অনিকেতের সামনেই শ্যামলীকে বিয়ে করল মন্দার, ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক ঘিরে ক্ষোভপ্রকাশ দর্শকের

কোন গোপনে মন ভেসেছে

জি-বাংলার জনপ্রিয় অভিনেতা হল ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রণজয় বিষ্ণু।

বর্তমানে ধারাবাহিকটি জমজমাট পর্ব চলছে। মন্দারের সাথে শ্যামলীর বিয়ে আটকাতে মরিয়া অনিকেত। শ্যামলী র দীর্ঘ বিশ্বাস তার স্বামী তাকে ঠিক ফিরিয়ে আনবে।

এদিকে বিয়ের মন্ডপে মন্দার চায় অনিকেতের সামনে শ্যামলীকে সে বিয়ে করবে। কিন্তু এরপর দেখা যায় মন্দার শ্যামলীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় কিন্তু অনিকেত কিছুই করতে পারে না। নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে  ক্ষোভপ্রকাশ করছেন দর্শক।