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। স্টার জলসার ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ বিষ্ণুদাস নামে এক বয়স্ক কীর্তনিয়ার চরিত্রে অভিনয় করবেন বিপ্লব চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইনকে তিনি জানিয়েছেন, ‘‘এক বয়স্ক কীর্তনিয়ার চরিত্রে অভিনয় করছি। নাম বিষ্ণুদাস। আমার ঠোঁটে কীর্তন গান আছে। অভিনয় করতে বেশ লাগছে।’’

তিনি আরও জানান, “আমি এর আগেও ইতিবাচক চরিত্রে অভিনয় করেছি। ‘আদু’, ‘মৌন মুখর’-র মতো ছবি তার উদাহরণ। এই ধরনের ছবির কথা কেউ মনে রাখে না। আমি মন থেকে চাই, এই ধরনের চরিত্রই আমায় দেওয়া হোক। কিন্তু আক্ষেপ টলিউড আমাকে ঠিক মতো ব্যবহারই করতে পারল না”।

আক্ষেপের সুরে অভিনেতা বলেন, “পরিচালক বন্ধুদের আমায় কেবল খলনায়ক হিসেবেই পছন্দ। ফলে, ওই এক ধরনের চরিত্রে অভিনয় করতে করতে আমিও ক্লান্ত। অপেক্ষায় থাকি, কখন ভদ্রলোকের চরিত্রে আমায় ডাকা হবে। আমি সেখানে অভিনয়ের সুযোগ পাব”।

বড় মাপের অভিনেতা হয়ে ধারাবাহিক ছোট চরিত্রের প্রসঙ্গে বিপ্লব চট্টোপাধ্যায় জানান, “আজকালকার ধারাবাহিকের মান পড়ে গিয়েছে। তবে ব্যতিক্রম মহাপীঠ তারাপীঠ’ এবং ‘আয় তবে সহচরী’। একঘেয়ে অভিনয় করে ক্লান্ত, তাই অল্প দিনের কাজই ভালো”।

মহাপীঠ তারাপীঠ’ এবং ‘আয় তবে সহচরী’ TRP-এর তালিকায় রেটিং ভালো নেই। প্রশ্ন ছুঁড়তেই অভিনেতার বিস্ফোরক,  ‘‘টাকা দিয়ে টিআরপি কেনা যায় এ কথা কে না জানে! যে যাই বলুন, “সহচরী’তে সাহানা দত্তের চিত্রনাট্য আর কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের অভিনয় আমার ভীষণ ভাল লাগছে। তবে ‘সুবর্ণলতা’র মতো ধারাবাহিক আর হবে না। তাই ছোট পর্দা নিয়ে যত কম বলা যায় ততই ভালো”।

সূত্রঃ anandabazar . com/entertainment/biplab-chatterjee-is-in-mega-mahapith-tarapith-after-a-long-time-dgtl/cid/1317252

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here