71 বছর বয়সে চলে গেলেন বলিউডের ‘মাস্টারজী’ সরোজ খান

সরোজ খান

বলিউড জুড়ে একের পর এক নক্ষত্র পত্তন। কিছুদিন আগে অভিনেতা সুশান্ত সিং রাজপুত প্রায়ত হন। সেই শোকের ছায়া কাটিয়ে উঠতে পারেন নি এখনও মানুষ। তারইমধ্যে আরও এক শোকের ছায়া বলিউড জগতে। মাত্র ৭১ বছর বয়সে চলে গেলেন ‘মাস্টারজী’ সরোজ খান।

আরও পড়ুন । জুলাই মাসের প্রথমেই বাড়ল এলপিজি গ্যাসের দাম

17 ই জুন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। হাসপাতালে করা বাধ্যতামূলক COVID-19 পরীক্ষা ক্লেরানো রিপোর্ট এসেছিল নেগেটিভ। বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কোরিওগ্রাফার সরোজ খানের। ১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করেন কিংবদন্তি সরোজ খান।

আরও পড়ুন । ন্যূনতম ব্যালেন্স ও এটিএম চার্জ ফ্রি’র মেয়াদ আজ শেষ

১৯৭৮ সালে গীতা মেরা নাম ছবি দিয়ে স্বাধীন কোরিওগ্রাফার হিসাবে কাজ শুরু হয়। শ্রীদেবী ও মাধুরি দীক্ষিতের সঙ্গে কাজ করেছেন তিনি। তার নাচ গোটা বলিউডে জনপ্রিয়। তার নাচ এতটাই জনপ্রিয় তাকে বলিউডে মাস্টারজী নামে অভিহিত করা হয়। অনেক অভিনেত্রী তার কাছে নাচ শিখেছেন। তিনি রিয়ালিটি শো-এর বিচারকও ছিলেন।

আরও পড়ুন । কলকাতায় এবার চালু হল মেট্রো স্মার্ট কার্ডের অনলাইন রিচার্জ

২০২০ সাল বলিউড ইন্ডাস্ট্রি জন্য একটি “ব্ল্যাক ইয়ার”। একের পর এক বিখ্যাত কিংবদন্তিদের দুঃসংবাদে শোকস্তব্ধ বলিউড জগত। আজ এত বড় একজন স্টারকে হারিয়ে গোটা দেশ শোকস্তব্ধ।

[“Source:- www.ndtv.com“]

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here