পোল্যান্ডের নির্বাচনে জয়ের পথে প্রেসিডেন্ট দুদা

পোল্যান্ডের নির্বাচনে জয়ের পথে প্রেসিডেন্ট দুদা

পোল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে দারুণ লড়াই চলছে। বুথ ফেরত জরিপের ফলাফল জানাচ্ছে যে প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জয়ী হতে যাচ্ছেন। জরিপে দেখা যাচ্ছে যে আন্দ্রেজ দুদা ৫০.৪% ভোটে এগিয়ে রয়েছে।

আরো পড়ুন। নেভাল বেস সান দিয়েগোতে জাহাজে ভয়াবহ আগুন, আহতের সংখ্যা ২১

প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার অপরদিকে ছিলেন ওয়ারশ শহরের মেয়র সোশ্যালিস্ট লিবারেল রাফাল ট্রেসকোওস্কি। সোশ্যালিস্ট লিবারেল রাফাল ট্রেসকোওস্কি ভোট পেয়েছেন ৪৯.৬%। সোমবার নির্বাচনের ফাইনাল ফলাফল ঘোষণা করা হবে।

আরো পড়ুন। করোনা ষড়যন্ত্রে প্রান বাঁচাতে হংকং থেকে পালাতে হল ভাইরোলজিস্টকে

প্রেসিডেন্ট দুদা সাংবাদিকদের বলেন তাকে ভোট দেওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানাতে চান। নির্বাচনী প্রচারণার শেষদিন গত শুক্রবার আন্দ্রেজ বলেন, “আমাদের অলঙ্ঘনীয় ঐতিহ্যের ভিত্তিতে নির্মিত যা আমাদের সকলের পক্ষে পবিত্র এবং যা আমরা বহু প্রজন্ম ধরেই গড়ে তুলেছি।”

আরো পড়ুন। ওয়ার্ক ফর্ম হোমের দরুন হ্রাস পাচ্ছে কফির চাহিদা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত দুদার জয় আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের উপরও প্রভাব ফেলবে কিনা, তা নিয়ে জল্পনা কল্পনা চলছে৷

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here