দেশব্যাপী করোনা ভাইরাসের জেরে বেহাল হয়েছে অর্থনীতি । থমকে গিয়েছে অর্থনীতির চাকা । তাকে সচল করতে ধীরে ধীরে আনলক হচ্ছে দেশ ।
অবশ্য লকডাউনের পথে হাঁটলেও বিপদ এখনও কাটেনি । সেই সঙ্গে বেড়েই চলেছে করোনার সংক্রমণ ।
যতদিন যাচ্ছে, দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা । এমন পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে রাজি নয় কেন্দ্র । পরিস্থিতির দিকে তাকিয়েই শুক্রবার জানিয়ে দেওয়া হল, আগামী ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধই থাকবে ।
Ban on international commercial passenger flights to and from India extended till July 31, 2020. pic.twitter.com/6nltrHkG7d
— ANI (@ANI) July 3, 2020
আরও পড়ুন :71 বছর বয়সে চলে গেলেন বলিউডের ‘মাস্টারজী’ সরোজ খান
এর আগে চলতি বছরের জুন মাসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, মধ্য জুলাই থেকে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা । তবে বিমান চলাচলের পুরোটাই নির্ভর করবে করোনা পরিস্থিতির উপর ।
এরপর গত শুক্রবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় জারি থাকবে নিষেধাজ্ঞা । অর্থাৎ আনলক টু পর্বে পরিষেবা চালুর সম্ভাবনা জিইয়েই রেখেছিল সরকার ।
কিন্তু এদিন একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করে দেওয়া হল, চলতি মাসে বিদেশে বিমান যাতায়াত বন্ধই থাকবে।
DGCA-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি থাকবে । তবে আগের মতোই কার্গো বিমান ও স্পেশ্যাল বিমান চলবে ।
আরও পড়ুন :ন্যূনতম ব্যালেন্স ও এটিএম চার্জ ফ্রি’র মেয়াদ আজ শেষ
এছাড়াও বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে বিশেষ কয়েকটি রুটে বিমান উড়ান চলাচল করতে পারে ।
উল্লেখ্য, প্রতিদিনই দেশজুড়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ । সঙ্কটজনক পরিস্থিতির দিকে তাকিয়ে ১২ আগস্ট পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে লোকাল-প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেন চলাচল । এবার আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে ধীরে চলো নীতি গ্রহণ করল কেন্দ্র ।
আরও পড়ুন : জুলাই মাসের প্রথমেই বাড়ল এলপিজি গ্যাসের দাম
প্রসঙ্গত, আন্তর্জাতিক বিমান পরিষেবা যাতে এখনই শুরু না করা হয়, তার জন্য কেন্দ্রের কাছে আরজি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অবশেষে, করোনা সংক্রমণ রুখতে চলতি মাসে পরিষেবা নতুন করে চালু না করারই সিদ্ধান্ত নিল মোদি সরকার ।