দুঃসংবাদ! মাত্র ৫ মাসেই আচমকা বন্ধ হচ্ছে জনপ্রিয় মেগা ধারাবাহিক, বেজায় মন খারাপ দর্শকের

দুই শালিক

নতুনের আগমন মানেই তো পুরনোকে বিদায়। তাই তো আবারও এক জনপ্রিয় ধারাবাহিকের ঝাঁপ বন্ধ হয়ে গেল। টিআরপি কমতেই রাতারাতি ঝাঁপ বন্ধ করে দিচ্ছে চ্যানেল। সিরিয়ালপ্রেমীদের জন্য আরো এক খারাপ খবর। খুব শীঘ্রই শেষ হতে চলেছে স্টার জলসার মেগা ধারাবাহিক ‘দুই শালিক’। এমনটাই জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার অন্দরে। তাও আবার টিআরপির কারনেই।

যদিও খুব বেশিদিন হয়নি পর্দায় সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। ধারাবাহিকের মেয়াদ হয়েছে মাত্র ৫ মাস। গত সপ্তাহে ৫ র উপর টিআরপি রাখতে পেরেছিল দুই শালিক। সন্ধ্যে সাড়ে পাঁচটার স্লটে বিপরীতে জি বাংলার অমরসঙ্গীকে বেশ ভালোমতো টেক্কা দিয়েছিল দুই শালিক।

দুই শালিক

তবে এই সপ্তাহে এক ধাক্কায় টিআরপি কমেছে বেশ অনেকটাই। এমনকি শুধু টিভির পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেও নিজের জায়গা হারাচ্ছে এই ধারাবাহিক। যার কারণে রি ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনা একেবারে তুঙ্গে। এখনই অফিসিয়ালি কোন ঘোষণা করা হয়নি এই ব্যাপারে।